প্রথম সৌর অভিযানের আগে মন্দিরে বিজ্ঞানীরা, সঙ্গী মিনিয়েচার Aditya L1


অন্ধ্রপ্রদেশ: চন্দ্রযান ৩ (Chandrayaan 3) উৎক্ষেপণের আগে মন্দিরে পুজো দিয়েছিলেন ইসরোর বিজ্ঞানীরা। আগামীকাল, আদিত্য এল ওয়ান (Aditya L1) উৎক্ষেপণের আগে সেই প্রথারই ছবি।  শুক্রবার, ১ সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের তিরুমালা শ্রী ভেঙ্কটেশ্বর মন্দিরে পুজো দিতে যান ইসরোর বিজ্ঞানীদের একটি দল। তাদের সঙ্গে ছিল Aditya L1 -এর একটি মিনিয়েচার মডেল। 

আদিত্য এল ওয়ান (Aditya L1) ভারতের প্রথম সৌর অভিযান (Solar Mission)। ইসরো জানিয়েছে ২ সেপ্টেম্বর, সকাল ১১ট ৫০ মিনিটে শ্রী হরিকোটার কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হবে আদিত্যকে। 

 

কদিন আগেই চন্দ্রযান ৩  অভিযান সফল হয়েছে। ইতিমধ্য়েই একাধিক তথ্যও এসেছে ইসরোর কাছে। বিশ্বের মধ্যে প্রথম চাঁদের দক্ষিণ মেরুর ওই অঞ্চলে সফট ল্যান্ডিংয়ে সফল হয়েছেন ইসরোর বিজ্ঞানীরা। সেই অভিযানের ক্ষেত্রেও উৎক্ষেপণের আগের দিন অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে পুজো দিয়েছিলেন ইসরোর কর্তারা। চন্দ্রযানের একটি ছোট সংস্করণ নিয়ে পুজো দিয়েছিলেন তাঁরা। চন্দ্রযান ৩ যাতে সব বিপদ কাটিয়ে চাঁদের মাটি ছুঁতে পারে সেই লক্ষ্যেই এই প্রার্থনা বলে সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছিলেন ইসরোর এক কর্তা। এবারও Aditya L1 উৎক্ষেপণের আগে মন্দিরে পুজো বিজ্ঞানীদের।

শনিবার সকাল ১১টা বেজে ৫০ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে রওনা দেবে ভারতের সৌরযান Aditya-L1. সূর্যের বায়ুমণ্ডলের বাইরের যে আবরণ, সেটির উপরই নজরদারি চলবে। তার জন্য ল্যাগ্রেঞ্জ পয়েন্ট L1-এ অবস্থান করবে ভারতের সৌরযান। এই অভিযান থেকে সূর্যের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য হাতে আসবে বলে আশাবাদী ভারতীয় বিজ্ঞানীরা। (ISRO Solar Mission)

ভারতীয় মহাকাশ গবেষণার ইতিহাসে Aditya L-1 Mission- প্রথম সৌর অভিযান। Halo Orbit-এ পৃথিবী-সূর্যের মধ্যে Lagrange point 1-এ থাকবে Aditya L-1 মহাকাশযান। এই অবস্থানের একটি বিশেষত্ব রয়েছে। এই অবস্থানে মহাকাশযান থাকলে, কোনওরকম বাধা ছাড়াই সর্বক্ষণ সূর্যকে দেখতে পারবেন  Aditya L-1. গ্রহণের সময়েও সমস্যা হবে না। অর্থাৎ সূর্যকে নিরীক্ষণ করতে কোনও বাধাই থাকবে না। ফলে সূর্যে কী হয়ে চলেছে তার রিয়েল-টাইম অ্যাক্টিভিটি দেখা যাবে। 

আরও পড়ুন: ল্যাগ্রেঞ্জ পয়েন্ট থেকে নজরদারি, নিরীক্ষণ সূর্যকে, শনিবার রওনা দেবে ভারতের আদিত্য L1





Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: