‘প্লেয়ার্স ক্যাপ্টেন’, অধিনায়ক হার্দিকের প্রশংসায় পঞ্চমুখ কোচ লক্ষ্মণ


ওয়েলিংটন: আসন্ন নিউজিল্যান্ড সিরিজে রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলিরা কেউই দল নেই। তুলনামূলক তরুণ দল নিয়ে কিউয়িদের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে ভারতীয় দল (IND vs NZ)। দলের নেতৃত্বে হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। কোচের ভূমিকায় দেখা যাবে ভিভিএস লক্ষ্মণকে (VVS Laxman)। অনেকেই মনে করছেন দুই বছর বাদে পরের বিশ্বকাপে সম্ভবত হার্দিকই ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন। সেই নিয়ে জল্পনা-কল্পনা অব্যাহত। এরই মাঝে অধিনায়ক হার্দিক নিয়ে মুখ খুললেন লক্ষ্মণ।

হার্দিকের প্রশংসা

ভারতীয় দলের কিংবদন্তি ক্রিকেটার তথা এই সিরিজের কোচ লক্ষ্মণ অধিনায়ক হার্দিকের প্রশংসায় পঞ্চমুখ। তাঁকে ‘প্লেয়ার্স ক্যাপ্টেন’ হিসাবে ভূষিত করে লক্ষ্মণ বলেন, ‘ও একজন দুর্দান্ত নেতা। ও আইপিএলে কী করেছে সেটা তো আমরা সবাই দেখেছি। আয়ার্ল্যান্ডেও আমি ওর সঙ্গে বেশ খানিকটা সময় কাটিয়েছি। ওর উপস্থিতি ও দায়বদ্ধতা, দুইটোই অসাধারণ এবং বাকিদের জন্য় উদাহরণও বটে। ও একজন প্লেয়ার্স ক্যাপ্টেন যার কাছে গিয়ে সহজেই নিজের সুবিধা, অসুবিধার কথা বলা যায়। খেলোয়াড়রা ওর থেকে আত্মবিশ্বাস পায়। অধিনায়ক হিসাবে প্রতি মুহূর্তে হার্দিক কিন্তু বাকিদের জন্য উদাহরণ তৈরি করে।’

মাঠের চ্যালেঞ্জ

Reels

বেশ কিছু সিনিয়র ক্রিকেটার নেই। তবে সিরিজের আগে লক্ষ্মণকে তাঁদের অনুপস্থিতি নয়, বরং ভাবাচ্ছে নিউজিল্যান্ডের মাঠগুলির আকার আকৃতি। ‘এখানকার মাঠগুলি ছোট, সেটা কিন্তু চিন্তার বিষয় নয়, চিন্তার কারণ হল মাঠের আকৃতি। ওয়েলিংটন বা অকল্যান্ডের মাঠগুলি আর পাঁচটা সাধারণ ক্রিকেট মাঠের মতো নয়। তবে আন্তর্জাতিক ক্রিকেটের মজাটাও তো এখানেই। দ্রুত পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে মানিয়ে নেওয়াটা খুব জরুরি। আমি নিশ্চিত দল মানিয়ে নিতে পারবে। প্রতিপক্ষের শক্তি, দুর্বলতা দেখে আমরা নিজেদের পরিকল্পনাও তৈরি করব।’ বলেন ভারতীয় কোচ। 

নতুন শুরুর লক্ষ্যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শুরুর আগেই ব্যাাটরদের স্পষ্ট বার্তা দিয়ে রাখলেন এই সিরিজে ভারতীয় কোচের দায়িত্বপ্রাপ্ত ভিভিএস লক্ষ্মণ। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে লক্ষ্মণ বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেট নির্ভীকভাবে, স্বাধীন মনে খেলা উচিত। আমাদের দলে এমন প্রচুর খেলোয়াড় আছেন যারা স্বাধীনভাবে নিজেদেরকে মেলে ধরে একাই ম্যাচের রঙ বদলে দিতে পারেন। ম্যানেজমেন্ট এবং অধিনায়কের তরফে ওঁদের একটাই বার্তা দেওয়া হয়েছে যে ওঁরা যেন নির্ভীকভাবে নিজের খেলাটা খেলে। তবে পরিবেশ এবং ম্যাচের পরিস্থিতিটাও মাথায় রাখতে হবে এবং সেইমতো পরিকল্পনাও তৈরি করার প্রয়োজন।’ 

আরও পড়ুন: সিরিজ শুরুর আগেই হার্দিকের নাগাল থেকে ট্রফি ছিনিয়ে নিলেন কেন উইলিয়ামসন!



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: