ফের ফিরছে করোনা? আগেভাগেই কী নির্দেশ কলকাতা পুরসভার?



অর্ণব মুখোপাধ্যায়, সুমন ঘড়াই ও ঝিলম করঞ্জাই, কলকাতা: ফের কি ফিরে আসছে কোভিড? চিনে (China) কোভিডের বাড়বাড়ন্তের জন্য ফের সচেতনতার বার্তা দিয়েছে কেন্দ্র। তারপরেই সতর্ক কলকাতা পুরসভা (Kolkata Corporation)। কোভিড রুখতে গোড়া থেকেই পদক্ষেপ করতে চাইছে পুর-প্রশাসন।

কী সতর্কতা: 
পুরসভার স্বাস্থ্যবিভাগের কর্মীদের  মাস্ক (Musk) পরা বাধ্যতামূলক করার নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ মানুষকে বার্তা দেওয়ার জন্যই স্বাস্থ্যকর্মীরা মাস্ক পরবেন বলে জানানো হয়েছে। কোভিড রুখতে মূলত জনবহুল জায়গায় মাস্ক পরায় জোর দেওয়া হচ্ছে। কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ বলেন, ‘করোনা পরীক্ষাকেন্দ্রগুলি প্রস্তুত রাখা হচ্ছে।’

চিন-আমেরিকা-সহ একাধিক দেশে ফের দাপট শুরু করেছে করোনা। বিশ্বের অন্যদেশগুলির এই ছবি দেখে সতর্কতার রাস্তায় হাঁটতে চলেছে ভারতও। ফের মাস্কে জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার। জনবহুল জায়গায় মাস্ক পরার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সরকার। অন্যদিকে সতর্ক হচ্ছে রাজ্ সরকারও। কোভিড পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেছেন, ‘চায়নাতে কোভিড আবার বাড়ছে। আমাদের স্বাস্থ্য দফতরকে বলবো কোভিড নিয়ে একটু দেখে নিতে। একটা টিম তৈরি করতে হবে। স্বাস্থ্য সচিব এই টিমটাকে লিড করবে।সার্ভেলেন্স রাখতে হবে।’

এর আগে বারবার যখন কোভিডের ঢেউ (Covid Wave) আছড়ে পড়েছে ভারতে, তখনও মাস্ক পরা নিয়ে চরম কড়াকড়ি হয়েছিল। কিন্তু ধীরে ধীরে কোভিডের প্রকোপ যখন কমেছে, তখন মাস্ক নিয়েও শিথিলতা এসেছে। জানুয়ারি থেকে জি-টোয়েন্টি উপলক্ষে শহরে বিদেশিরা আসতে শুরু করবেন। এই সময়েই কোভিড নিয়ে আশঙ্কা তৈরি হচ্ছে।

কী বললেন ডেপুটি মেয়র:
কলকাতা পুরসভার ডেপুটি মেয়র এবং মেয়র পারিষদ স্বাস্থ্য অতীন ঘোষ বলেন, ‘এই দেশগুলো থেকে লোক আসা রেস্চট্রিক্ট করা উচিত। আগের বারেও এই দেশগুলো থেকে হয়েছিল। রাজ্য সরকার যেন কথা বলে আমরা বলব। মাস্ক পরা উচিত। রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করব। ভ্যাকসিন সেন্টার কমলেও, করোনা পরীক্ষাকেন্দ্র কমেনি। তাই লোক সেখানে যেতেই পারেন।’

কলকাতা পুরসভা সিদ্ধান্ত নিয়েছে, যে সব স্বাস্থ্যকর্মীরা করোনা রোগীদের পরীক্ষা করবেন, তাদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হবে। সাধারণ মানুষকে বার্তা দেওয়ার জন্য, পুরসভার স্বাস্থ্যবিভাগের কর্মীরাও মাস্ক পরে কাজ করবেন।

আরও পড়ুন: করোনার নয়া ভ্যারিয়েন্টে বিপর্যস্ত চিন, সেই প্রজাতিই পাওয়া গেল গুজরাতে

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: