বড় ধাক্কা খেল কেকেআর, আইপিএল থেকে সরে দাঁড়ালেন কামিন্স


মেলবোর্ন: আইপিএল ২০২৩ (IPL 2023) শুরু হতে এখনও বেশ খানিকটা সময় বাকি রয়েছে। তবে ইতিমধ্যেই দলবদল শুরু হয়ে গিয়েছে। আজ, ১৫ নভেম্বরের মধ্যেই ফ্রাঞ্চাইজিগুলিকে নিজেদের রিটেন করা খেলোয়াড়দের নামের তালিকা জমা দিতে হবে। পরের মাসে আইপিএল নিলাম আয়োজিত হবে বলে খবর। ইতিমধ্যেই কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) দলে একাধিক নতুন তারকা যোগ দিয়েছেন। তবে মঙ্গলবার এক বিরাট ধাক্কাও খেল নাইট বাহিনী। আসন্ন মরসুমে আইপিএলে খেলবেন না প্যাট কামিন্স (Pat Cummins)।

সরে দাঁড়ালেন কামিন্স

আজ মঙ্গবারই আইপিএল থেকে নিজের নাম সরিয়ে নেওয়ার কথা জানান অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স। নিজের সোশ্যল মিডিয়ায় কামিন্স আইপিএলে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত জানিয়ে লেখেন, ‘আমি পরের মরসুমের আইপিএলে অংশগ্রহণ না করার কঠিন সিদ্ধান্ত নিয়েছি। পরের ১২ মাসে প্রচুর আন্তর্জাতিক টেস্ট ও টি-টোয়েন্টি ম্যাচ আয়োজিত হবে। তাই অ্যাসেজ সিরিজ ও বিশ্বকাপের আগে নিজেকে বিশ্রাম দেওয়ার জন্যই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আমার এই সিদ্ধান্তকে সম্মান জানানোর জন্য কেকেআর ম্যানজমেন্টকে অনেক ধন্যবাদ। দলের খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফরা সকলেই দুর্দান্ত। আশা করি ভবিষ্যতে যত দ্রুত সম্ভব আবার এই দলের জার্সি গায়ে চাপিয়ে আমি মাঠে নামতে পারব।’

 

Reels

 

ঠাসা সূচি

পরের বছর জুনেই অ্যাসেজ সিরিজ আয়োজন হওয়ার কথা। তারপর অক্টোবর, নভেম্বর মাসে ভারতের মাটিতে ৫০ ওভারের বিশ্বকাপ আয়োজিত হবে। কামিন্স দুই টুর্নামেন্টেই অস্ট্রেলিয়ান দলকে নেতৃত্ব দেবেন। বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে রয়েছে কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ান দল। তাই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও অস্ট্রেলিয়ার খেলার সম্ভাবনা প্রবল। এই ঠাসা সূচি দেখে কামিন্স কেন পরের মরসুমের আইপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন, তা বুঝতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়।

আরও পড়ুন: মুম্বইয়ের বিরুদ্ধে খেলতে নারাজ, আইপিএল থেকে অবসর নিলেন পোলার্ড, পেলেন নতুন দায়িত্ব





Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: