দুর্দান্ত লড়াইয়ে চেন্নাই ওপেনে অষ্টম বাছাইকে হারিয়ে বড় অঘটন ঘটালেন কর্মন কৌর


চেন্নাই: প্রথমবার ভারতের মাটিতে চেন্নাইয়ে আয়োজিত হচ্ছে ডব্লুটিএ-র কোনও টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টের প্রথম দিনেই বড় চমক দিলেন ভারতীয় কণ্যা। চেন্নাই ওপেনে (WTA 250 Chennai Open) সকলকে চমকে দিয়ে টুর্নামেন্টের অষ্টম বাছাই ক্লয়ি প্যাকুয়েটকে তিন সেটের লড়াইয়ে পরাজিত করলেন ভারতের কর্মন কৌর (Karman Kaur Thandi)। দুই ঘণ্টা ৩৫ মিনিটের ম্যারাথন ম্যাচ শেষে ভারতীয় তারকার পক্ষে স্কোর ৪-৬, ৬-৪, ৬-৩।

পিছিয়ে পড়েও জয়

গোটা ম্যাচ জুড়ে দিল্লির কর্মনের নাছোড় লড়াইয়ের সাক্ষী হয়ে থাকলেন দর্শকরা। ২৪ বছর বয়সি ভারতীয় তারকা প্রথম সেটে পিছিয়ে পড়েও, ঘাবড়ে যাননি। বরং লড়াই করে পরের দুই সেট ছিনিয়ে নিয়ে ম্যাচ জিতে নেন তিনি। ম্যাচের টার্নিং পয়েন্ট বলতে দ্বিতীয় সেটের সপ্তম পয়েন্ট। ফরাসি প্রতিপক্ষকে এই পয়েন্টেই ব্রেক করে ৪-৩ লিড নিয়ে নেন ভারতের দুই নম্বর মহিলা সিঙ্গেলস খেলোয়াড়। এর পরের পয়েন্ট তিনি নিজের সার্ভও সফলভাবে ধরে রাখেন। শেষমেশ সেটের দশম গেমে সেট জিতে ম্যাচে সমতায় ফেরেন তিনি।

 

তৃতীয় সেটে দাপট

প্রথম দুই সেটে ফলাফল ১-১ থাকায় খেলা গড়ায় তৃতীয় সেটে। এই সেটে কিন্তু ফরাসি তারকাই শুরুটা বেশি ভালভাবে করেন। কর্মনের সার্ভিস ব্রেক করে তিনি ২-০ এগিয়েও যান। তবে আবারও দেখা মেলে কর্মনের নাছোড় মানসিকতার। টুর্নামেন্টে ওয়াইল্ড কার্ড হিসাবে সুযোগ পাওয়া কর্মন প্রতিপক্ষের সার্ভিস ব্রেক করার পাশাপাশি নিজের সার্ভিস ধরে রেখে সেটে সমতায় ফেরেন। এরপর আর কর্মনকে পিছন ফিরে তাকাতে হয়নি।

নিখুঁত ফোর হ্যান্ড থেকে ডাউন দ্য লাইন ব্যাকহ্যান্ড, সবেতেই পরের পর প্রতিপক্ষকে মাত দেন তিনি। দাপুটে ছন্দে তৃতীয় সেট জিতে প্রি-কোয়ার্টার ফাইনালে নিজের জায়গা পাকা করতে সক্ষম হন কর্মন। ম্যাচ শেষে ভারতীয় তারকা বলেন, ‘এই জয়টা আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। ম্যাচে লড়াইটা ছিল মানসিক শক্তির। শেষমেশ চাপ সামলে এই লড়াইয়ে আমি জিততে পেরে ভীষণই খুশি।’   

আরও পড়ুন: হাঁটুর চোটে নাজেহাল, নরওয়ের বিরুদ্ধে খেলবেন না রোহন বোপান্না





Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: