পুরোহিতের অনুপস্থিতিতে এবার বিয়ে দিল ChatGPT!


Wedding With ChatGPT: বাড়ির পুজোয় পুরোহিত আসেনি, এমন ঘটনা আকছার ঘটে। কিন্তু তাই বলে বিয়ের আসরে পুরোহিত (পড়ুন ফাদার) আসেনি আর বিয়ে দিচ্ছে চ্যাটজিপিটি (ChatGPT)! শুনে চমকে যাচ্ছেন? ঠিক এমনটাই ঘটেছে। এদেশে নয়, বিদেশের মাটিতে, সুদূর মার্কিন মুলুকে। OpenAI- এর চ্যাটবোট ChatGPT এক মার্কিন যুগলের বিয়ে দিয়েছে। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, Reece Wiench এবং Deyton Truitt তাঁদের বিয়ে সেরেছে ChatGPT AI অ্যাপের ভয়েসের মাধ্যমে। গতমাসে অর্থাৎ জুন মাসে ঘটেছে এক আজব কাণ্ড। বিয়ের আসরে ChatGPT AI অ্যাপের ভয়েসে বলা হয়েছিল ভালবাসা এবং একতা উদযাপনের জন্য এই আসরে যোগ দেওয়ায় সকলকে ধন্যবাদ। 

মাত্র পাঁচদিনের মধ্যে বিয়ের পরিকল্পনা করেছিলেন এই মার্কিন যুগল। কারণ Deyton Truitt সেনাবাহিনীতে যোগ দিতে যাচ্ছিলেন। আর Reece Wiench চেয়েছিলেন প্রাথমিক প্রশিক্ষণের পর তাঁর সঙ্গে যোগ দিতে। হিন্দিতে একটা প্রবাদ রয়েছে chat mangni pat vivah। এখানেও বিষয়টা অনেকটা সেই রকমই। জানা গিয়েছে, Reece Wiench এবং Deyton Truitt- এর বিয়ে হয়েছে কলোরাডোতে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রদেশে বিবাহকার্য সম্পন্ন করার জন্য কোনও লাইসেন্স প্রাপ্ত আধিকারিকের প্রয়োজন হয় না। আর তাই কনে-র বাবা Stephen Wiench সমাধান হিসেবে হাজির হয়েছিলেন কম খরচের প্রযুক্তি সম্মত এই ব্যবস্থাপনা নিয়ে। তাঁর মাথা থেকেই প্রথম আবিষ্কার হয় যে চ্যাটজপিটি-র মাধ্যমে সম্পন্ন হবে বিয়ে। অর্থাৎ বিয়ের পৌরহিত্য করবে ChatGPT AI অ্যাপ। সূত্রের খবর, এই বিয়ে দেওয়ার ক্ষেত্রে নাকি প্রাথমিক স্তরে দ্বিধায় ছিল OpenAI- এর চ্যাটবোট ChatGPT। 

কনের বাবা Stephen Wiench- এর কথায় প্রথমে প্রস্তাব শুনে সাফ না করে দিয়েছিল OpenAI- এর চ্যাটবোট। সে জানিয়েছিল তার চোখ এই, দৈহিক আকার নেই, তাই বিয়ে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ কাজ সে সম্পন্ন করতে পারবে না। এরপর চ্যাটবোটের কাছে নিজেদের ব্যক্তিগত তথ্য পাঠিয়েছিলেন ওই যুগল। বিয়ের অনুষ্ঠান চলাকালীন এই সমস্ত তথ্যই ChatGPT- র মন্তব্য হিসেবে প্রকাশ করা হয়েছিল। ইতিমধ্যেই একাধিক অদ্ভুত কাণ্ডকারখানা ঘটিয়েছে OpenAI- এর চ্যাটবোট ChatGPT। তবে বিয়ে দেওয়ার ঘটনা এই প্রথম। 

শিক্ষাক্ষেত্রে কেমন প্রভাব ফেলবে ChatGPT

আবিষ্কারের পর থেকেই ChatGPT-র ইতিবাচক দিকের তুলনায় নেতিবাচক প্রভাব নিয়েই বেশি আলোচনা করা হয়েছে। তবে সাম্প্রতিক গবেষণা এবং সমীক্ষার পর বলা হচ্ছে, শিক্ষাক্ষেত্রে সহজেই কাজে লাগতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তার এই টুল। শিক্ষকরাও সুবিধা নিতে পারেন এই নতুন প্রযুক্তির। 

আরও পড়ুন- এই প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে তৈরি হয়েছে ওষুধ! চলছে হিউম্যান ক্লিনিকাল ট্রায়াল



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: