ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ, গানের মধ্যে দিয়ে সোচ্চার সিধু, মুক্তি পেল ‘আর দেরি নয়’


কলকাতা: সমাজের অন্ধকার দিকের বিরুদ্ধে গানে গানে প্রতিবাদ জানালেন গায়ক সিদ্ধার্থ শঙ্কর রায় (Siddhartha Shankar Ray) ওরফে সিধু (Sidhu)। বাংলা ব্যান্ড ‘ক্যাকটাস’-এর জনপ্রিয় গায়কের নতুন মিউজিক ভিডিও এল প্রকাশ্যে। নাম ‘আর দেরি নয়’ (Aar Deri Noy)।

সিধুর নতুন মিউজিক ভিডিও

মুক্তি পেল সিদ্ধার্থ রায় ওরফে সিধুর নতুন মিউজিক ভিডিও। গানের নাম ‘আর দেরি নয়’। রূপন মল্লিক সৃষ্ট, ‘ডর্সপ্লে’ প্রযোজিত এই গানের পরতে পরতে উঠে এসেছে প্রতিবাদের ভাষা। 

মূলত বাংলা রক ঘরানার গান এটি। সমাজের এক বড় অন্ধকার দিক, ধর্ষণ। প্রতিনিয়ত এই সমাজে, লোকচক্ষুর আড়ালে কত নারীকে যে বিভিন্ন মানুষের লালসার শিকার হতে হয় তার কোনও হিসেব নেই। আর বেশিরভাগ ক্ষেত্রেই সেই অপরাধ ধামাচাপা পড়ে যায়। নির্যাতিতার কণ্ঠ দমিয়ে দেওয়ার চেষ্টাও নেহাত কম হয় না। এবার সেই সমস্ত কিছুর প্রতিবাদ হিসেবে প্রকাশ্যে এল সিধুর নতুন গান। ‘আর দেরি নয়’। 

গানের বিবরণে লেখা হয়, ‘একটি বিষয় যেটা আমরা এড়িয়ে চলি, আমাদের বহুবার সতর্ক করা সত্ত্বেও… কিন্তু এইবার আমাদের রক্ত গরম হয়ে উঠেছে… আমাদের স্ত্রী, মা, বোনেদের বারবার হেরে যেতে দিতে পারি না।’

 

এই গান তাঁদের ‘ধর্ষণ বিরোধী আন্দোলন’-এর ভাষা। ধর্ষণের বিরুদ্ধে মানুষকে সজাগ করতে ও সচেতনতা ছড়াতেই এই প্রয়াস। 

গানের ‘এই আমার সেই সমাজ, যেখানে মানবতা হারায়, এই আমার সেই সমাজ, যেখানে হিংস্রতা জন্মায়’, এই দুটি লাইন দিয়েই একটা আস্ত সমাজের ক্ষয়িষ্ণু ছবি ভেসে উঠবে চোখের সামনে। এমন সমাজ যেখানে সহিষ্ণুতা নেই, পারস্পরিকতা নেই, আছে কেবল অসহিষ্ণু মনোভাব, বর্বরতা, নৃশংসতার বাড়বাড়ন্ত। এমনই এক কঠিন, অপ্রিয় সমাজের গল্প বুনেছেন অরিজিৎ ঘোষ (Arijit Ghosh)। আর সেই গল্পকে সুরের বেঁধেছেন সিধু। এই ধর্ষণের বিরুদ্ধে গানের মধ্যে দিয়ে সোচ্চার হলেন সিধু। ক্ষমাও চাইলেন আসিফা, নির্ভয়াদের কাছে।

আরও পড়ুন: Box Office Collection Day 1: প্রথম দিনের ব্যবসায় অক্ষয়ের ‘রাম সেতু’ ছাপিয়ে গেল অজয়ের ‘থ্যাঙ্ক গড’কে

গানটির মিউজিক ডিরেক্টর রুদ্র সরকার, স্ক্রিনপ্লে ও পরিচালনা রূপন মল্লিক, লিরিক্স ও কম্পোজিশন অরিজিৎ ঘোষের। মিউজিক ভিডিওয় রয়েছেন সিধু নিজেও।



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: