নিজের শতরান নয়, দলগত লক্ষ্যে পৌঁছতে পেরেই সন্তুষ্ট সূর্যকুমার


মাউন্ট মাউনগানুই: নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে (IND vs NZ) ফের জ্বলে উঠল সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) ব্যাট। কিউয়ি বোলারদের রীতিমতো শাসন করে নিজের আন্তর্জাতিক কেরিয়ারের দ্বিতীয় শতরানটি করে ফেললেন সূর্য। ৫১ বলে অপরাজিত ১১১ রানের ইনিংস খেলেন সূর্য। মূলত তাঁর ব্যাটে ভর করেই ভারতীয় দল ছয় উইকেটের বিনিময়ে ১৯১ রান করে।

সূর্যর মন্তব্য

তবে নিজের শতরানের খুশি থাকলেও, সূর্য দলের জন্য কাঙ্খিত রানের লক্ষ্যে পৌঁছতে পেরে বেশি সন্তুষ্ট। ইনিংস শেষে সাক্ষাৎকারে সূর্য বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে শতরান করাটা বিশেষ অনুভূতির। তবে ইনিংসের শেষ পর্যন্ত আমার ব্যাট করাটা বেশি জরুরি ছিল। হার্দিক আর আমার মধ্যে এই বিষয়েই কথা হচ্ছিল। যেহেতু আমাদের পরে কেবল (দীপক) হুডাও ওয়াশিংটনই (সুন্দর) বাকি ছিল, তাই আমরা (সূর্য ও হার্দিক) ১৬তম ওভারে ঠিক করি যে ইনিংসের যতদূর সম্ভব আমরা দুইজনে মিলেই ব্যাট করব। আমাদের লক্ষ্য ছিল ১৯০ থেকে ১৯৫ রান তোলা। নিজেদের লক্ষ্যে সফল হতে পেরে আমি খুশি। আমি অনুশীলনেও এমন সব শট খেলে থাকি।’

 

Reels


রোহিতের কৃতিত্বে ভাগ

এই বছরেই ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে নিজের প্রথম শতরান হাঁকিয়েছিলেন সূর্য। কিউয়িদের বিরুদ্ধে শতরানের দৌলতে রোহিত শর্মার পর মাত্র দ্বিতীয় ভারতীয় ব্যাটার হিসাবে এক বছরে দুই টি-টোয়েন্টি শতরান করার কৃতিত্ব নিজের নামে করলেন সূর্য। রোহিত ২০১৮ সালে টি-টোয়েন্টিতে দুইটি শতরান করেছিলেন। নিজের ইনিংসে ১১টি চার ও সাতটি ছক্কা হাঁকান সূর্যকুমার। ঋষভ পন্থ মাত্র ছয় রানে আউট হয়ে যাওয়ার পর ব্যাটে নামেন সূর্য। কার্যত তিনি একা হাতেই ভারতকে ১৯১ রান তুলতে সাহায্য করেন। ৪৯ বলে নিজের শতরান পূরণ করেন সূর্য। 

আরও পড়ুন: দ্বিতীয় কিউয়ি উইকেটের পতন, কনওয়েকে ফেরালেন ওয়াশিংটন





Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: