‘দূরে কাপ ছুঁয়ে হাসছে মারাদোনা…’ আর্জেন্তিনার জয় নিয়ে গান বাঁধলেন অনিন্দ্য



কলকাতা: আশা নিয়ে তৈরি হয়েছিল গান। কিন্তু যে ম্যাচের এক্কেবারে শেষ মুহূর্ত পর্যন্ত ছিল টানটান উত্তেজনা, খেলার ফলাফল নিয়ে দোলাচল.. সেই ম্যাচের আগে এই গান প্রকাশ করা সম্ভব ছিল না কোনোভাবেই। কিন্তু মধ্যরাতে যখন আনন্দের রঙ নীল সাদা, তখনই প্রকাশ পেল অনিন্দ্য চট্টোপাধ্যায় (Anindya Chatterjee)-র গলায় আর্জেন্তিনার জন্য নতুন গান।                                                   

এই গান লেখা হয়েছিল আর্জেন্তিনা জয়ী হবে এই কথা ভেবেই। গানের লাইনও বলছে সেই কথাই.. ‘দূরে কাপ ছুঁয়ে হাসছে মারাদোনা.. বিশ্বজয়ী আর্জেন্তিনা’। ভিডিওতে ব্যবহার করা হয়েছে আর্জেন্তিনার সাফল্যের ছোট ছোট ঝলক। একটি বিপণী সংস্থার তরফ থেকে তৈরি করা হয়েছিল এই ভিডিও। আর্জেন্তিনা না জিতলে হয়তো এই গান প্রকাশ পেতই না কখনও। সেই শর্তেই তৈরি হয়েছিল এই গান। কিন্তু রবিবার রাতে ম্যাচের ফলাফলের পরে মুক্তি পেল এই গান।                                                                                                       

আরও পড়ুন: Sajani: পাহাড় থেকে গঙ্গার ঘাট, এক এক বয়সের জুটিকে ভিন্ন প্রেমের গল্পে বাঁধল ‘সজনী’                                 

স্বপ্নকে ছুঁয়ে দেখা। গোল্ডেন বল হাতে নিয়ে বিশ্বকাপকে যখন প্রথমবার চুম্বন করলেন লিওনেল মেসি (Lionel Messi), তখন এই ভারতের মাটিতে বসে, বাংলায়, টিভির পর্দার দিকে তাকিয়ে চোখ চিকচিক করে উঠেছিল অনেকেরই। শুধু আর্জেন্তিনার বিশ্বকাপ জয়ের জন্য নয়, লিওনেস মেসির জন্য। যে মানুষটার সঙ্গে হাজার হাজার মানুষের স্বপ্ন জড়িয়ে আছে, তার হাতে বিশ্বকাপ দেখে আবেগ সামলাতে পারেননি অনেকেই। সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষের সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে ফেটে পড়লেন টলিউড তারকারাও। ফেসবুক, ট্যুইটার, ইনস্টাগ্রাম.. নীল সাদা রঙ ছড়িয়েছে সবার ওয়ালে। টলিউডও যেন রাঙা হল সেই রঙে.. স্বার্থ ভুলে, দেশ বিদেশের বেড়া টপকে, কেবল মাত্র প্রতিভাকে ভালবেসে, খেলাকে সম্মান জানিয়ে এমন আন্তরিকভাবে খুশি বোধহয় শুধু ভারতই পারে। 



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: