ঢাকা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে জয়া-ব্রাত্য অভিনীত ‘ঝরা পালক’


কলকাতা: ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে ঝরা পালক (Jhora Palok)। জয়া আহসান (Jaya Ahsan) ও ব্রাত্য বসু (Bratya Basu) অভিনীত, সায়ন্তন মুখোপাধ্যায় (Shayantan Mukherjee) পরিচালিত ছবি ঝরা পালক। ২১তম ঢাকা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে এই ছবি।                                                                                                   

এবিপি লাইভের সঙ্গে এই খবর ভাগ করে নিয়েছেন সায়ন্তন মুখোপাধ্যায়। আগামী বছরের শুরুতেই ঢাকায় প্রদর্শিত হবে এই ছবি। বাংলায় জুন মাসে মুক্তি পেয়েছিল এই ছবি। জীবনানন্দ দাশের জীবন আধারিত এই ছবি দর্শকদের মধ্যে প্রশংসিত হয়েছে ইতিমধ্যেই। জানুয়ারি মাসের ১৪ তারিখ থেকে জানুয়ারির ২২ তারিখ পর্যন্ত চলবে এই চলচ্চিত্র উৎসব।                                                                                                                          

আরও পড়ুন:Avijatrik: ‘সত্যজিতের অপু ট্রিলজির ধারাবাহিক’, ভারত সরকার সম্মানিত করল ‘অভিযাত্রিক’-কে

‘ঝরা পালক’ ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন ব্রাত্য বসু (Bratya Basu)। জীবনানন্দ দাসের চরিত্রে অভিনয় করছেন তিনি। জীবনানন্দ দাসের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান (Jaya Ahashan)। জীবনানন্দ দাসের অল্পবয়স্ক চরিত্রে অভিনয় করেছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee)। সজনীকান্ত দাসের ভূমিকায় রয়েছেন দেবশঙ্কর হালদার (Devshankar Haldar)। কৌশিক সেন (Kaushik Sen) অভিনয় করেছেন বুদ্ধদেব বসুর ভূমিকায়।                                                                                                                                                   

চলচ্চিত্র উৎসবে প্রশংসা পেয়েছে ইতিমধ্যেই। জয় গোস্বামী এই ছবিটা ৩ বার দেখে বলেছিলেন, এই ছবি সাধারণ মানুষের কাছে পৌঁছনো উচিত। ব্রাত্য বসু আর জয়া আহসান, অর্থাৎ, ছবির নায়ক নায়িকারাও বেশ আশাবাদী ছিলেন এই ছবি নিয়ে।

 



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: