ফোনের দাম ৫ কোটি! সোনা-হিরে কী নেই সেখানে


iPhone 14 Pro Max: দামি ফোন নিয়ে আলোচনা হলে সবার প্রথমে মাথায় আসে আইফোনের (Apple iPhone) নাম। কিন্তু তাই বলে কোনও আইফোনের দাম ৫ কোটি টাকা হতে পারে? শুনে ভাবছেন এ কী হিরে মানিক খচিত ফোন নাকি? আসলেই তাই। আইফোন ১৪ প্রো ম্যাক্স (iPhone 14 Pro Max) মডেলের বিশেষ ভ্যারিয়েন্ট, ভারতীয় মুদ্রায় যার দাম ৫ কোটি টাকার আশপাশে। বলা হচ্ছে, বিলাসবহুল গাড়ি ল্যাম্বরগিনি Huracan Evo এবং ফেরারি এফ৮ মডেলের দাম এই ফোনের তুলনায় কম। 

বিশেষ এই ফোনে কী এমন রয়েছে

জানা গিয়েছে, এই আইফোন ১৪ প্রো ম্যাক্স মডেল ডিজাইন করেছে রাশিয়ার কোম্পানি Caviar। ব্রিটিশ জুয়েলারি ব্র্যান্ড Graff- এর সঙ্গে যুক্ত এই বিশেষ আইফোন নির্মাণ করা হয়েছে। গোটা বিশ্বে মাত্র ৩টি এমন ফোন তৈরি হয়েছে। অর্থাৎ ৫ কোটির ফোন কোনও ধনকুবেরও চাইলে এখনই কিনতে পারবেন না। কারণ সারা বিশ্বেই রয়েছে মাত্র ৩টি। Diamond Snowflake রয়েছে এই ফোনে। অর্থাৎ তুষারকণার মতো সূক্ষ্ম হিরের কুচি দিয়ে এই ফোন ডিজাইন করা হয়েছে। 

একনজরে দেখে নেওয়া যাক বিশেষ ফোনের ডিজাইন

এই আইফোন ১৪ প্রো ম্যাক্স মডেলের পিছনের অংশে রয়েছে একটি প্ল্যাটিনাম এবং হোয়াইট গোল্ড পেনডেন্ট। এখানেই শেষ নয়। এর চারপাশে সুসজ্জিত রয়েছে বিশেষ গোলাকার এবং marquise কাটের হিরে। এর আনুমানিক মূল্য প্রায় ৬২ লক্ষ টাকা। ফোনের ব্যাকপ্লেট তৈরি হয়েছে ১৮ ক্যারাটের হোয়াইট গোল্ডের সাহায্যে। এছাড়াও এখানে রয়েছে এমন একটি প্যাটার্ন যেখাএ ৫৭০টি হিরে সজ্জিত রয়েছে। বিরল ধাতু এবং প্রচুর হিরের ব্যবহার হওয়ায় এই ফোনের দাম পৌঁছেছে ৫ কোটি টাকার কাছাকাছি। 

কোথা থেকে কেনা যাবে

সারা পৃথিবীতে তৈরি হয়েছে মাত্র ৩টি ফোন। নিঃসন্দেহে অফুরান সম্পদের অধিকারী না হলে এই ফোন কেনার কথা ভুলেও কেউ ভাববেন না। যাঁরা কিনতে আগ্রহী তাঁরা আইফোন ১৪ প্রো ম্যাক্স মডেলের এই ভ্যারিয়েন্ট পাবনে রাশিয়ার সংস্থা Caviar- এর অফিশিয়াল ওয়েবসাইটে। এক বছরের ওয়ারেন্টি দেবে এই সংস্থা। 

আইফোন ১৪ প্রো ম্যাক্স

২০২২ সালের সেপ্টেম্বর মাসে আইফোন ১৪ সিরিজ লঞ্চ করেছে অ্যাপেল কর্তৃপক্ষ। এই সিরিজের সবচেয়ে দামি ফোন আইফোন ১৪ প্রো ম্যাক্স। লঞ্চের সময় মডেলের দাম ছিল ১,৩৯,৯০০ টাকা। শোনা যাচ্ছে, আইফোন ১৫ সিরিজ লঞ্চ হলে নাকি এই মডেল রিপ্লেস করে দেওয়া হবে। যদিও নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। 

আরও পড়ুন- কতবার দাঁত মাজলে দূরে থাকবে হৃদরোগ? কী বলছে গবেষণা?



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: