ন্যাশনাল গেমসে ভারত্তোলনে রুপো জয় অচিন্ত্য শিউলির


নয়াদিল্লি: কমনওয়েলথ গেমসে (Commonwelth Games) সোনা জিতেছিলেন। এবার ন্যাশনাল গেমসেও (National Games 2022) সাফল্য পেলেন বাংলার অচিন্ত্য শিউলি (Achintya Shiuli)। ভারত্তোলনে ৭৩ কেজি বিভাগে রুপো (Silver Wins) জিতলেন বাংলার এই তরুণ ভারোত্তলক। ৩১৫ স্কোর করে এন অজিত সোনা জিতেছেন ন্যাশনাল গেমসে (National Games)। ক্লিন অ্যান্ড জার্কে রেকর্ড গড়েছেন অজিত। অচিন্ত্য তাঁর প্রথম দুটো প্রচেষ্টার পর ১৩০ কেজি ভারত্তোলন করতে সামর্থ হন। অন্য়দিকে অজিত সেখানে ১৪১ কেজি তুলতে পেরেছিলেন। 

অজিত তাঁর দ্বিতীয় ক্লিন অ্য়ান্ড জার্ক প্রচেষ্টায় ১৭৪ কেজি ভারত্তোলক তুলেছিলেন। অচিন্ত্য কমনওয়েলথ গেমসে সর্বমোট ৩১৩ কেজি ওজন তুলতে পেরেছিলেন। এদিন যদিও ২৯৫ কেজি ওজনের বেশি তুলতে পারেননি তিনি। নিজের পারফরম্যান্স নিয়ে অচিন্ত্য বলেন, ”আমার ছিনতাইয়ে আমার কোচ প্রযুক্তিগত সমস্যা নিয়ে কাজ করছেন। কমনওয়েলথ গেমসের পরে, আমার হ্যামস্ট্রিং এবং পেছনের দিকে কিছুটা সমস্যা হয়েছিল। আমি পুনর্বাসনের মধ্য দিয়ে যাচ্ছিলাম। আমি যে প্রশিক্ষণই করি না কেন, আমি আমার পারফরম্যান্সে খুশি।”

কমনওয়েলথে সোনা জিতেছিলেন অচিন্ত্য। ‘স্ন্যাচ’-এ এক নয়, দুই দুইবার কমনওয়েলথ গেমসের রেকর্ড ভাঙেন ২০ বছরের ভারোত্তোলক অচিন্ত্য। প্রথম প্রয়াসে তিনি ‘স্ন্যাচ’-এ ১৪৩ কেজি ভারোত্তোলন করেন। এরপর ১৪৩ কেজি তুলে সেই রেকর্ডও ভেঙে দেন। এরপর তিনি ‘ক্লিন অ্যান্ড জার্ক’-এ ১৬৬ কেজি তোলার পর সফলভাবে ১৭০ কেজি ওজন তুলে মোট ভারোত্তোলনের ক্ষেত্রেও গেমসের রেকর্ড ভেঙে দেন। সব মিলিয়ে মোট ৩১৩ কেজি ভারোত্তোলন করে গেমসের রেকর্ড ভেঙে ভারতকে সোনা এনে দেন অচিন্ত্য।

মালয়েশিয়ার হিদায়ত মহম্মদ গোটা ইভেন্ট জুড়েই অচিন্ত্যকে কড়া টক্কর দেন। তিনি মোট ৩০৩ কেজি (১৩৮ কেজি + ১৬৫ কেজি) ভারোত্তোলন করে রুপো জেতেন। অচিন্ত্যকে শেষ পর্যন্ত হিদায়তের দৌলতেই পদকের রঙ জানার জন্য অপেক্ষা করতে হয়। সোনা জয়ের উদ্দেশে তিনি ‘ক্লিন অ্যান্ড জার্ক’-এ ১৭৬ ওজন তোলার চেষ্টা করেন। তবে নিজের দুই প্রয়াশেই ব্যর্থ হন হিদায়ত। ফলে সোনা আসে ভারতের ঘরে। কানাডার শাদ ডারসিগনি ২৯৮ কেজি (১৩৫ কেজি + ১৬৩ কেজি) তুলে তৃতীয় স্থানে শেষ করায় ব্রোঞ্জ জেতেন।

আরও পড়ুন: অনবদ্য বাংলার মুকেশ, ইরানি ট্রফিতে ৯৮ রানে অল আউট সৌরাষ্ট্র



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: