ধূমপান ছাড়তে চান ? এই AI-ভিত্তিক অ্যাপ করবে সাহায্য



Smoking Kills: মনোবিদ বা ডাক্তারের দ্বারস্থ হতে হবে না। আপনাকে ধূমপান ছাডা়তে সাহায্য করবে প্রযুক্তি। গল্প নয়, একেবারে বাস্তব। সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর ভিত্তি করে এমনই এক অ্যাপ আবিষ্কার করেছেন কিছু গবেষকরা। 

AI Based Quit Smoking App: এই অভিনব ভাবনার জন্ম দিয়েছেন কিছু ব্রিটিশ গবেষক। ধূমপান বন্ধ করতে একটি মোবাইল অ্যাপ তৈরি করেছেন তাঁরা। যা বুঝতে পারে কোথায় ও কখন আপনার মন ধূমপানের জন্য ছটফট করছে। সেই অনুযায়ী পরিকল্পনা করে ধূমপান ছাড়াতে সাহায্য করে এই অ্যাপ।

Smoking Kills: কোন বিশ্ববিদ্যালয় করেছে এই অসাধ্য সাধন 
ইউনিভার্সিটি অফ ইস্ট অ্যাংলিয়ার গবেষকরা অ্যাপটি করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘কুইট সেন্স’। এই অ্যাপ বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নির্ভর ধূমপান ছাড়ানোর অ্যাপ যা শনাক্ত করে কোন জায়গায় গিয়ে ধূমপানের ইচ্ছে জাগছে কোনও ব্যক্তির। সেই নির্দিষ্ট সময়ই কাজ করতে শুরু করে এই অ্যাপ। 

Quit Smoking App: কী বলছে গবেষকরা ?
গবেষণা দলটির আশা, ধূমপায়ীদের মনে উদ্বূত ইচ্ছে কমিয়ে নতুন অ্যাপটি ধূমপান ছাড়াতে সাহায্য করবে। এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান গবেষক ফেলিক্স নটন বলেছেন, “আমরা জানি যে ধূমপান ছাড়ানোর চেষ্টা প্রায়শই ব্যর্থ হয়। কারণ মানুষ ধূমপান করতে একটি নির্দিষ্ট জায়গা বেছে নেয়। সেখানে সময় কাটাতে গিয়েই তাদের মনে ধূমপানের ইচ্ছে জাগে। এই পরিস্থিতি কোনও পাব বা কর্মক্ষেত্রেও হতে পারে। বর্তমানে ওষুধ ব্যবহার করা ছাড়া, ধূমপান চাড

ানোর কোনও উপায় নেই। 

Smoking Kills: কীভাবে কাজ করে এই অ্যাপ
“ক্যুইট সেন্স” হল একটি এআই স্মার্টফোন অ্যাপ যা ধূমপায়ীর সময়, অবস্থান ও ইচ্ছের বিষয়ে একটি ডেটা ব্যাঙ্ক তৈরি করে। ফলে কোনও কারণে ওই ব্যক্তি রিয়েল টাইমে ধূমপানের জন্য অগ্রসর হলেই তার কাছে পৌঁছে যায় ধূমপান-বিরোধী বার্তা। এর সঙ্গে কিছু লিঙ্কও জুড়ে দেওয়া হয় ধূমপায়ীকে। নিজের প্রতি নিয়ন্ত্রণ রাখতে বার্তাগুলি পাঠায় অ্যাপ NHS online stop smoking support ও ক্যুইট সেন্স। যদিও দেখা যায়, NHS সাপোর্টের তুলনায় অনেক বেশি সফল হয়েছে ‘ক্যুইট সেন্স’। 

সব মিলিয়ে ২০৯ জন ধূমপায়ীদের ওপর এই ট্রায়াল চালিয়েছে এই গবেষক দল। যাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিয়োগ করা হয়। তাদের চিকিত্সার জন্যই পাঠানো হয় এই বার্তার লিঙ্কগুলি। পরবর্তীকালে দেখা যায়, এনএইচএস অনলাইন ধূমপান বন্ধ করার সহায়তার থেকে ধূমপায়ীদের ধূমপান ছাড়াতে বেশ সাহায্য করেছে কুইট সেন্স অ্যাপ। নিকোটিন অ্যান্ড টোব্যাকো রিসার্চ-এ প্রকাশিত রিপোর্টে দেখা গেছে, যাদের অ্যাপ থেকে বার্তা পাঠানো হয়েছিল, তারা ছয় মাস পরে ধূমপান ছেড়ে দেন। 

আরও পড়ুন : PAN Aadhaar Linking: আধার প্যান লিঙ্কের নিয়মে পরিবর্তন, ১০০০ টাকা লেট ফি দেওয়ার আগে জানুন



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: