প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ, কোহিনুরের ভবিষ্যৎ নিয়ে জোর জল্পনা


লন্ডন: প্রায় ২০০ বছরের ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়েছে ভারত। তার পরও ভারত থেকে আহরিত কোহিনুর (Kohinoor) হিরে এতদিন আক্ষরিক অর্থেই তুলে রেখেছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ (Queen Elizabeth Dies)। রানির বেগুনি রংয়ের মুকুটে শোভা পেত কোহিনুর। কিন্তু বৃহস্পতিবার ৯৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রানি। তার পরই কোহিনুরের পরবর্তী গন্তব্য নিয়ে শুরু হয়েছে চর্চা। তবে শোনা যাচ্ছে, রানির ছেলে প্রিন্স চার্লস ব্রিটেনের রাজা হলে, তাঁর স্ত্রী ক্যামিলা, ডাচেস অফ কর্নওয়ালের হাতেই উঠবে কোহিনুর (Kohinoor Crown)।

ভারত থেকে আহরিত কোহিনুরই এতকাল শোভা পেত রানির মুকুটে

ডায়ানার সঙ্গে বিচ্ছেদ, বৈবাহিক টানাপোড়েন নিয়ে প্রিন্স চার্লস বরাবরই সমালোচিত। ডায়ানার সঙ্গে বিয়ের আগে তেকে এবং বিয়ের পরও তিনি ক্যামিলার সঙ্গে সম্পর্কে জড়িত ছিলেন বলে অভিযোগ ওঠে। সেই নিয়ে বিস্ফোরক সাক্ষাৎকারও দেন ডায়ানা, যা পরে স্বীকার করে নেন প্রিন্স চার্লস। ডায়ানার মৃত্যুর বেশ কয়েক বছর পর ক্যামিলাকে বিয়ে করেন তিনি। আগাগোড়া ক্যামিলা অপছন্দ হলেও, ছেলের পছন্দকেই শেষমেশ রানি মেনে নেন।

এর পর, চলতি বছরের শুরুতে রানি জানান, তাঁর মৃত্যুর পর প্রিন্স চার্লস রাজা হলে, কুইন কনসর্ট হবেন ক্যামিলা। সেই অনুযায়ী রানির রেখে যাওয়া কোহিনুর ক্যামিলার দখলেই যাওয়া নিশ্চিত।

আরও পড়ুন: Queen Elizabeth Dies: দীর্ঘ ৭০ বছরের রাজপাট শেষ, প্রয়াত ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ

ইতিহাসের সেরা রত্নের তালিকায় সন্দেহাতীত ভাবে একেবারে শীর্ষে রয়েছে কোহিনুর। ভারতে ১০৫.৬ ক্যারাটের ওই হিরেটির খোঁজ মেলে চতুর্দশ শতকে। একাধিক বার হাতবদলের পর, ১৮৪৯ সালে যখন পঞ্জাবও দখল করে তৎকালীন ইংরেজ শাসক, সেই সময় রানি ভিক্টোরিয়ার হাতে ওঠে কোহিনুর।

কোহিনুরের ভবিষ্যৎ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে

সেই থেকে ব্রিটেনের রাজ পরিবার এবং সিংহাসনের সঙ্গে জডি়য়ে রয়েছে কোহিনুর। তার মালিকানা নিয়ে যদিও আজও দ্বন্দ্ব চলছে। প্ল্যাটিনামের মুকুটের উপর বসানো কোহিনুর ফিরে পেতে ভারতের তরফেও একাধিক বার অনুরোধ জানানো হয়। তবে আজও ব্রিটেনের রাজ পরিবারের হাতেই রয়েছে কোহিনুর।

ব্রিটেনের সবচেয়ে দীর্ঘমেয়াদি শাসক রানি দ্বিতীয় এলিজাবেথ। বাবা, রাজা ষষ্ঠ জর্জের মৃত্যুর পর, ১৯৫২ সালের ৬ ফেব্রুয়ারি মাত্র ২৫ বছর বয়সে সিংহাসনে বসেন তিনি। কিশোরী বয়সেই মন দিয়ে ফেলেন প্রিন্স ফিলিপকে। বাড়ির অমত সত্ত্বেও নিজের জীবনসঙ্গী নিজেই ঠিক করে নেন। বিবাহ বন্ধনে আবদ্ধ হন ১৯৪৭ সালের ২০ নভেম্বর। সেই দাম্পত্য টিকেছিল ৭৩ বছর। গত বছর এপ্রিলেই স্বামী প্রিন্স ফিলিপকে হারান রানি। ১০০ বছর বয়স পূর্ণ হতে দু’মাস বাকি ছিল তাঁর।  



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: