পলাতক সিধু মুসেওয়ালা খুনের অভিযুক্ত, সোশ্যাল মিডিয়ায় রোষের মুখে নুসরত, বিনোদনের সারাদিন


কলকাতা: পুলিশের হেফাজত পালাল পঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা খুনের অন্যতম অভিযুক্ত দীপক টিনু (Deepak Tinu)। গত ২৯ মে খুন হয় গায়ক। নিরাপত্তা তুলে দেওয়ার কয়েকদিনের মাথায় খুন হয়েছিলেন তিনি। নিজের গাড়িতে করেই যাচ্ছিলেন সিধু। ঠিক সেই সময়ে আততায়ীরা তাঁর গাড়ি ঘিরে ফেলে গুলিতে ঝাঁঝরা করে দেয় তাঁকে। এই ঘটনার পরে তদন্ত শুরু করে পুলিশ। পুজোর শুরুতেই বসিরহাটে নুসরত জাহান (Nusrat Jahan)। সপ্তমীর দিন নিজের সংসদীয় এলাকায় গেলেন বসিরহাটের সাংসদ। ছাইরঙা সালোয়ার কামিজের সাজের মধ্যে ঝলমল করে উঠছে নুসরতের সিঁথি ভরা সিঁদুর। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাগ করে নিলেন নায়িকা। দিনভর সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন

পলাতক সিধু মুসেওয়ালা খুনের অভিযুক্ত

পুলিশের হেফাজত পালাল পঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা খুনের অন্যতম অভিযুক্ত দীপক টিনু (Deepak Tinu)। গত ২৯ মে খুন হয় গায়ক। নিরাপত্তা তুলে দেওয়ার কয়েকদিনের মাথায় খুন হয়েছিলেন তিনি। নিজের গাড়িতে করেই যাচ্ছিলেন সিধু। ঠিক সেই সময়ে আততায়ীরা তাঁর গাড়ি ঘিরে ফেলে গুলিতে ঝাঁঝরা করে দেয় তাঁকে। এই ঘটনার পরে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে সিধু মুসেওয়ালা খুনে উঠে আসে লরেন্স বিষ্ণোই যোগ। এই খুনের ঘটনায় ২৩ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। এদের মধ্যে অন্যতম অভিযুক্ত এই দীপক টিনু । গোইন্দয়াল সাহিব জেলে রাখা হয়েছিল তাকে। জেরা করা হচ্ছিল সেখানেই। গতকাল অর্থাৎ শনিবার আদালতে হাজিরা দেওয়ার জন্য জেল থেকে বের করা হয় টিনুকে। ঠিক এই সময়েই পুলিশের চোখে ধুলো দিয়ে চম্পট দেয় গ্যাংস্টার। 

দুর্গাপুজোয় সামিল হয়ে সোশ্যাল মিডিয়ায় রোষের মুখে নুসরত!

পুজোর শুরুতেই বসিরহাটে নুসরত জাহান (Nusrat Jahan)। সপ্তমীর দিন নিজের সংসদীয় এলাকায় গেলেন বসিরহাটের সাংসদ। ছাইরঙা সালোয়ার কামিজের সাজের মধ্যে ঝলমল করে উঠছে নুসরতের সিঁথি ভরা সিঁদুর। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাগ করে নিলেন নায়িকা। কিন্তু সাংসদ হওয়া বড় দায়। নায়িকা হওয়াও। সোশ্যাল মিডিয়ায় নুসরতের এই ছবির কমেন্টবক্স ভরল বিরূপ মন্তব্যে। মুসলমান হয়ে তাঁর সিঁদুর পরা নিয়ে কটাক্ষ করেন অনেকেই। নেটিজেনরা অনেকেই লেখেন, ‘যিনি নিজের ধর্মকে সম্মান করতে পারেন না, তিনি অন্যদের ধর্মকে কি করে সম্মান করবেন!” তবে নুসরত সহজেই মিশে গেলেন মানুষদের সঙ্গে। প্রসাদ খেলেন, ভক্তিভরে প্রণাম করলেন মা দুর্গাকে। হাতে তুলেও নিলেন ঢাকের কাঠি.. নুসরত যেন ঘরের মেয়ে।

দুর্গাপুজোয় ছেলেকে ভোগ বিতরণ শেখাচ্ছেন কাজল

ছোট্ট হাতে যেন অনেক দায়িত্ব। আর সেই দায়িত্ব সামলাতে খুদের পাশে রয়েছেন মা। মুম্বইয়ের দুর্গাপুজোয় এক্কেবারে ঘরের মেয়ে বলিউড অভিনেত্রী কাজল (Kajol)। ছেলেকে পুজোর দায়িত্ব শেখাতে নায়িকাও আর পাঁচটা মায়ের মতোই দায়িত্বশীল। মুম্বইতে কাজলের বাড়ির পুজো নাম করা। নর্থ বম্বে সর্বজনীন দুর্গাপুজো বলে যেটি পরিচিত, তা আসলে মুখোপাধ্যায় বাড়ির দুর্গাপুজো। কাজল, রানি মুখোপাধ্যায়, অয়ন মুখোপাধ্যায়, তানিশা মুখোপাধ্যায়, শর্বাণী মুখোপাধ্যায়ের মতো তারকা-অভিনেতা-পরিচালক এই পরিবারের সদস্য। সারা বছর যেখানেই থাকুন না কেন, পুজোর ক’দিন একছাদের নিচে জড়ো হন সকলে। পুজো-অর্চনা, ভোগ বিতরণ, খাওয়া-দাওয়া, পরিবেশন, সবেতেই অংশ নেন তাঁরা। এই পুজো থেকেই একটি ছোট্ট ভিডিও ভাগ করে নেন কাজল। সেখানে দেখা যায়, ভোগ বিতরণের জায়গায় গিয়েছেন কাজল। সেখানে তাঁর সঙ্গে যুগ (Yug Devgan)। কাজলের হাতে খাবারের থালা। আর সেখান থেকেই অপটু হাতে দর্শনার্থীদের পাতে খাবার তুলে দিচ্ছে যুগ। বাকি আর পাঁচটা মায়ের মতোই যুগকে নির্দেশ দিচ্ছেন কাজল। 

আরও পড়ুন: Santosh Mitra Square: ভিড় সামলাতে দেড় ঘণ্টা বন্ধ রইল সন্তোষ মিত্র স্কোয়্যারের লেজার শো, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ

‘আদিপুরুষ’ বিতর্ক

রামের বেশে প্রভাস (Prabhas), নজর কাড়ল সেফ আলি খান (Saif Ali Khan)-এর লুকও। মুক্তি পেল ওম রাউত (Om Raut) পরিচালিত ‘আদিপুরুষ’ ছবির টিজার। এই ছবিতে রামের ভূমিকায় অভিনয় করছেন প্রভাস (Prabhas)। জানকির ভূমিকায় দেখা যাবে কৃতি শ্যানন (Kriti Shanon)-কে। লঙ্গেশের ভূমিকায় দেখা যাবে সেফ আলি খান (Saif Ali Khan)-কে। লক্ষ্মণের ভূমিকায় অভিনয় করছেন সানি সিংহ (Sunny Singh)।  আজ ‘আদিপুরুষ’-এর টিজারে প্রকাশ্যে আসার পরেই নেটদুনিয়ায় গুঞ্জন শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে এই ছবির গ্রাফিক্স বা ভিএফএক্সের (VFX) কাজ নিয়ে। অনেকের মতেই, ভিএফএক্সের কাজ নিয়ে মানুষের অনেক আশা ছিল। যেখানে পর্দায় ফুটিয়ে তোলা হচ্ছে রামায়ণের মতো লার্জার দ্যান লাইফ গল্পকে, সেখানে গ্রাফিক্সের কাজ হওয়া উচিত ছিল আরও ক্ষুরধার। কিন্তু সেটা করে এই ছবিতে গ্রাফিক্সে তেমন নজর দেওয়া হয়নি বলেই অভিযোগ। তবে গোটা ছবি দেখলেই মিলবে উত্তর।

মল্লিকবাড়ির পুজোয় সপরিবারে কোয়েল

ছোট থেকেই পুজোর সকাল শুরু হত বাড়ির ঢাকের শব্দে। বোধন থেকে শুরু করে নবপত্রিকা স্নান, পুষ্পাঞ্জলি, যাবতীয় আচার অনুষ্ঠান, সমস্ত কিছুর সঙ্গেই অঙ্গাঙ্গিভাবে যুক্ত থাকেন তিনি। বাদ গেল না এই বছরের পুজোও। শুরুর দিন থেকেই বাবা রঞ্জিত মল্লিক (Ranjit Mallick), স্বামী নিসপাল সিং রানে (Nispal Singh Rane), ছোট্ট ছেলে কবীর (Kabir) আর মাকে নিয়ে মল্লিকবাড়ির পুজোর মধ্যমণি কোয়েল মল্লিক (Koel Mallcik)। আজ সোশ্যাল মিডিয়ায় একটি ছোট্ট ভিডিও শেয়ার করে নিয়েছেন কোয়েল। সেখানে অনুরাগীদের পুজোর শুভেচ্ছা জানান তিনি। সেইসঙ্গে বলেন ভুরিভোজ, বন্ধু ও  পরিবারের সবার সঙ্গে আড্ডা, খাওয়া দাওয়া এই সবকিছুর কথাও। সঙ্গে সঙ্গে কোয়েলের মুখে উঠে আসে বাংলা ছবির পাশে দাঁড়ানোর কথা। কোয়েল বলেন, ‘পুজোর সময় অনেক ভালো বাংলা ছবি মুক্তি পাচ্ছে। সেই সমস্ত বাংলা ছবি হলে গিয়ে দেখুন।’



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: