প্রথম আফ্রিকান দল হিসেবে বিশ্বকাপের সেমিতে মরক্কো, ‘ওয়াকা ওয়াকা’-র ছন্দে শুভেচ্ছা শাকিরার


কলকাতা: এই প্রথম কোনও আফ্রিকার ফুটবল টিম বিশ্বকাপের সেমি ফাইনালে। পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে এই প্রথম ফিফা বিশ্বকাপের সেমি ফাইনালে পৌঁছল মরক্কো। আর দলকে শুভেচ্ছা জানাতেই পুরনো গানের লাইন তুলে ধরলেন শাকিরা। ২০১০ সালের ফিফা বিশ্বকাপের জনপ্রিয় সেই গানকে ফেল একবার মনে করিয়ে দিলেন শাকিরা।                                                                 

২০১০ সালে ফিফা ওয়ার্ল্ডকাপের জন্য তৈরি করা হয়েছিল ওয়াকা ওয়াকা (Waka Waka) গানটি। ১০ বছর পেরিয়েও একই রকম রয়েছে সেই গানের জনপ্রিয়তা। সেই গানের কলিতেই বার বার ফিরে এসেছে একটা লাইন, ‘দিস টাইম ফর অ্যাফ্রিকা।’ (This Time for Africa)। সোশ্যাল মিডিয়ায় এই কলিই তুলে ধরে মরক্কোকে শুভেচ্ছা জানালেন শাকিরা। 

 

বিশ্বকাপের ইতিহাসে প্রথম আফ্রিকান-আরব দেশ হিসেবে হিসেবে টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছল মরক্কো। এর আগে ক্যামেরুন, ঘানা, সেনেগাল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্যন্তই যেতে পেরেছিল আফ্রিকান দেশ হিসেবে।                                             

আরও পড়ুন: Randeep Hooda: কেন পার্টিতে যান না? বলিউডের অন্দরের অন্ধকার দিক সামনে আনলেন রণদীপ হুডা         

এদিনের ম্যাচেও শুরুতে রোনাল্ডোকে বসিয়েই একাদশ সাজিয়েছিলেন ফার্নান্দো স্যান্তোস। আগের ম্যাচের নায়ক রামোস এদিন যদিও পুরো ব্যর্থ। প্রথমার্ধেই উল্টো গোল হজম করতে হয়। ম্যাচের ৪২ মিনিটের মাথায় ইউসুফ এনিসিরি গোলে এগিয়ে যায় মরক্কো। দ্বিতীয়ার্ধে দ্রুত রোনাল্ডোকে মাঠে নামান স্যান্তোস। সি আর সেভেন মাঠে নামার পর পর্তুগালের খেলায় গতি ফিরলেও মরক্কোর শক্তিশালী ডিফেন্স ভেদ করে গোল করাটা একপ্রকার অসাধ্য ছিল পর্তুগালের কাছে।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কাছে এটাই ছিল শেষ বিশ্বকাপ। কিন্তু ট্রফি অধরাই থেকে গেল ২০০৬ সাল থেকে বিশ্বকাপের মঞ্চে কোনওবারই কোয়ার্টার ফাইনালে গোল করতে পারেননি রোনাল্ডো। এবারও পারলেন না। দেশের জার্সিতে ১৯৬ ম্যাচ খেলতে নেমে রেকর্ড তো গড়লেন, কিন্তু ম্যাচ শেষে চোখের জলেই বিদায় নিতে হল পর্তুগিজ সুপারস্টারকে।





Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: