নতুন মোড়কে ‘পুরানো সেই দিনের কথা’, শহরে মুক্তি পেল ‘লকড়বগ্গা’ ছবিতে ব্যবহৃত রবি ঠাকুরের গান



কলকাতা: ‘লকড়বগ্গা – দ্য হায়না’ (Lakadbaggha) ভারতের এমন একটি প্রথম অ্যাকশন ফিল্ম (Action Film) যা একজন পশুপ্রেমিক সংগঠনের সদা সতর্ক ও সজাগ সদস্যের গল্প বলে। কলকাতার প্রেক্ষাপটে তৈরি এই ছবির প্রথম প্রিমিয়ার অনুষ্ঠিত হয় ‘কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ। 

নতুন রূপে ‘পুরনো সেই দিনের কথা’

আসছে ‘লকড়বগ্গা’। এই ছবিটির মুখ্য চরিত্রে রয়েছেন অংশুমান ঝা, ঋদ্ধি ডোগরা, মিলিন্দ সোমন, পরেশ পাহুজা। মঙ্গলবার শহরে হাজির হয়েছিলেন তারকারা। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘পুরানো সেই দিনের কথা’ গানটি নয়া আঙ্গিকে লঞ্চ করার জন্য কলকাতায় আসেন। এই রবীন্দ্র সঙ্গীতটিকে নতুন রূপ দিয়েছেন বেলজিয়ান মায়েস্ট্রো সাইমন ফ্রান্সকুয়েট।

অংশুমান ঝায়ের কথায়, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের ‘পুরানো সেই দিনের কথা’ গানটিকে নতুন করে কম্পোজ করেছেন ফ্রান্সকুয়েট। গানটি গেয়েছেন শ্রুতি পাঠক। কলকাতার শ্রোতারা এই একবিংশ শতকের রবি ঠাকুরের একটি কালজয়ী গানের প্রথম উপস্থাপনা শুনতে পাবেন।’ ঋদ্ধি ডোগরার কথায়, ‘লকড়বগ্গা সত্যিই একটি বিশেষ সিনেমা। এতে অ্যাকশন রয়েছে, থ্রিল রয়েছে। আমার চরিত্র অক্ষরা ও নায়ক এবং প্রতিপক্ষের মধ্যে একটা  রহস্য রোমাঞ্চের জন্ম দেয়। খুব স্বাভাবিকভাবেই আমার বড় পর্দায় আত্মপ্রকাশের ক্ষেত্রে এটি বিশেষ একটা ছবি।’

কলকাতা চলচ্চিত্র উৎসবে এই ছবি প্রথম প্রদর্শিত হয়। সেই সময় অংশুমান বলেছিলেন, “চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির’, রবীন্দ্রনাথের এই কথা মেনেই আমি চিত্রনাট্যও বাছি। আমাদের প্রচেষ্টা সচেতনভাবে এই অমোঘ সৃষ্টিগুলি ফিরে দেখা যা আমাদের দেশের সমৃদ্ধ ঐতিহ্য। আর রবি ঠাকুর ও তাঁর কথা আমাকে ছোটবেলা থেকেই অনুপ্রাণিত করেছে। ওঁর ‘পুরানো সেই’ গানের ব্যবহার ২১ শতকের জেনারেশনের কাছে তাঁর সৃষ্টি পৌঁছে দেওয়ার ছোট্ট প্রচেষ্টা মাত্র। আর শ্রুতি পাঠক তাঁর কণ্ঠ দিয়ে ম্যাজিক করেছেন।” 

আরও পড়ুন: ‘Pathaan’: ‘ঠিক ভুল বিচার করার আমি-আপনি কেউ নই,’ ‘বেশরম রং’ বিতর্কে মন্তব্য জাভেদ আখতারের

মিলিন্দ সোমন বলেন, ‘লকড়বগ্গার মতো একটি অনন্য অ্যাকশন ফিল্মের অংশ হতে পারাটা দুর্দান্ত। গল্প এবং চরিত্রের প্রতিটি দিক সুচিন্তিত। স্ক্রিপ্টে একটি  মার্শাল আর্ট হিসাবে “ক্রাভ মাগা” কতটা অন্তর্নিহিতভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে তা দেখলে বোঝা যাবে। অংশুমান ‘ক্রাভ মাগা’র বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন। এর জন্য বিশেষ কোরিওগ্রাফিও করা হয়েছে। আমি একজন মার্শাল আর্ট প্রশিক্ষক এবং অংশুমানের বাবার চরিত্রে অভিনয় করছি। পুরো কাজটা আমি খুবই উপভোগ করেছি।’



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: