পাক ম্যাচে ব্যাটে, বলে অনবদ্য হার্দিক, গড়লেন অনন্য রেকর্ড


মেলবোর্ন: এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে (IND vs PAK) চার উইকেটে দুরন্ত জয় দিয়ে অভিযান শুরু করেছে ভারতীয় দল। ৮২ রানের অপরাজিত ইনিংসে ভারতকে জয় এনে দিয়েছেন বিরাট কোহলি। ম্যাচ সেরাও হয়েছেন বিরাটই। তবে এই একই ম্যাচে ব্যাটে, বলে অনবদ্য পারফর্ম করেছেন হার্দিক পাণ্ড্যও (Hardik Pandya)। প্রথম ভারতীয় হিসাবে এই ম্যাচেই এক অনন্য রেকর্ডও গড়ে ফেললেন হার্দিক।

বল হাতে তিন উইকেট

হার্দিক প্রথমে বল হাতে ৩০ রানের বিনিময়ে তিন উইকেট নেন। তিনি হায়দর আলি, শাদাব খান ও মহম্মদ নওয়াজকে ফেরান। এরপরে ব্যাট হাতেও বিরাটের সঙ্গে পঞ্চম উইকেটে এক স্মরণীয় পার্টনারশিপ গড়েন হার্দিক। হার্দিকের ব্যাটে নামার সময় ৩১ রানে চার উইকেট হারিয়ে ধুঁকছিল ভারত। সেইখান থেকে কোহলি-পাণ্ড্যর ১১৩ রানের ইনিংসই ভারতের জয় সুনিশ্চিত করে। হার্দিক ৩৭ বলে ৪০ রানের এক পরিপক্ক ইনিংস খেলেন। এই ইনিংসের সৌজন্যেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে হাজার রানের গণ্ডি পার করে ফেললেন হার্দিক।  

 

ভরসার নাম হার্দিক

২৯ বছর বয়সি হার্দিকই প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি ব্যাট হাতে হাজার রান করার পাশাপাশি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বল হাতেও ৫০ উইকেট নিয়েছেন। হার্দিকের ব্যাটে, বলে এই ফর্মই ভারতকে ভরসা জোগাচ্ছে। বিশ্বকাপে ভারতের ভাল পারফরম্যান্সের জন্য অলরাউন্ডার হার্দিকের ফর্ম অব্যাহত থাকাটা যে কতটা জরুরি, তা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন হয় না। হার্দিক-বিরাটের পার্টনারশিপই ভারতের হয়ে ম্যাচ ঘুরিয়েছে, তা ম্য়াচ শেষে অধিনায়ক রোহিতও মেনে নেন। তিনি বলেন, ‘ওই পার্টনারশিপটাই (বিরাট-হার্দিকের) আমাদের হয়ে ম্যাচ ঘুরিয়ে দেয়। বিরাট এবং হার্দিক দুইজনেই অভিজ্ঞ ক্রিকেটার। মাথা ঠান্ডা রেখে ম্যাচটায় শেষ পর্যন্ত টিকে থাকাটা জরুরি ছিল এবং ওরা সফলভাবে সেটা করতে সক্ষম হয়েছে। প্রথম ম্য়াচেই জয় পাওয়া এবং যেভাবে আমরা জয় পেয়েছি, সেটা খুবই সন্তোষজনক।’

আরও পড়ুন: নাটকীয় জয়ের পর নায়ক কোহলিকে কোলে তুলে নিলেন অধিনায়ক রোহিত





Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: