ফের ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া, উড়ে গেল জাপানের উপর দিয়ে, বাতিল ট্রেন, জারি সতর্কতা


টোকিও: দীর্ঘ সাত মাস পেরিয়ে গেলেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অব্যাহত। সংঘাত অব্যাহত চিন এবং তাইওয়ানের মধ্যেই। তার মধ্যেই এশীয় ভূরাজনীতিতে নয়া সঙ্কট। ফের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উত্তর কোরিয়ার। জাপানের উপর দিয়ে সেটি উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ। তাতে ক্ষেপণাস্ত্র সতর্কতা জারি হল জাপানে। নাগরিকদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে আর্জি জানাল জাপান সরকার। উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়াও। 

উত্তর কোরিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র উড়ল জাপানের উপর দিয়ে!

মঙ্গলবার সাতসকালে নতুন করে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। সকাল ৭টা বেজে ২৯ মিনিটে সেটি উৎক্ষেপণ করা হয় বলে জানা গিয়েছে। তার পরই সেই দেশে সতর্কতা জারি করে জাপান সরকার। দেশের সরকারি টেলিভিশন চ্যানেল NHK-এর মাধ্যমে নাগরিকদের জন্য সতর্কবার্তা সম্প্রচার করা হয়েছে সরকারের তরফে। তাতে বলা হয়, ‘উত্তর কোরিয়া সম্ভবত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। সব বাড়ি খালি করে দিন। মাটির নিচে, নিরাপদ আশ্রয়ে চলে যান‘।

NHK জানিয়েছে, দেশের উত্তরের দুই অঞ্চলের জন্যই আপাতত এই সতর্কবার্তা। সেই অভিমুখেই উত্তর কোরিয়ার তরফে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয় বলে অভিযোগ।  এর পর সকাল ৮টা নাগাদ প্রধানমন্ত্রীর দফতরের তরফে ট্যুইট করা হয় যে, ‘উত্তর কোরিয়ার ছোড়া ব্য়ালিস্টিক ক্ষেপণাস্ত্রটি সম্ভবত দেশের উপর দিয়ে উপর দিয়ে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে’। জাপানের উপকূলরক্ষী বাহিনী তার পর বিবৃতি প্রকাশ করে জানায়, উত্তর কোরিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রটি সাগরে গিয়ে পড়েছে। তাই আপাতত সমুদ্রে নৌকা নিয়ে বেরনো যাবে না, আকাশ থেকে কিছু নেমে আসতে দেখলে, সে দিকে না এগনোই ভাল। 

শুধু তাই নয়, উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র ছুড়ে বলে জানিয়ে দেশের উত্তরে ট্রেন চলাচলও বন্ধ রাখা হয় সাময়িক। জাপান এবং উত্তর কোরিয়া সরকার জানিয়েছে, ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। জাপানের তরফে কী সামরিক প্রস্তুতি নেওয়া হচ্ছে, তা এখনও জানা যায়নি। তবে দাবি সত্য হলে, ২০১৭-র পর এই প্রথম জাপানের উপর দিয়ে উত্তর কোরিয়ার ছোড়া কোনও ক্ষেপণাস্ত্র উড়ে গেল। 

আরও পড়ুন: Jammu and Kashmir: বাড়িতে গলার নলি কাটা অবস্থায় পড়ে দেহ, কাশ্মীরে রহস্যমৃত্যু ডিজি-কারার, শাহি-সফরের মাঝেই উদ্বেগের ছায়া

জাপান সরকারের মুখপাত্র হিরোকাজু মাতসুনো সংবাদমাধ্যমে বলেন, ‘‘উত্তর কোরিয়ার একের পর এক পদক্ষেপ, লাগাতার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা, জাপান, এশিয়া এবং আন্তর্জাতিক মহলের শান্তি এবং নিরাপত্তাকে বিঘ্নিত করছে।’’ প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা উত্তর কোরিয়ার এই পদক্ষেপপে ‘বর্বরতা’ বলে উল্লেখ করেছেন। এ নিয়ে বিশদ তথ্য় সংগ্রহ এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। 

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর দাবি, মঙ্গলবার মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। জাগাং থেকে ছোড়া হয়েছে সেটি। সাম্প্রতিক সময় ওই এলাকা থেকেই উত্তর কোরিয়া সরকার একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে বলে দাবি তাদের। জাপানের উপর দিয়ে ৩ হাজার কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরে সেটি গিয়ে পড়েছে বলেও দাবি করা হয়েছে। 

বিগত ১০ দিনে‌ এই নিয়ে পাঁচ বার ক্ষেপণাস্ত্র পরীক্ষা

গত ১০ দিনে এই নিয়ে পঞ্চম বার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া। গত সপ্তাহে দক্ষিণ কোরিয়া, জাপান এবং আমেরিকার তরফে সমুদ্রে সাবমেরিন প্রতিরোধী ত্রিদেশীয় নৌমহড়া চালায়। তার পর থেকেই ক্ষেপণাস্ত্র পরীক্ষায় ফের সক্রিয় হয়ে উঠেছে উত্তর কোরিয়া। 





Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: