নাম উঠবে স্টোকস, ময়ঙ্কদের, কখন, কোথায় দেখবেন এ বারের আইপিএল নিলাম?



নয়াদিল্লি: পরের বছরের আইপিএল (IPL 2023) শুরু হতে এখনও বেশ খানিকটা সময় বাকি রয়েছে। তবে বছর শেষের আগেই কোন তারকা কোন ফ্রাঞ্চাইজির হয়ে খেলবে, তা নির্ধারিত হয় যাবে। এই সপ্তাহেই বসতে চলেছে আইপিলের নিলাম (IPL Auction 2023)। তবে গত বারের মতো বড় নয়, বরং ছোট নিলাম আয়োজিত হবে এইবার। নিজের প্রিয় দল কোন তারকাকে দলে নিল, সেইদিকে সকলেরই নজর থাকে। তাই আইপিএল নিলামের দিকে অসংখ্য ক্রিকেটপ্রেমী চোখ রাখেন। এবারও তার অন্যথা হবে না। কিন্তু কোথায়, কখন, কী ভাবে দেখবেন আইপিএল নিলাম?

নিলাম কবে?

২৩ ডিসেম্বর, শুক্রবার আইপিএলের নিলামটি আয়োজিত হবে।

কোথায় হবে নিলাম?

কোচিতে অনুষ্ঠিত হবে আইপিএলের এবারের ছোট নিলাম।

কখন থেকে শুরু নিলাম?

ভারতীয় সময় অনুযায়ী শুক্রবার দুপুর ২.৩০টায় শুরু হবে নিলাম।

টিভিতে কোথায় দেখা যাবে আইপিএল নিলাম?

স্টার স্পোর্টস নেটওয়ার্কে আইপিএল নিলাম দেখা যাবে।

অনলাইনে কীভাবে দেখবেন এই নিলাম?

অনলাইনে জিও সিনেমায় নিলাম দেখা যাবে।

বিস্ফোরক কপিল

চাপ সহ্য করতে না পারা ক্রিকেটারদের খেলা ছেড়ে দিয়ে কলা, ডিম বিক্রি করার পরামর্শ দেন ক্ষুব্ধ কপিল দেব। কপিল দেবের মতে জাতীয় দল বা আইপিএল (IPL) খেলার সময় যাঁরা অত্যাধিক চাপ অনুভব করেন এবং সেই নিয়ে অভিযোগ করেন, তাঁদের খেলা চালিয়ে যাওয়ার কোনও প্রয়োজন নেই। কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার বলেন, ‘আমি প্রায়শই খেলোয়াড়দের বলতে শুনি যে আমরা আইপিএল খেলছি, প্রচুর চাপ থাকে আমাদের। এটা বলাটা তো খুবই সহজ। আমি ওদের বলব সম্পূর্ণভাবে খেলে ছেড়ে দিতে। কে ওদের খেলার জন্য জোর করছে? এই পর্যায়ে খেললে চাপ তো থাকবেই। ভাল করলে লোকজন প্রশংসা করবে, আবার খারাপ পারফর্ম করলে মন্দ কথা বলতেও ছাড়বে না। যদি সমালোচনা সহ্য নাই করতে পার, তাহলে খেলার কোনও দরকার নেই।’

এরপরই যেসব খেলোয়াড়রা চাপের বিষয়ে অজুহাত দেন, তাঁদের উদ্দেশে কপিল বলেন, ‘প্রেসার তো আমেরিকার শব্দ। কাজ করার ইচ্ছা না হলে করতে হবে না। কে জোর করছে? কলার দোকান, গিয়ে ডিম বিক্রি করো। একটা সুযোগ পেয়েছ, সেটাকে চাপ হিসাবে কেন দেখছ। এই সুযোগটাকে নিজের সৌভাগ্য মনে করে গোটা বিষয়টা উপভোগ করো।’

আরও পড়ুন: ফের অনবদ্য শতরানে বাংলার ত্রাতা হয়ে উঠলেন অনুষ্টুপ মজুমদার



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: