বাংলাদেশে বিপুল ভোটে জয়ের পথে আওয়ামি লিগ, পঞ্চমবার প্রধানমন্ত্রী পদে হাসিনা?



<p><strong>কৃষ্ণেন্দু অধিকারী, ঢাকা</strong>: বাংলাদেশের নির্বাচনে বিপুল জয়ের পথে আওয়ামি লিগ। শেখ হাসিনার পঞ্চমবারের জন্য প্রধানমন্ত্রী হওয়া স্রেফ সময়ের অপেক্ষা। হাসিনার প্রধান প্রতিদ্বন্দ্বী, বেগম খালেদা জিয়ার বিএনপি এবার ভোট বয়কটের ডাক দিয়েছিল। তাই ভোটের নিরাপত্তা ছিল আঁটোসাঁটো। বাংলাদেশের জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, ৪০ শতাংশ ভোট পড়েছে এবার।</p>
<p><strong>কী জানা গেল?<u><br /></u></strong>বিএনপির ভোট বয়কটের স্রোত ঠেলে আওয়ামি লিগের নৌকা ফের ভিড়ল পদ্মার পাড়ে! বাংলাদেশের ভোটযুদ্ধে, শেষ হাসি হাসলেন আবার মুজিব-কন্যা শেখ হাসিনাই। বাংলাদেশে ৩০০টির মধ্যে ২৯৯-টি আসনে ভোটগ্রহণ হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, ভোটদানের হার ৪০ শতাংশ। বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশন সূত্রে খবর, ২০৭টি আসনে সম্ভাব্য জয়ী শেখ হাসিনার আওয়ামি লিগ। ৫৩টি আসনে সম্ভাব্য জয়ী হয়েছেন নির্দল প্রার্থীরা। জাতীয় পার্টির ঝুলিতে আসতে চলেছে ৯টি আসন বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। বাংলাদেশের প্রধান বিরোধী দল বেগম খালেদা জিয়ার বিএনপি ভোট বয়কটের ডাক দেওয়ায় অশান্তির আশঙ্কা ছিলই। তাই ভোটকেন্দ্রগুলিতে ছিল কড়া নিরাপত্তার ঘেরাটোপ। তবু ওপার বাংলার ভোট কেমন হয়, তা চাক্ষুস করতে বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন ভোটকেন্দ্রে উপস্থিত হয়েছিল এবিপি আনন্দ। ভোট মানে গণতন্ত্রের উৎসব! সেই উৎসবেরই টুকরো টুকরো ছবি উঠে এল ওপার বাংলার ভোটে!</p>
<p><strong>টুকরো ছবি…</strong><br />অভিনেতা ফিরদৌসকে মনে পড়ে? ২০১৯-এর লোকসভা ভোটের সময় উত্তর দিনাজপুরে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে এসে বিতর্কে পড়েছিলেন। সেই ফিরদৌস এবার ঢাকার ১০ নম্বর আসন থেকে আওয়ামি লিগে-র তারকা প্রার্থী! ভোটের ব্যস্ততার মধ্যে এবিপি আনন্দর মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশের এই জনপ্রিয় অভিনেতা। বললেন, ‘তাপস, শতাব্দীকে দেখে নির্বাচনে লড়ার ইচ্ছা হয়েছিল।’ ভোটের সম্ভাব্য ফল অনুযায়ী, ফিরদৌসে আস্থা রেখেছেন বাংলাদেশের মানুষ। পাশাপাশি বাংলাদেশের কিংবদন্তী অলরাউন্ডার সাকিব আল হাসান থেকে প্রাক্তন ফাস্ট বোলার মাশরাফি বিন মোর্তাজা-সহ জয়ী হয়েছেন সিংহভাগ আওয়ামি লিগের প্রার্থী। শেখ হাসিনার মূল চ্যালেঞ্জার বিএনপি নেত্রী খালেদা জিয়া গৃহবন্দি। বিএনপির আরেক শীর্ষ নেতা ও খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান বিদেশে। তাই আওয়ামি লিগের সঙ্গে যেটুকু লড়াই, তা বাংলাদেশের প্রয়াত নেতা এরশাদের জাতীয় পার্টি আর নির্দল প্রার্থীদের সঙ্গে। বাংলাদেশের নির্বাচন কমিশন সূত্রে খবর, শেখ হাসিনা পেয়েছেন প্রায় আড়াই লক্ষ ভোট। মুজিব কন্যার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনপিপির শেখ আবুল কালাম ভোট পেয়েছেন মাত্র ৪৬০টি। অধিকাংশ আসনে জিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কুর্সিতে শেখ হাসিনার পঞ্চমবার শপথগ্রহণ করা এখন স্রেফ সময়েরই অপেক্ষা।</p>
<p>&nbsp;</p>
<p><a title="আরও পড়ুন:প্রায় ৩ লক্ষ টাকা ক্যাশ চিবিয়ে খেল পোষ্য কুকুর, দেখার পর কী অবস্থা হল মালিকের?" href="https://bengali.abplive.com/offbeat/pennsylvania-dog-belong-to-a-couple-eats-4-000-in-cash-1037190" target="_blank" rel="noopener">আরও পড়ুন:প্রায় ৩ লক্ষ টাকা ক্যাশ চিবিয়ে খেল পোষ্য কুকুর, দেখার পর কী অবস্থা হল মালিকের?</a></p>



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: