‘দিয়েগো নিশ্চয়ই হাসছে’, মেসির বিশ্বজয়ে আবেগতাড়িত ব্রাজিল কিংবদন্তি পেলেও



দোহা: ৩৬ বছরের দীর্ঘ অপেক্ষা। ১৯৮৬ সালে আর্জেন্তিনার (Argentina Football Team) হয়ে শেষ বিশ্বকাপ  জিতেছিলেন দিয়েগো মারাদানো (Diego Maradona)। তারপর শুধুই হতাশা। তবে সেইসব হতাশা পার করে অবশেষে রবিবার, ১৮ ডিসেম্বর লুসেইল স্টেডিয়ামে ফ্রান্সকে হারিয়ে ফের বিশ্বজয়ী হয়েছে লা আলবিসেলেস্তে। স্বপ্নপূরণ হয়েছে লিওনেল মেসির (Lionel Messi)। আর্জেন্তিনার বিশ্বজয়ে আবেগতাড়িত ব্রাজিল কিংবদন্তি পেলেও (Pele)। 

মারাদোনাকে স্মরণ

খেলোয়াড় হিসাবে বিশ্বজয়ের পর নিজের জীবনদশায় আর আর্জেন্তিনার বিশ্বজয়ের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে পারেননি মারাদোনা। তবে কিংবদন্তি আর্জেন্তাইনের পরলোক গমনের পরেই আর্জেন্তিনা কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছিল। এবার বিশ্বকাপও জিতে নিল মেসির নেতৃত্বাধীন লা আলবিসেলেস্তে দল। মেসির বিশ্বজয়ের দিনেই আবেগতাড়িত পেলে মারাদোনাকে স্মরণ করে নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘অভিনন্দন আর্জেন্তিনা। দিয়েগো নিশ্চয়ই হাসছে।’ 

 


বিশ্বকাপ প্রসঙ্গে পেলে

কাতার বিশ্বকাপে একাধিক রোমহর্ষক ম্যাচ, চিরস্মরণীয় কিছু পারফরম্যান্স দেখা গিয়েছে। প্রথম আফ্রিকান দল হিসাবে সেমিফাইনালে পৌঁছয় মরক্কো। পেলে মরক্কো দলকেও শুভেচ্ছা জানাতে ভোলেননি। পেলে লেখেন, ‘আজ ফুটবলের পাতায় এক নতুন অধ্যায় যোগ হল। মেসি সবসময় বিশ্বকাপ জয়ের যোগ্য দাবিদার ছিল এবং অবশেষে ও নিজেদের প্রথম বিশ্বকাপ জিততে সক্ষমও হয়েছে। আমার বন্ধু এমবাপে ফাইনালে চারটি গোল (ম্যাচে হ্যাটট্রিক ও পেনাল্টি শ্যুট আউটে গোল) করেছে। এক দারুণ ম্যাচের সাক্ষী থাকলাম। এই ম্যাচটি ফুটবল ম্যাচটি চিরদিন স্মৃতির পাতায় থেকে যাবে। আর মরক্কোর কথা না বললেই নয়। বিশ্বকাপ ওরা কী দারুণ খেলল। আফ্রিকার দলকে ভাল খেলতে দেখে দারুণ লাগছে।’

আরও পড়ুন: ভালবাসার মানুষ যখন বিশ্বচ্যাম্পিয়ন, মেসিকে নিয়ে আবেগঘন বার্তা অ্যান্তোনেলার





Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: