প্রয়াত বর্ষীয়ান অভিনেতা অরুণ বালি, শেষ দেখা গিয়েছিল তাঁকে ‘লাল সিং চাড্ডা’য়


মুম্বই: চির ঘুমের দেশে বর্ষীয়ান অভিনেতা অরুণ বালি (Arun Bali)। ৭৯ বছর বয়েসে প্রয়াত হলেন বলিউডের এই দক্ষ অভিনেতা। জীবনকালে একের পর এক ছবিতে নানা চরিত্রে মন ছুঁয়ে গিয়েছেন তিনি সবার। ‘রাজু বনগয়া জেন্টেলম্যান’ থেকে শুরু করে সদ্য মুক্তি পাওয়া ‘লাল সিং চাড্ডা’ হিন্দি ছবিতেও তাঁর উপস্থিতি মন রাঙিয়েছে সবার। দীর্ঘ সময় টেলিভিশনেও কাজ করেছেন। ১৯৪২ সালে ২৩ ডিসেম্বর মাসে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আর এবার জন্মমাসের ঠিক আগেই নিলেন চিরবিদায়।

জানা গিয়েছে, গত কয়েকমাস ধরেই অসুস্থ ছিলেন বর্ষীয়ান অভিনেতা অরুণ বালি। স্নায়বিক রোগে আক্রান্ত হয়ে ভুগছিলেন তিনি। বাইশ সালের শুরুতেই জানুয়ারি মাসে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পাশাপাশি বার্ধক্য জনিত সমস্যা কারণে চিকিৎসায় সাড়া দিতে অসুবিধা হচ্ছিল তাঁর। আর এবার ৭৯ বছর বয়েসে এদিন ভোর চারটে নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জীবনকালে দূরদর্শনে একের পর এক কাজ করেছেন। পাশাপাশি ১৯৯১ সালে সৌগন্ধ থেকে রাজু বনগয়া জেন্টেলম্যান, খলনায়ক, সব সে বড়া খিলাড়ি, বরফি, কেদারনাথ এবং  সদ্য মুক্তি পাওয়া ‘লাল সিং চাড্ডা’ হিন্দি ছবিতে  তাঁকে দেখা গিয়েছিল। 

আরও পড়ুন, টলি থেকে বলি, বিনোদন দুনিয়ার আজকের সেরা খবরগুলি এক ঝলকে

বিস্তারিত আসছে…





Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: