দ্বিতীয় সন্তানের জন্মের সময় কতটা জটিল ছিল পরিস্থিতি? অকপট দেবিনা


মুম্বই: চলতি বছরই দুই সন্তানের জন্ম দিয়েছেন ছোট পর্দার পরিচিত মুখ দেবিনা বন্দ্যোপাধ্যায় (Debina Bonnerjee)। দেবিনা এবং তাঁর স্বামী অভিনেতা গুরমিত চৌধুরীর (Gurmeet Choudhary) প্রথম সন্তান লিয়ানার জন্ম হয় চলতি বছরের এপ্রিলে। ৩ এপ্রিল প্রথম কন্যা সন্তানের জন্ম দেন দেবিনা। প্রথম সন্তানের জন্মের চার মাস পরই তাঁরা ফের ঘোষণা করেন যে, তাঁরা আবারও বাবা-মা হতে চলেছেন। দুই অভিনেতার দ্বিতীয় সন্তানের জন্ম হয় গত ৬ নভেম্বর। জানা যায়, সময়ের আগেই জন্ম নিয়েছে তাঁদের সন্তান। এবার কন্যা সন্তানের জন্ম দেন দেবিনা। সম্প্রতি এক সাক্ষাতকারে অভিনেত্রী জানালেন, দ্বিতীয় সন্তানের জন্মের সময়ের পরিস্থিতি কেমন ছিল। 

সময়ের আগেই জন্ম নেয় দ্বিতীয় সন্তান! কী হয়েছিল সেই সময়?

সম্প্রতি মাতৃত্বকালীন অবস্থা এবং কম সময়ের ব্যবধানে পর-পর দুবার মা হওয়ার পরিস্থিতি নিয়ে কথা বলেন দেবিনা বন্দ্যোপাধ্যায়। দুই কন্যা সন্তানকে নিয়ে তিনি বর্তমানে ব্যস্ত। সম্প্রতি জানালেন, দ্বিতীয় সন্তান জন্মের সময়ে কোন পরিস্থিতিতে পড়তে হয়েছিল তাঁকে। দেবিনা জানাচ্ছেন, প্রথম সন্তানের জন্মের পর সবই ঠিক ছিল। কিন্তু দ্বিতীয় সন্তানের জন্মের সময়ে পরিস্থিতি মারাত্মক খারাপ হয়। তিনি বলছেন, ‘প্রত্যেকে। এমনকি ডাক্তারেরাও আমাকে সে সময়ে পরামর্শ দিয়েছিল যে, ডেলিভারি করিয়ে  নিতে। নাহলে যত অপেক্ষা করতে থাকব, পরিস্থিতি আরও বেশি জটিল হবে। তাই বেশ স্নায়ুচাপে ভুগেছিলাম। আমাকে যখন অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হচ্ছিল, তখনও চিন্তায় ছিলাম। কিন্তু গোটা প্রক্রিয়াতে আমার আত্মবিশ্বাসের ঘাটতি হয়নি।’

আরও পড়ুন – Karan Johar: তাঁর বায়োপিকে অভিনয়ের জন্য সঠিক কে? পছন্দের তারকার নাম প্রকাশ কর্ণর

News Reels

দেবিনা আরও বলছেন, ‘দ্বিতীয়বার যখন আমি অন্তঃসত্ত্বা হই, তখন সবকিছুই ঠিকঠাক ছিল। কোনওরকম অস্বস্ত্বি ছিল না। একেবারে স্বাভাবিক ছিল সব কিছু। খাবার কিংবা গন্ধ নিয়ে কোনও সমস্যা ছিল না। কোষ্ঠকাঠিন্য, যা স্বাভাবিকভাবেই এই সময়ে হয়ে থাকে, তাও হয়নি। আমি খুব ভালো ছিলাম। কিন্তু শেষমাসে পরিস্থিতি ক্রমশ খারাপ হতে থাকে। তারপরও ততটা হয়নি। কিন্তু শেষদিকে খুব খারাপ হতে থাকে পরিস্থিতি। শয্যাশায়ী হয়ে গিয়েছিলাম। ডেলিভারির আগের মুহূর্তে আমরা সকলে মিলে বসে আলোচনা করছিলাম যে, আমার বয়স কুড়ি কিংবা তিরিশের শুরু নয়। তাই সবকিছুই ঠিক থাকবে। তারপর সন্তানের জন্ম হয়। আমার সেলাই কাটা হয়ে গিয়েছে। দ্রুত আমার শরীর সুস্থ হচ্ছে। অন্তঃসত্ত্বা অবস্থায় শেষ কিছুদিন আমি কোথাও নড়াচড়া করতে পারছিলাম না। কারণ, আমার পাকস্থলীতে অনেক জল জমে গিয়েছিল। এখন অনেকটা ঠিক আছি। সঠিক ডায়েট মেনে খাবার খাচ্ছি। সুস্থ যে হচ্ছি, তা অনুভবও করছি। আ শা করছি দ্রুত সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাব।’



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: