পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী শেহবাজ? ভাইকে এগিয়ে দিলেন খোদ নওয়াজ


লাহৌর: নির্বাচনের ফল প্রকাশ হয়ে গিয়েছে। কিন্তু পাকিস্তানে নয়া সরকার গঠন হয়নি এখনও। এরই মধ্যে কার্যত রাতারাতি পট পরিবর্তন ঘটে গেল। প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এযাবৎ এগিয়ে থাকলেও, আচমকা নিজেকে সরিয়ে নিলেন নওয়াজ শরিফ। বরং ভাই শেহবাজ শরিফকেই পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করলেন তিনি। নওয়াজের মেয়ে মরিয়ম শরিফও গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন। পঞ্জাব প্রদেশের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হতে চলেছেন তিনি। (Shehbaz Sharif)

নওয়াজের দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ মঙ্গলবার প্রধানমন্ত্রী পদে শেহবাজকে মনোনীত করেছেন। দলের মুখুাত্র মরিউম ঔরঙ্গজেব দলের তরফে সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করেন। তিনি জানান, ৭৪ বছর বয়সি নওয়াজই ভাই শেহবাজকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন। কন্যা মরিয়মকেও পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী পদে মনোনীত করেছেন নওয়াজই। (Nawaz Sharif)

সরকার গঠনে সমর্থন জানানোর জন্য PML-N-এর তরফে শরিক দলগুলিকে ধন্যবাদ জানানো হয়েছ। পাকিস্তানকে সঙ্কটের মধ্যে থেকে বের করে আনা সম্ভব হবে বলে আশাবাদী তারা। উল্লেখযোগ্য ভাবে, শেহবাজের প্রধানমন্ত্রী হওয়াতে আপত্তি নেই পাকিস্তান পিপলস পার্টির (PPP) চেয়ারম্যান বিলাবল ভুট্টো জারদারিরও। বরং প্রধানমন্ত্রী হওয়ার দৌড় থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। সরকারের অংশ না হয়ে, বাইরে থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজকে সমর্থন জানানো হবে বলে জানিয়েছেন তিনি। এর পরই নওয়াজ ভাই শেহবাজকে প্রধানমন্ত্রী পদে মনোনীত করেন।

আরও পড়ুন: Pakistan Elections 2024: বাবা মুম্বই হামলার ষড়যন্ত্রকারী, পাক-নির্বাচনে ভরাডুবি হাফিজপুত্রের

সদ্য সমাপ্ত নির্বাচনে জেলবন্দি ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (PTI) এবং তাদের সমর্থিত নির্দল প্রার্থীরা যদিও সবচেয়ে বেশি আসনে জয়ী হয়েছেন, কিন্তু একার বলে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন কারও দখলেই নেই। তবে পাকিস্তান সেনার সমর্থন রয়েছে PML-N দলের প্রতি। তাতেই সরকার গঠনের দিকে এগোচ্ছে তারা। 

এর আগে, পাক রাজনীতিতে নওয়াজের পুনর্বাসনের জন্যই নিজেকে সরিয়ে নিয়েছিলেন শেহবাজ। কিন্তু পানামা দুর্নীতিতে নাম ওঠার পর দেশত্য়াগী নওয়াজকে নিয়ে আপত্তি রয়েছে অনেকেরই। দেশের নাগরিকদের একাংশও নওয়াজকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে দেখতে নারাজ. সেই নিরিখে শেহবাজের ভাবমূর্তি স্বচ্ছ। তাই ভাবনা-চিন্তা করেই নওয়াজ ভাইকে এগিয়ে দিয়েছেন বলে মনে করছেন পাক রাজনৈতিক বিশেষজ্ঞরা। অন্য দিকে, PPP ছাড়া অন্য রাজনৈতিক দলগুলির সঙ্গে সমঝোতার পথে যেতে রাজি হলে ইঙ্গিত দিয়েছে ইমরানের দল PTI, যদিও তাতে ইমরান জেল থেকে নিষ্কৃতী পাবেন কি না, সেই নিয়ে ধন্দ রয়েছে।

আরও দেখুন



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: