প্রথম দিনের ব্যবসায় অক্ষয়ের ‘রাম সেতু’ ছাপিয়ে গেল অজয়ের ‘থ্যাঙ্ক গড’কে


মুম্বই: দীপাবলির মরসুমে (Diwali Holidays) হিন্দি ছবি মুক্তির রেওয়াজ বহুদিনের। করোনার কাঁটা পেরিয়ে এই বছরেও তাঁর অন্যথা হয়নি। ২৫ অক্টোবর মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের (Akshay Kumar) ‘রাম সেতু’ (Ram Setu) ও অজয় দেবগণ-সিদ্ধার্থ মলহোত্রের (Ajay Devgn and Sidharth Malhotra) ‘থ্যাঙ্ক গড’ (Thank God)। কোন ছবি কেমন ব্যবসা করল প্রথম দিনে? 

‘রাম সেতু’ ও ‘থ্যাঙ্ক গড’ ছবির প্রথম দিনের বক্স অফিস কালেকশন কত?

উৎসবের মরসুমে প্রথম দিন বেশ লাভজনক হল অক্ষয় কুমারের জন্য। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের পোস্ট অনুযায়ী, ‘রাম সেতু’ মুক্তির পর প্রথম দিনে ১৫.২৫ কোটি টাকার ব্যবসা করেছে। 

তরণ আদর্শ লেখেন, ‘রাম সেতু প্রথম দিনেই ভালই শুরু করল। বিশেষত মাস অঞ্চলে… বড় সেন্টার বা মেট্রো অঞ্চলে গড়ে ভালই… বড় ছুটির দিনে ভালই শুরু এবং এই ধারা একটানা বজায় রাখা অত্যন্ত প্রয়োজনীয়। মঙ্গলবার ১৫.২৫ কোটি টাকার ব্যবসা।’

 


অভিষেক শর্মা পরিচালিত এই ছবি হিন্দু মহাকাব্য ‘রামায়ণ’-এ উল্লিখিত রাম সেতু দ্বারা অনুপ্রাণিত। অক্ষয় ছাড়াও জ্যাকলিন ফার্নান্ডেজ ও নুসরত ভারুচা এই ছবিতে অভিনয় করেছেন। 

অন্যদিকে, ২৫ অক্টোবর মুক্তি পেয়েছে অজয় দেবগণ ও সিদ্ধার্থ মলহোত্র অভিনীত ‘থ্যাঙ্ক গড’। তবে দীপাবলির মরসুমে যতটা আশা করা যায় তার থেকে এই ছবির ব্যবসা প্রথম দিনে বেশ কমই হয়েছে।

তরণ আদর্শের পোস্ট অনুযায়ী, পারিবারিক এই ছবি প্রথম দিনে মাত্র ৮.১০ কোটি টাকার ব্যবসা করেছে। পোস্টে লেখেন, ‘দীপাবলি হলিডেতে ‘থ্যাঙ্ক গড’ সম্পূর্ণ ভরসা করেছিল স্পট বুকিংয়ের ওপর। তবে ছবির সঙ্গে জড়িত নামগুলির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রথম দিনের আয় হয়নি এই ছবির। সন্ধ্যার দিকে তাও গতি এসেছিল। লম্বা সপ্তাহান্তের জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। মঙ্গলবার এই ছবি ৮.১০ কোটি টাকার ব্যবসা করে।’

 


ইন্দ্র কুমারের পরিচালনায় ‘থ্যাঙ্ক গড’ ছবিতে অজয় ও সিদ্ধার্থ ছাড়াও অভিনয় করেছেন রকুলপ্রীত সিংহ। 

আরও পড়ুন: Nayanthara Vignesh Shivan Twins: সারোগেসির নিয়ম ভঙ্গ করেননি নয়নতারা-ভিগনেশ, জানাল তামিলনাড়ুর স্বাস্থ্য দফতর





Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: