ট্যুইটার ভেরিফিকেশনের সহজ পদ্ধতি বাতলে দিলেন কঙ্গনা রানাউত


মুম্বই: বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut) সবসময়ই নানা কারণে চর্চায় থাকেন। নানা বিষয়ে নিজের মতামত দিয়ে থাকেন। কখনও তা নিয়ে বিতর্ক দেখা যায়। আবার কখনও তা প্রশংসিত হয়। সম্প্রতি ট্যুইটার (Twitter) ব্যবহার নিয়ে নিজের মতামত দিলেন অভিনেত্রী। ট্যুইটারের প্রশংসা করার পাশাপাশি তার ভেরিফিকেশন পদ্ধতি নিয়ে কথা তুলতেও ছাড়লেন না। 

মাইক্রো ব্লগিং সাইট ট্যুইটার ভেরিফিকেশন পদ্ধতি নিয়ে মতামত দিলেন কঙ্গনা-

মাইক্রো ব্লগিং সাইট ট্যুইটারের ভেরিফিকেশন পদ্ধতি সঠিক নয়। এমন মন্তব্যও করতে ছাড়লেন না অভিনেত্রী। ট্যুইটারের ভেরিফিকেশন পদ্ধতি নিয়ে সমালোচনা করার পাশাপাশি সহজ পদ্ধতিও বাতলে দিলেন তিনি। জানালেন, ভারতীয় আধার কার্ড (Aadhar Card) যাঁদের রয়েছে, তাঁদের প্রত্যেকের অ্যাকাউন্ট সেই তথ্য দিয়ে ভেরিফাই (Twitter Verification) করতে। রবিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এই সংক্রান্ত বিষয়ে বিশদে নিজের মত দেন অভিনেত্রী।

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে এদিন কঙ্গনা রানাউত লেখেন, ‘বর্তমানে সবথেকে ভালো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্যুইটার। বুদ্ধিমত্তার সঙ্গে এবং আদর্শগতভাবে এটি কাজ করে। লুকস কিংবা লাইফস্টাইল দেখে নয়। তবে, আমি এখনও এর ফেরিফিকেশন পদ্ধতিটা বুঝতে পারিনি। অথেন্টিক আইডেন্টিটি না থাকার কারণ দেখিয়ে অনেকেরই ট্যুইটার ভেরিফাই হয় না। উদাহরণ হিসেবে বলতে পারি, আমার অ্যাকাউন্ট ফেরিফাই হয়ে যাবে। কিন্তু আমার বাবা যদি তাঁর অ্যাকাউন্ট ব্লু টিক (Blue Tick) চান, তাঁর আবেদন খারিজ করে দেওয়া হবে যেন, তিনি বেআইনি জীবনযাত্রা করেন।’ এরপর তিনি আরও লেখেন যে, ‘প্রত্যেকের যাঁদের আধার কার্ড রয়েছে, তাঁদের অ্যাকাউন্ট ভেরিফাই করা যেতে পারে এই তথ্য দিয়েই।’

Reels

আরও পড়ুন – Oindrila Sharma: হাসপাতালে শয্যাশায়ী ঐন্দ্রিলাকে খোলা চিঠি সুদীপার, চোখে জল নেটিজেনদের

প্রসঙ্গত, সম্প্রতি এক সাক্ষাতকারে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত সরাসরি আমির খানকে দায়ী করেছেন ‘লাল সিং চাড্ডা’ ছবির ব্যর্থতার জন্য। তিনি জানিয়েছেন যে, আমির খান ভারতীয় হিসেবে লজ্জিত অনুভব করেন এবং তার কারণেই মূলত এই কারণেই বক্স অফিসে ব্যর্থ হয়েছে ‘লাল সিং চাড্ডা’। কঙ্গনা বলেন, ‘বিশ্বের সামনে আমির খান বলেছেন যে, আমাদের দেশে তিনি থাকতে পারছেন না। যা সারা বিশ্বের কাছে আমাদের অসম্মানিত করেছে। আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে। এটা ওঁর ব্যক্তিগত সমস্যা হতে পারে। ভারতীয় হিসেবে আপনি লজ্জা পান। আপনি একজন বিরক্তিকর মানুষ।’



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: