ঢাক বাজালেন দাদা স্নেহাশিস, দর্শক সৌরভ, অষ্টমীতে জমজমাট বড়িশা প্লেয়ার্স কর্নার


কলকাতা: ঢাক বাজাচ্ছেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায় (Snehasish Ganguly)। সঙ্গে শুভ্রদীপ গঙ্গোপাধ্যায়-সহ পরিবারের অন্যান্য সদস্যরা। ঢাক বাজালেন সৌরভের আপ্তসহায়ক তানিয়া ভট্টাচার্যও। আর সোফায় বসে দেখছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। মুখে স্মিত হাসি। পাশে দাঁড়িয়ে বন্ধু, আত্মীয়স্বজনরা।

মহাষ্টমীর দিন বড়িশা প্লেয়ার্স কর্নারের পুজোয় এভাবেই মেতে উঠলেন জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট।

সদ্য পঞ্চাশ পূর্ণ করেছেন। এবার দাদার পাড়ার পুজোরও সুবর্ণ জয়ন্তী। যদিও পাড়ার নয়, বড়িশা প্লেয়ার্স কর্নারের পুজোকে দাদা বাড়ির পুজোই মনে করেন। গালে সযত্নে লালিত দাড়ি ৷ পরনে উজ্জ্বল হলুদ রঙের পাঞ্জাবি ৷ অষ্টমীর (Durga Puja 2022) সকালে একেবারে সাবেকি সাজে পাড়ার পুজোমণ্ডপে হাজির সৌরভ গঙ্গোপাধ্য়ায় (Sourav Ganguly) ৷ এদিন পরিবারের বাকি সদস্যদের সঙ্গে নিয়েই বড়িশা প্লেয়ার্স কর্নারে (Barisha Players Corner) অঞ্জলি দিলেন মহারাজ ৷ প্রসঙ্গত, বড়িশার এই ক্লাব যে পাড়ায়, সেই পাড়াতেই বাড়ি ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এবং বর্তমানে ক্রিকেট প্রশাসক সৌরভের ৷ ছোট থেকেই এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছেন তিনি ৷ এর আগে এই পুজোয় একাধিকবার ঢাক বাজাতেও দেখা গিয়েছে তাঁকে ।

পুজোয় আর পাঁচজন বাঙালির মতোই ঠাকুর দেখতে, খাওয়াদাওয়া করতে ভালবাসেন তিনি। আর ভালবাসেন ঢাকের বোল, ধুনুচি নাচ। পড়াশোনার জন্য সানা ইংল্যান্ডে। মেয়ে না থাকায় মন খারাপ তাঁর। একদিকে ভারতীয় ক্রিকেট বোর্ডের তুমুল ব্যস্ততা। দেশের মাটিতে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরপর সিরিজ। আয়োজনের সব দায়িত্ব সামলাতে হচ্ছে। সঙ্গে পুজোর উদ্বোধনের জন্য বিভিন্ন কর্মকর্তাদের ঝুলোঝুলি। তার মাঝেই মাকে চেক আপের জন্য চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া। ঠাসা সূচির মধ্যেই জাতীয় দলের কিংবদন্তি অধিনায়ক সময় দিয়েছিলেন এবিপি আনন্দের ডিজিট্যাল প্ল্যাটফর্ম এবিপি লাইভকে।

সৌরভ বলেছিলেন, ‘শুধু আমি কেন, সব বাঙালির কাছেই স্পেশ্যাল। আমাদের বাড়ির পাশের পুজোর এবার পঞ্চাশ বছর। আমার জন্ম থেকে এই পুজো। পুজো সমস্ত বাঙালির মতোই আমার কাছেই খুব আনন্দের। বড়িশা প্লেয়ার্স কর্নার আমার বাড়িরই পুজো। বাড়ির সব ভাইবোনেরা মিলে করে। আমি কনট্রিবিউট করি, তবে সেভাবে থাকতে পারি না। আমি শুধু পুজোর দিনগুলোয় যাই। ওরা ভালই পুজো করে। প্রতি বছর দারুণ পুজো হয়। বিশেষ করে মা দুর্গার মূর্তি দারুণ হয়।’

আরও পড়ুন: বিধ্বংসী ইনিংস বাংলার রিচার, বৃষ্টির কাঁটা উপড়ে এশিয়া কাপে মালয়েশিয়াকে হারাল ভারত



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: