নতুন বছরে চমক? মেলবোর্নে হবে ভারত-পাকিস্তান টেস্ট ম্যাচ?



<p><strong>মেলবোর্ন:&nbsp;</strong><a title="নতুন বছর" href="https://bengali.abplive.com/topic/new-year" data-type="interlinkingkeywords">নতুন বছর</a>ে কি চমক অপেক্ষা করে রয়েছে ক্রিকেটপ্রেমীদের জন্য? ফের টেস্ট ম্যাচে মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশে ভারত ও পাকিস্তান (Ind vs Pak)?</p>
<p>সব কিছু ঠিকঠাক চললে, টেস্টে ফের প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যেতে পারে বিরাট <a title="কোহলি" href="https://bengali.abplive.com/topic/virat-kohli" data-type="interlinkingkeywords">কোহলি</a> (Virat Kohli) ও বাবর আজমদের (Babar Azam)। তবে ভারত বা পাকিস্তানের কোনও মাঠে নয়, দুই চিরপ্রতিপক্ষের লড়াই হতে পারে নিরপেক্ষ মাঠে। সম্ভবত, অস্ট্রেলিয়ার মেলবোর্নে।</p>
<p>জানা গিয়েছে, প্রায় এক লক্ষ দর্শকের সামনে ভারত-পাকিস্তান টেস্ট ম্যাচ আয়োজন করতে বিরাট আগ্রহী স্বয়ং মেলবোর্ন ক্রিকেট ক্লাব। এ-ও খবর যে, ভিক্টোরিয়া প্রশাসন ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের সঙ্গে ভারত-পাকিস্তান টেস্ট ম্যাচ আয়োজন নিয়ে কথাবার্তা শুরু করেছে। এমসিসি-র চিফ এগজিকিউটিভ অফিসার স্টুয়ার্ট ফক্স এই খবর জানিয়েছেন। গত অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপে মেলবোর্নেই ভারত-পাক মহারণ হয়েছিল। সেই ম্যাচের সাফল্য দেখে রোমাঞ্চিত এমসিজি কর্তারা। তাঁরা চায় এবার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের টেস্ট ম্যাচ আয়োজন করতে।</p>
<p>২০০৭ সালের পর থেকে ভারত-পাকিস্তান একে অপরের সঙ্গে টেস্ট ম্যাচ খেলেনি। বিশ্বকাপ বা এশিয়া কাপের বাইরে দুই দেশের মধ্যে কোনও দ্বিপাক্ষিক সিরিজ হয়নি। এবার নিরপেক্ষ দেশের মাটিতে কি টেস্ট ম্যাচের যুদ্ধ হবে ভারত ও পাকিস্তানের? উৎসুক হয়ে উঠেছেন দুই দেশের ক্রীড়াপ্রেমীরাই।</p>
<p><strong>রামিজের বোমা</strong></p>
<p>তিনি সদ্য চাকরি হারিয়েছেন। ইংল্যান্ডের কাছে ঘরের মাঠে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডে ব্য়াপক রদবদল হয়েছে। সরিয়ে দেওয়া হয়েছে বোর্ড প্রধান রামিজ রাজাকে।</p>
<p>সেই রামিজ এবার বোমা ফাটালেন। কটাক্ষ করলেন&nbsp;<a href="https://bengali.abplive.com/topic/indian-cricket-team" data-type="interlinkingkeywords">ভারতীয় দল</a>ের পারফরম্যান্সকে। রামিজ বলছেন, ‘সাদা বলের ক্রিকেটে আমরা অসাধারণ পারফর্ম করেছি। আমরা এশিয়া কাপের ফাইনাল খেলেছি। ভারত সেটা পারেনি। ভারত কোটি কোটি টাকা নিয়েও পিছিয়ে পড়েছিল। ওদের দেশে ভাঙচুর হয়েছে। নির্বাচক কমিটি ছাঁটাি করা হয়েছে। অধিনায়ক বদলে দেওয়া হয়েছে। কারণ পাকিস্তান ওদের চেয়ে এগিয়ে যাচ্ছিল।'</p>
<p>রামিজের আমলে এশিয়া কাপের ফাইনালে উঠলেও&nbsp;<a href="https://bengali.abplive.com/topic/sri-lanka-economic-crisis" data-type="interlinkingkeywords">শ্রীলঙ্কা</a>র কাছে পরাস্ত হয়েছিল পাকিস্তান। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছিল পাকিস্তান। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালে উঠে হারতে হয়েছে ইংল্যান্ডের কাছে। কোনও বড় ট্রফি না আসায় রামিজকে সরিয়ে দেওয়া হয়েছে। যদিও রামিজ দাবি করেছেন, তাঁর আমলে পাকিস্তান দল ধারাবাহিকভাবে ক্রিকেট খেলেছে।</p>
<p><strong>আরও পড়ুন:&nbsp;<a title="বিশ্বের প্রথম পাঁচের মধ্যে নিজেকে দেখলে ভাল লাগে, বলছেন নতুন নাইট লিটন" href="https://bengali.abplive.com/sports/abp-live-exclusive-bangladesh-cricketer-litton-das-shares-his-thought-after-being-picked-by-kolkata-knight-riders-in-ipl-945160" target="_self">বিশ্বের প্রথম পাঁচের মধ্যে নিজেকে দেখলে ভাল লাগে, বলছেন নতুন নাইট লিটন</a></strong></p>
<p>&nbsp;</p>



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: