পেলের প্রয়াণে শোকজ্ঞাপন করতে গিয়ে মারাত্মক ভুল মধুমিতার, পরে সংশোধন



কলকাতা: দীর্ঘদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন ফুটবল সম্রাট পেলে (Pele)। মাঝে মধ্যেই শোনা যাচ্ছিল নানারকম খবর। তাঁর মৃত্যু নিয়ে গুজবও ছড়ায়। তবু ভক্তরা প্রার্থনা করে যাচ্ছিল।  তবে শেষ পর্যন্ত জীবনের মাঠ থেকে বিদায় নিলেন পেলে (Pele Demise)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। পেলের মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন সাধারণ নেট নাগরিক থেকে অন্যান্য় তারকারা। স্রোতে গা ভাসিয়ে তেমনটাই করতে গেলেন টলিউড অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita Sarcar)। কিন্তু ছবি পোস্ট করতে গিয়ে করে ফেললেন মারাত্মক ভুল।

পেলের প্রয়াণে সোশ্যাল মিডিয়া পোস্ট করতে গিয়ে ভুল করে বসলেন মধুমিতা-

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ফুটবল সম্রাট পেলের প্রয়াণে শোকজ্ঞাপন করতে গিয়েছিলেন টলিউড অভিনেত্রী মধুমিতা সরকার। কিবদন্তির আত্মার শান্তি কামনা করে দুটি ছবি পোস্ট করেছিলেন। একটি ছবিতে তিনটি বিশ্বকাপ হাতে দাঁড়িয়ে রয়েছেন পেলে। অন্য একটি ছবি পোস্ট করতে গিয়েই ভুল করে বসলেন। সেখানে পেলের পরিবর্তে পোস্ট করে দিলেন ভিনিসিয়াস জুনিয়রের ছবি।আর তাতেই ট্রোলের বন্যা বয়ে গেল নেট দুনিয়ায়। মধুমিতা অবশ্য নিজের ভুল বুঝতে পেরে দ্রুত পোস্টটি ডিলিট করে দেন। এবং তারপর সঠিক ছবি পোস্ট করে শোকজ্ঞাপন করেন। কিন্তু ততক্ষণে মধুমিতার আগের পোস্টের ছবি নিজেদের কাছে রেখে দিয়েছেন নেটিজেনদের একাংশ। আর সেই ছবি এবং স্ক্রিনশট দিয়েই অভিনেত্রীকে ট্রোল করা শুরু হয়েছে।

আরও পড়ুন – Tunisha Sharma Death: আত্মহত্যার কয়েক ঘণ্টা আগে মায়ের সঙ্গে শেষ কী কথা হয়েছিল তুনিশার?

প্রসঙ্গত, সম্প্রতি তাঁর সঙ্গে প্রায় এক মাস হাসপাতালে কাটানোর পর পেলের এক কন্যা সোশ্যাল মিডিয়ায় (Social Media) একটি পোস্ট করেন। যা দেখে উদ্বেগ আরও বেড়ে গিয়েছিল গতকালই। আজ সমস্ত আশঙ্কা সত্যি করে খবর প্রকাশ্যে এল। শুক্রবার (৩০ ডিসেম্বর) ভারতীয় সময় রাত ১২.৩০ নাগাদ ব্রাজিলের (Brazil) সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে (Hospital Albert Einstein Sao Paulo) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পেলে।



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: