দেশে শুরু হয়ে গেল করোনা নিয়ে কড়াকড়ি ! দেশে সত্যিই কেমন সংক্রমণের হার



<p><strong>নয়াদিল্লি :</strong> আমেরিকা, জাপান, চিন <a title="ব্রাজিল" href="https://bengali.abplive.com/topic/brazil" data-type="interlinkingkeywords">ব্রাজিল</a>ের-সহ একাধিক দেশে বাড়ছে করোনা সংক্রমণ। সতর্ক কেন্দ্র সরকার। আজ দুপুর ৩টেয় করোনা নিয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য।&nbsp;&nbsp;</p>
<p>দেশে করোনা গ্রাফের ওঠানামা চলছেই।&nbsp;&nbsp;</p>
<ul>
<li>গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬৩ জন।</li>
<li>গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ৯ জনের মৃত্যু হয়েছে।</li>
<li>দেশে মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৬ লক্ষ ৭৬ হাজার ৬৭৮।</li>
<li>এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৩০ হাজার ৬৯০ জনের।<br /><br />কোভিড মোকাবিলায় জরুরি ভিত্তিতে কীভাবে ব্যবস্থা নিতে হবে, মঙ্গলবার দেশের বিভিন্ন হাসপাতালে তা নিয়ে মহড়া হবে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য একটি সরকারি হাসপাতালে মহড়া পরিদর্শনে যাবেন।&nbsp; চিন সহ একাধিক দেশে বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে এবার আগরায় জারি হল সতর্কতা। এবার তাজমহলে যেতে হলে করাতে হবে করোনা পরীক্ষা । &nbsp;জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই সংক্রমণ রুখতে শুরু হয়েছে করোনা পরীক্ষা। এবার পর্যটকদের জন্যও বাধ্যতামূলক হচ্ছে করোনা পরীক্ষা।&nbsp;&nbsp;</li>
</ul>



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: