‘দেশে ফিরে স্বস্তি’, অপারেশন অজয়ে যুদ্ধ-বিধ্বস্ত ইজরায়েল থেকে দেশে ফিরলেন ২৩৫ জন


নয়াদিল্লি :  দিন যত গড়াচ্ছে, ততই ভয়ঙ্কর হচ্ছে ইজরায়েল-হামাস ( Israel-Hamas war ) যুদ্ধ পরিস্থিতি। মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। নিহত দেড়হাজার হামাস জঙ্গি (Palestinian militant group Hamas)। গাজা সীমান্তবর্তী ইজরায়েলের একের পর এক শহর কার্যত লন্ডভন্ড হয়ে গিয়েছে।

এর মধ্যেই যুদ্ধ-বিধ্বস্ত ইজরায়েল থেকে দ্বিতীয় বিমানটি দিল্লি পৌঁছেছে। এই দফায় দেশে ফিরেছেন ২৩৫ জন ভারতীয়। তেল আভিভ থেকে বিশেষ বিমানটি সকাল সাড়ে ৬টায় দিল্লিতে নামে। অপারেশন অজয়ে এখনও পর্যন্ত দেশে ফিরেছেন সাড়ে চারশোর বেশি ভারতীয়। এর মধ্যে গতকাল ফিরেছেন ৫৩ জন বাঙালি-সহ ২১২ জন।  

শনিবার দেশে ফিরে সকলের মুখেই দেখা যায় স্বস্তির হাসি। ইজ়রায়েলে ইউনিভার্সিটির পড়ুয়া এক ভারতীয় যুবক জানান, তিনি বিদেশমন্ত্রকের ওয়েবসাইটে নিজের নাম নথিভুক্ত করান। দুদিন পর মেল আসে। মন্ত্রকের তরফে জানতে চাওয়া হয়, তিনি দেশে ফিরতে চান কিনা। কারণ অনেকে নাম নথিভুক্ত করিয়েও যাননি। লেবানন ও সিরিয়ার বর্ডারে অবস্থিত তাঁর ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও সাহায্য করেছেন তাঁকে তেল আভিভ যেতে। 

নাগাল্যান্ডের এক যুবতীও ফিরেছেন ওই বিমানে। তিনি জানালেন, অনেকটাই নিরাপদে ছিলেন তিনি। তবে দেশে ফিরতে পেরে তিনি এখন নিশ্চিন্ত।                     

এর আগে যুদ্ধবিধ্বস্ত ইজরায়েল থেকে গত ১৩ অক্টোবর দেশে ফেরে প্রথম দল। শুক্রবার সকালে ২১২ জন ভারতীয়কে ফিরিয়ে আনা হয়। দিল্লি বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান কেন্দ্রীয়মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। বিমানবন্দরে তাঁদের সঙ্গে প্রাথমিক কথাবার্তাও বলেন তিনি।   

‘অপারেশন অজয়’-এ যুদ্ধবিধ্বস্ত ভারতীয়দের ইজরায়েল থেকে ফিরিয়ে আনার জন্য বৃহস্পতিবার সন্ধেয় তেল আভিভের বেন গুরিও বিমানবন্দর থেকে দেশে ফিরতে ইচ্ছুক ভারতীয়দের নিয়ে ছাড়ে বিমান। তাতে ২১১ জন প্রাপ্ত বয়স্ক ও এক শিশু ছিলেন।  

 





Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: