প্রথম ম্যাচেই মাঠে নামছে গত বারের চ্যাম্পিয়ন গোকুলাম, কবে শুরু হচ্ছে আই লিগ?


নয়াদিল্লি: শুরু হয়ে গিয়েছে আইএসএল মরসুম। রমরমিয়ে অনুষ্ঠিত হচ্ছে একের পর এক ম্যাচ। এরই মাঝে মঙ্গলবার (১ নভেম্বর) সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) তরফে ২০২২-২৩ মরসুমের আই লিগ (I-League 2022-23) শুরুর দিনক্ষণও জানিয়ে দেওয়া হল। আগামী ১২ নভেম্বর (শনিবার) কেরলের মালাপ্পুরমে নতুন আই লিগ মরসুম শুরু হবে বলে জানানো হয় ফেডারেশনের তরফে।

প্রথম দিনেই ব্লকবাস্টার

মরসুমের প্রথম দিনেই ব্লকবাস্টার ম্যাচ। গত বারের চ্যাম্পিয়ন দল গোকুলাম কেরল এফসির (Gokulam Kerala FC) বিরুদ্ধে মাঠে নামবে গত বারের রানার্স আপ, কলকাতার মহামেডান স্পোর্টিং (Mohammedan Sporting) ক্লাব। আই লিগের তরফে এক সরকারি বিবৃতিতে জানানো হয়, ‘আই লিগের প্রত্যাবর্তন ঘটতে চলেছে এবং টুর্নামেন্টের প্রথম ম্যাচটি এমন একটি জায়াগায় আয়োজিত হবে, যেখানকার সমর্থকরা ফুটবলকে দারুণ ভালবাসে-মালাপ্পুরম। এই শহরে সবসময়ই সমর্থকরা যে কোনও ম্যাচেই গ্যালারি ভরান। এবং এখানেই গত বারের চ্যাম্পিয়ন গোকুলাম কেরল এফসি এবং রানার্স আপ মহামেডান স্পোর্টং একে অপরের মুখোমুখি হবে।’ 

গত দুই মরসুমে করোনার জেরে জৈব বলয়ের কড়া বিধিনিষেধ মেনে পশ্চিমবঙ্গেই গোটা আইলিগ আয়োজিত হয়েছিল। কলকাতা, নৈহাটি এবং কল্যাণীতে আয়োজিত হয়েছিল সবকয়টি ম্যাচ। তবে এখন করোনার বাড়বাড়ন্ত নেই। তাই আবার গোটা দেশ জুড়েই ১৩টি মাঠে আয়োজিত হবে আই লিগের ম্য়াচগুলি। মোট ১২টি দস এবারের আই লিগে অংশগ্রহণ করতে চলেছে। শ্রীনগরের বক্সি স্টেডিয়ামে এ মরসুমেই প্রথমবার আই লিগের ম্যাচ খেলা হবে। পরের বছর ফেব্রুয়ারি মাসে এই স্টেডিয়ামেই রিয়াল কাশ্মীর এফসি নিজেদের ম্য়াচগুলি খেলবে।

একাধিক নতুন মাঠ

এছাড়া শ্রীনিদি ডেকান হায়দরাবাদের ডেকান স্টেডিয়াম ও সুদেভা দিল্লি এফসি নয়াদিল্লির ছত্রসল স্টেডিয়ামে নিজেদের ম্যাচ খেলবে। এই দুই মাঠেও এই প্রথমবার আই লিগের ম্যাচ আয়োজিত হবে। তবে মহামেডান স্পোর্টিং সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে নিজেদের ম্যাচ খেলবে না। সেখানে ইতিমধ্যেই এটিকে মোহনবাগানইস্টবেঙ্গল নিজেদের আইএসএলের ম্যাচগুলি খেলছে। তাই মহামেডান কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে নিজেদের আইলিগের ম্যাচগুলি খেলবে। আই লিগের ব্রডকাস্টিং কোন চ্যানেলে হবে এই বিষয়ে অবশ্য এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। টুর্নামেন্টের ব্রডকাস্টিং যাতে আরও উন্নত হয়, সেই বিষয়ে তৎপর ফেডারেশন।

আরও পড়ুন: ইংল্যান্ড জার্সিতে শততম টি-টোয়েন্টি ম্যাচেই অনন্য রেকর্ড গড়লেন বাটলার



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: