দুটো মানুষের হাসি-কান্নার কথা বলে ‘কিছু কথা বাকি’, প্রকাশ্যে ‘কথামৃত’র নতুন গান


কলকাতা: আগামী ১৮ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বাংলা ছবি ‘কথামৃত’ (Kothamrito)। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অপরাজিতা আঢ্য (Aparajita Auddy) এবং কৌশিক গঙ্গোপাধ্যায়কে (Koushik Ganguly)। এক অসম্পূর্ণ দাম্পত্যের সম্পূর্ণ গল্প বলবে “কথামৃত”। ইতিমধ্যেই ছবির অফিশিয়াল ট্রেলার মুক্তি পেয়েছে নেট দুনিয়ায়। একজন নির্বাক মানুষের চরিত্রে দেখা যাবে কৌশিক গঙ্গোপাধ্যায়কে। যিনি একটা ছোট্টো লাল ডায়রিতে লিখে রাখেন নিজের মনের সমস্ত কথাগুলো। সেই ডায়রির নামই “কথামৃত” রেখেছেন অপরাজিতা। ছবিতে কৌশিক গঙ্গোপাধ্যায়ের স্ত্রীর চরিত্রে দেখা যাবে অভিনেত্রী অপরাজিতা আঢ্যকে। সম্প্রতি নেট দুনিয়ায় মুক্তি পেয়েছে ছবির নতুন গান ‘কিছু কথা বাকি’।

নেট দুনিয়ায় মুক্তি পেল ‘কথামৃত’র নতুন গান ‘কিছু কথা বাকি’-

সম্প্রতি নেট দুনিয়ায় মুক্তি পেয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায় ও অপরাজিতা আঢ্য অভিনীত ‘কথামৃত’ ছবির নতুন গান ‘কিছু কথা বাকি’। দুটো মানুষ অনেকদিন পাশাপাশি থাকলে একটা সম্পর্ক সংসারে পরিণত হয়। আর এই পাশাপাশি কান্না-হাসির কথাই বলে এই গান। তমোঘ্ন চট্টোপাধ্যায়ের কথা এবং রনজয় ভট্টাচার্যের সুর এবং কণ্ঠে শোনা যাচ্ছে এই গান। নেট দুনিয়ায় মুক্তি পেতেই দর্শকদের কাছ থেকে প্রশংসা পেয়েছে এই গান। দুই তারকার পর্দার রসায়নও নজরকাড়া।

Reels

আরও পড়ুন – Top Entertainment News Today: টলিউড থেকে বলিউড, একনজরে আজকের সেরা বিনোদনের খবরগুলি

গল্পের প্রেক্ষাপট কিছুটা এমন, নিজেদের পাড়ার আদর্শ স্বামী – স্ত্রী সনাতন (কৌশিক গঙ্গোপাধ্যায়) ও সুলেখা (অপরাজিতা আঢ্য)। ছেলে ঋককে নিয়ে তাঁদের সুখের সংসার। তাঁদের এই ভালোবাসায় ভরা পরিবারকে পছন্দ করে এলাকার সমস্ত মানুষ। সনাতন কথা বলতে পারেন না। কিন্তু দীর্ঘদিন ধরে তাঁর পরিচিত ব্যক্তিরা তাঁর মনের ভাব বুঝতে পারেন। তবে, মনের কথা বলার জন্য তিনি একটি পকেট ডায়রি সবসময় সঙ্গে রাখেন। সেই ডায়রিটির নামই ‘কথামৃত’ দিয়েছেন। ছবিতে আরো দুটি মুখ্য চরিত্রে অভিনয় করছেন বিশ্বনাথ বসু ও অদিতি চট্টোপাধ্যায়। ছবির পরিচালক জিত চক্রবর্তী বলেন, “এটি কৌশিক গঙ্গোপাধ্যায় ও অপরাজিতা আঢ্যর এক অনন্য জীবনের গল্প। মানুষের জীবনে কথা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা নিয়ে এই ছবি। প্রতিটি সম্পর্কের বুননে কথার গুরুত্ব এই “কথামৃত”। ছবিটি মুক্তি পাবে “জালান প্রোডাকশন” এর ব্যানারে প্রযোজক প্রীতম জালান এর প্রযোজনাতে।



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: