পোষ্যদের সঙ্গে ভালবাসার বন্ধন, অভিনব উদ্যোগে সামিল চিরঞ্জিৎ, অনন্যা, দেবলীনারা


কলকাতা: মানুষের সঙ্গী কী কেবল মানুষই? পোষ্যেরা নয়? মনখারাপে বাড়ির পোষ্যের সঙ্গে সময় কাটান না বা সমস্ত খুশিতে পোষ্যকে সামিল করেন না, এমন মানুষ মেলা ভার। তাহলে থাক না পোষ্যকে নিয়ে ফ্রেমবন্দি কিছু সুখস্মৃতি। এই ধারণা নিয়েই আগামী বছরের ‘পেট ক্যালেন্ডার’ তৈরির পরিকল্পনা করেছিলেন পারমিতা মুন্সি।                                                                                                       

চিত্রনাট্য লেখিকা ও পরিচালক পারমিতা মুন্সি ও তাঁর স্বামী সুদীপ ভট্টাচার্য্য মিলে এই পরিকল্পনার সূচনা করেন। এই উদ্যোগে অংশ নিয়েছিলেন টলিউডের একাধিক তারকা। ভারতে এই ধরণের উদ্যোগ বেশ অভিনব বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই এই ক্যালেন্ডারের জন্য ফটোশ্যুট করেছেন, চিরঞ্জিৎ চক্রবর্তী (Chiranjeet Chakraborty), অঞ্জন দত্ত (Anjan Dutta), পল্লবী চট্টোপাধ্যায় (Pallabi Chatterjee), অনন্যা চট্টোপাধ্যায় (Ananya Chatterjee), পিয়ালী মুন্সি (Piyali Munsi), কনীনিকা বন্দ্যোপাধ্যায় (Kaninika Bandopadhyay), দেবলীনা দত্ত (Debolina Dutta), রূপাঞ্জনা মিত্র (Rupanjana Mitra), এনা সাহা (Ena Saha),শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra), অরিজিৎ দত্ত (Arijit Dutta), শুপ্রভাত সরকার (Suprobhat Sarkar), তথাগত মুখোপাধ্যায় (Tathagata Mukherjee), জয় গোস্বামী (Joy Goswami), পরিচালক শুভ্রজিৎ মিত্র (Director Shubhrajit Mitra) ও অন্যান্যরা।                                                                                               

আরও পড়ুন: Rajeev Charu: ‘মেয়ের সঙ্গে দেখা করতে দিচ্ছে না চারু’, অভিযোগ রাজীবের, পাল্টা বিস্ফোরক সুস্মিতা ভ্রাতৃবধূ

প্রিয়া সিনেমাহলেই এই শ্যুটিংয়ের আয়োজন করা হয়েছিল। ২৩ ডিসেম্বর এই ক্যালেন্ডার প্রকাশিত হওয়ার কথা। প্রায় সব তারকারাই পোষ্য রাখেন বাড়িতে। তবে এই ক্যালেন্ডারে দেখা যাবে টলিউডের একাধিক অভিনেতা অভেনেত্রী ও পরিচালককে। শেষবারের পুজোয় একটি দুর্গাপুজোর মণ্ডপ পোষ্যদের জন্য খুলে দেওয়া হয়েছিল। সেই মণ্ডপেও ফটোশ্যুট করতে দেখা গিয়েছে তারকাদের।

News Reels

 



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: