প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে গ্রেফতার করতে লাহৌরে হাজির পুলিশ, কোথায় তিনি? নয়া শোরগোল


লাহৌর: প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে (Imran Khan) গ্রেফতার (arrest) করতে তাঁর লাহৌরের বাড়ি গিয়েছিল পুলিশ। কিন্তু কোথায় তিনি? পুলিশের দাবি, প্রাক্তন প্রধানমন্ত্রীর খোঁজ মেলেনি লাহৌরের (Lahore) বাসভবনে। কিন্তু সত্য়ি যে ইমরানকে গ্রেফতার করার তোড়জোড় শুরু হতে পারে, সেটি প্রকাশ্যে আসতেই এখন নতুন শোরগোল। 

প্রেক্ষাপট… 
দ্রুত নির্বাচনের দাবিতে সরকারের উপর চাপ বাড়াচ্ছএন পাকিস্তানের বিশ্বকাপজয়ী ক্রিকেট দলের ‘কাপ্তান’ । সেই নিয়ে একাধিক মামলাও চলছে। সেই সূত্রেই ইসলামাবাদ থেকে অফিসাররা লাহৌরে ইমরানের বাসভবনে এসেছিলেন বলে খবর। বাইরে তখন কাতারে কাতারে ইমরান-সমর্থকের ভিড়। পরে ইসলামাবাদ পুলিশ ট্যুইট করে জানায়, ‘কোর্টের নির্দেশ মেনে ইমরান খানকে গ্রেফতার করতে  ইসলামাবাদ পুলিশ লাহৌরে পৌঁছয়। উনি আত্মসমর্পণ করার ব্যাপারে মোটেও উৎসাহী ছিলেন না। তাই পুলিশ সুপার ইমরানের ঘরে ঢোকেন। কিন্তু উনি সেখানে ছিলেন না।’ গত ২৮ ফেব্রুয়ারি দুর্নীতির একটি মামলায় হাজিরা দেননি। তার পরই প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। 

কী অভিযোগ?
অভিযোগ, ক্ষমতায় থাকাকালীন যে উপহার ইমরান পেয়েছিলেন, হয় সে কথা জানাননি বা সেগুলি বিক্রি করে যে মুনাফা এসেছিল তার খবরও গোপন করে গিয়েছেন। নিয়ম অনুযায়ী, সরকারি  পদাধিকারীদের সমস্ত উপহারের কথা জানাতে হয়। নিয়ম আরও বলছে, উপহারের মূল্য একটি মাত্রার কম হলে পরেই সেগুলি রাখতে পারেন কোনও সরকারি পদাধিকারী। এই নিয়ে মামলায় ইমরান বলেছিলেন, ‘ভুয়ো মামলায় আমাকে ডেকে পাঠানো হচ্ছেে। গোটা দেশের এই কথা জানা দরকার।’ তিনি আরও জানান, যদি এই দুর্নীতিগ্রস্ত শাসকদের বিরুদ্ধে প্রতিরোধ না গড়ে তোলা হয় তা হলে তা পুরো দেশের জন্যই অশনি সঙ্কেত। তবে রবিবার যে ভাবে তাঁকে গ্রেফতারির তোড়জোড় হয়েছে সেটি নিয়ে পাক তেহরিক-ই-ইনসাফের মুখাপত্র শাহ মেহমুদ কুরেশি বলেছেন, ‘ইসলামাবাদ পুলিশের থেকে একটি নোটিস আমরা পেয়েছিলাম। কিন্তু সেখানে কোথাও গ্রেফতারির বিষয়টি বলা ছিল না। আমরা আমাদের আইনজীবীর সঙ্গে কথা বলে পরবর্তী আইনি পদক্ষেপ স্থির করব।’

আগে কী?
গত বছর একটি জমায়েতে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে গুলি চালায় কেউ বা কারা। বস্তুত, তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই পাকিস্তানে নানা ডামাডোল চলছে। অক্টোবরের আগে যাতে ভোটাভুটি হয় সে জন্য টানা প্রতিবাদ করে যাচ্ছেন পাক তেহরিক-ই-ইনসাফ প্রধান। তার পরই এই ঘটনা।

আরও পড়ুন:অ্যাডিনোয় ৪৫ লক্ষের বিল! হাসপাতালে অষ্টম শ্রেণির ছাত্রী, সর্বস্বান্ত পরিবার

     



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: