প্রয়াত ওয়ার্ন,সাইমন্ডস, ইংল্যান্ডের বিশ্বজয়, ২০২২-এ বিশ্বক্রিকেটের হালহকিকত



কলকাতা: ইংল্যান্ডের বিশ্বজয় থেকে শেন ওয়ার্ন, অ্যান্ড্রু সাইমন্ডসের জীবনাবসান। ঘটনাবহুল ২০২২ সালে বিশ্বক্রিকেটের ঘটনাগুলি এক নজরে। 

ইংল্যান্ডের বিশ্বজয়

মেলবোর্নে পাঁচ উইকেটে পাকিস্তানকে হারিয়ে দ্বিতীয়বারের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ইংল্যান্ড। ফাইনালে বল হাতে তিন উইকেট নেন স্যাম কারান। ফাইনালের ম্যাচ সেরা তো বটেই, কারান বিশ্বকাপেরও সেরা খেলোয়াড় হন। প্রথম দল হিসাবে ৫০ ওভারের বিশ্বজয়ী হওয়াকালীনই ২০ ওভারের বিশ্বকাপও নিজেদের আয়ত্তে আনল ইংল্যান্ড।

প্রয়াত ওয়ার্ন, সাইমন্ডস

এ বছরই আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্ন (Shane Warne)। তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগস্পিনার ছিলেন তাইল্যান্ডে। সেখানেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওয়ার্নের ব্যবসায়িক দিক দেখাশোনা করত যে সংস্থা, তাদের তরফে ছোট্ট বিবৃতিতে জানানো হয়েছে যে, তাইল্যান্ডের সামুইয়ের কো-তে ছিলেন কিংবদন্তি। সেখানেই তিনি মারা গিয়েছেন বলে ওই বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে।

ওয়ার্নের মৃত্যুর মাস দুই পরেই আকস্মিকভাবে গাড়ি দুর্ঘটনায় প্রয়াত হন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডসের (Andrew Symonds)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর। শনিবার রাতে কুইন্সল্যান্ড প্রদেশে টাউন্সভিলের কাছে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন অ্যান্ড্রু। দুর্ঘটনার সময় অ্যান্ড্রু নিজেই গাড়ি চালাচ্ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় সে দেশের জরুরি পরিষেবা বিভাগ। কোনও রকমে গাড়ি থেকে অ্যান্ড্রুকে বার করে আনা হয়। কিন্তু আঘাত এত গুরুতর ছিল যে তাঁকে বাঁচানো যায়নি। 

অধিনায়কত্ব ছাড়লেন কেন

সামনেই বাবরদের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে আসবে নিউজিল্যান্ড দল (New Zealand Cricket Team)। সেই সিরিজের আগেই কিউয়ি দলের অধিনায়কত্ব ছাড়লেন কেন উইলিয়ামসন (Kane Williamson)। তাঁর অধীনেই ২০২১ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাব জিতেছিল নিউজিল্যান্ড। তবে সাম্প্রতিককালে কেন ব্যাট হাতে তেমন রান পাচ্ছিলেন না। এবার নিজের চাপ কিছুটা কমানোর জন্যই লাল বলের ক্রিকেটে অধিনায়কত্ব ছাড়লেন কেন।

অধিনায়কত্ব ছাড়ার পর কেন বলেন, ‘ব্ল্যাক ক্যাপসকে টেস্ট ক্রিকেটে নেতৃত্ব দেওয়াটা আমার কাছে বিশাল গর্বের ছিল। আমার কাছে টেস্ট ক্রিকেটই সর্বসেরা এবং এই ফর্ম্যাটে দেশকে নেতৃত্ব দেওয়ার চ্যালেঞ্জটা আমি দারুণ উপভোগ করেছি। মাঠ ও মাঠের বাইরে, উভয় স্থানেই অধিনায়ক হওয়ায় সবসময় একটা বাড়তি বোঝা থাকে। কেরিয়ারের এই সময়ে আমার মনে হয়েছে যে এই সিদ্ধান্তটাই (অধিনায়কত্ব ছাড়া) সঠিক।’

মর্গ্যানের অবসর

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী ইংল্যান্ড অধিনায়ক মর্গ্যান। মর্গ্যানের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর জল্পনা ছিলই। সেই সম্ভাবনাই সত্যি হল। ২৮ জুনই অবসর নেন মর্গ্যান। আইসিসির (ICC) তরফেরও সোশ্য়াল মিডিয়ায় মর্গ্যানের অবসরের সিদ্ধান্তের খবরে পোস্ট করে তাতে সিলমোহর দেওয়া হয়েছে। 



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: