ট্যুইটারে মোদিকে ফলো করলেন সংস্থা প্রধান ইলন মাস্ক, তুঙ্গে জল্পনা



নয়া দিল্লি: কখনও ট্যুইটারের (Twitter) লোগো (Logo) বদলে দেন, কখনও আবার ট্যুইটারই ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেন। মোট কথা খামখেয়ালিপনার জুড়ি মেলা ভার। কখন কী করে বসবেন তা কেউ জানেন না। সেই ট্যুইটার তথা টেসলা (Tesla) কর্ণধার ইলন মাস্ক (Elon Musk) এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) ট্যুইটারে অনুসরণ করা শুরু করলেন। 

টেসলা কর্ণধার তিনি কাদের ফলো করেন, সেই ১৯৫ জনের একটি তালিকার স্ক্রিনশট দিয়েছেন। সেখানে দেখা যায় সেই তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তার পরেই জল্পনা শুরু হয়েছে, তবে কী ভারতে ব্যবসা শুরু করতে চলেছে টেসলা? যদিও এ বিষয়ে মুখে কুলুপ এঁটে রয়েছেন স্বয়ং মাস্ক।  

ট্যুইটারের সর্বাধিক ফলোয়ার্স যাঁর রয়েছে তিনি ইলন মাস্ক। মার্চের শেষের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামাকে পিছনে ফেলে তিনি এই কৃ

িত্ব অর্জন করেছিলেন। 

দীর্ঘদিন ধরেই ভারতে টেসলার ব্যবসা শুরু নিয়ে চর্চা চলছে। যদিও ভারতে ব্যবসা শুরুর ক্ষেত্রে টেসলাকে বেশ কয়েকটি শর্ত দিয়েছে মোদি সরকার। তার মধ্যে অন্যতম হলো, ভারতেই কারখানা খুলে গাড়ি তৈরি করতে হবে। কিন্তু ওই শর্ত মানতে রাজি হননি মাস্ক। বরং তিনি নিজের শর্তেই ব্যবসা করবেন বলে ভারত সরকারকে পাল্টা জানিয়ে দিয়েছেন বিশ্বের অন্যতম সেরা ধনী।

নেট নাগরিকদের অনেকে আগ্রহের সঙ্গে মাস্কের কাছে জানতে চেয়েছেন, তবে কী ভারতে ব্যবসা শুরু করছে টেসলা? কেউ-কেউ আবার অতীত ভুলে ভারতে ব্যবসা করার জন্য টেসলা কর্ণধারের কাছে হাত জোড় করে অনুরোধ জানিয়েছেন।

আরও পড়ুন, চামড়ার নিচে কিলবিল করছে পোকা! রোগীকে দেখে ভয়ে সিঁটিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ

কিন্তু সোমবার আচমকাই টুইটারে তিনি কাদের অনুসরণ করেন তার একটি স্ক্রিনশট তুলে দিয়েছেন টেসলা কর্ণধার। জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট টুইটারে বিশ্বের বিভিন্ন প্রান্তের ১৯৫ জনকে অনুসরণ করেন মাস্ক। সেই তালিকায় জ্বলজ্বল করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম। আর তার পরেই শুরু হয়েছে জল্পনা।                                                                           



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: