‘ফাইনাল খেলার যোগ্যতাই ছিল না পাকিস্তানের”, বিস্ফোরক আমির



<p style="text-align: justify;"><strong>মেলবোর্ন:</strong> তাঁর দুরন্ত বোলিংয়ের সুবাদেই সেদিন চ্য়াম্পিয়ন্স ট্রফির ফাইনালে শুরুতেই ভারতকে ধাক্কা দিয়েছিল পাকিস্তান। আজ থেকে চার বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী পাকিস্তান দলের অন্যতম তুরুপের তাস ছিলেন মহম্মদ আমির। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এখনও বাঁহাতি আমিরের অভাব মাঝে মঝ্যে বোধ করে পাকিস্তান শিবির। যদিও শাহিন আফ্রিদি এসে কিছুটা সেই অভাব মিটিয়ে দিয়েছেন। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের হারের পর এবার বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন পাক পেসার। তিনি মনে করেন যে পাকিস্তান দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওঠার যোগ্যতাই ছিল না।</p>
<p style="text-align: justify;"><strong>কী বলছেন আমির?</strong></p>
<p style="text-align: justify;">ম্যাচের পর প্রাক্তন পাক পেসার এক সাক্ষাৎকারে বলেন, ”আমার মনে হয় পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলেছে, এটাই অনেক বড় প্রাপ্তি। এই দলের কোনও যোগ্যতাই ছিল না ফাইনাল খেলার। আমরা কীভাবে ফাইনালে পৌঁছেছি, তা গোটা বিশ্ব জানে। আল্লাহর অনেক আশীর্বাদ রয়েছে আমাদের ওপর। পারফরম্যান্স দেখলেই বোঝা যায় যে কেমন ফল হতে পারে।”</p>
<p style="text-align: justify;">দলের ব্য়াটিং লাইন আপকে প্রশ্নের মুখে ফেলে আমির বলেন, ”এমসিজির পিচ যে বোলারদের সাহায্য করবে তা জানাই ছিল। আমি আগেই বলেছিলাম যে প্রথম ম্যাচের মত পিচ হলে পাক ব্য়াটিংকে ভুগতে হবে। ঠিক সেটাই হয়েছে। হ্যারিসের প্রতিভা নিয়ে আমরা অনেক কথাই বলছি। কিন্তু কখন, কোন শট খেলতে হবে তা বুঝতে হবে। আদিল রাশিদকে ওভাবে আক্রমণ করতে গিয়ে ও উইকেট ছুড়ে এসেছে। সেখানে স্টোকস দেখিয়ে দিল যে কীভাবে ম্যাচ বের করে আনতে হয়।”</p>
<p style="text-align: justify;"><strong>স্টোকসের প্রশংসায় কারান</strong></p>
<p>পাকিস্তানের বিরুদ্ধে জয়ের নায়ক তিনি । মেলবোর্নে মাত্র ১২ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট। পাক ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দিয়েছিলেন। ম্যাচের সেরা হয়েছেন স্যাম কারানই। তবে তাঁর মতে, পুরস্কারটা প্রাপ্য ছিল বেন স্টোকসের।</p>
<p>ম্যাচ সেরার পুরস্কার নেওয়ার পর কারান বলেছেন ‘মনে করি না আমি এটা পাওয়ার যোগ্য। যেভাবে স্টোকস ওই ইনিংসটা খেলল তাতে করে ওর ম্যাচের সেরা হওয়া উচিত।’ যোগ করেছেন, ‘আমরা এই মুহূর্তটা খুব উপভোগ করব। খুব স্পেশাল একটা মুহূর্ত। এখানকার স্কোয়ার বাউন্ডারিগুলো খুব বড়। সেই কারণে পিচে বল হিট করতে পারলে পেসারদের সুবিধা হয়েছে। বল সুইং করেছে দুই দিকে।'</p>
<p>স্টোকসের প্রশংসা করে কারান বলেন ‘আমাদের জন্য ও হচ্ছে সেরা।’ ম&zwnj;্যাচ সেরা হওয়ার পাশাপাশি কারান টুর্নামেন্টের সেরা ক্রিকেটারও নির্বাচিত হয়েছেন। নিয়েছেন ১৩টি উইকেট। ওভার প্রতি মাত্র ৬.৫০ রান খরচ করেছেন।</p>



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: