ট্যুইটারে ফিরতে চান না ডোনাল্ড ট্রাম্প, কিন্তু কেন?


Twitter: ট্যুইটারে ব্যান অর্থাৎ নিষিদ্ধ করা হয়েছিল প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) অ্যাকাউন্ট। তবে সেই নিষেধাজ্ঞা সরিয়ে ট্রাম্পকে ট্যুইটারে ফিরিয়ে এনেছিলেন জনপ্রিয় মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মের নতুন মালিক ইলন মাস্ক (Elon Musk)। কিন্তু ডোনাল্ড ট্রাম্প নিজেই ট্যুইটারে ফিরতে চান না বলে জানিয়েছেন। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের কথায় এখন আর ট্যুইটারে ফিরে আসার কোনও কারণ খুঁজে পাচ্ছেন না তিনি। তাই আর নতুন করে ট্যুইটারে ফিরতে চান না ডোনাল্ড ট্রাম্প। এর পাশাপাশি তিনি জানিয়েছেন যে আগামী দিনে তাঁকে দেখা যাবে নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Truth Social-এ। ট্রাম্পের নিজস্ব সংস্থা Trump Media & Technology Group (TMTG) এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করেছে। 

২০২১ সালের জানুয়ারি মাসে ইউএস ক্যাপিটালের সংঘর্ষ সম্পর্কে আপত্তিজনক ট্যুইট করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই সময়েই তাঁর ট্যুইটার অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছিল। তৎকালীন ট্যুইটার সিইও জ্যাক ডরসি ট্রাম্পের অ্যাকাউন্ট ব্যান করেছিলেন। ট্যুইটারের নিয়ম-নীতি লঙ্ঘন করার অভিযোগে ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট বাতিল করা হয়েছিল। অ্যাকাউন্ট ব্যান হওয়ার প্রায় ২ বছরের মাথায় ট্রাম্পের অ্যাকাউন্টের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছিলেন ট্যুইটারের নতুন সিইও ইলন মাস্ক। তবে ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন যে এই মাধ্যমে ফিরে আসার আর কোনও কারণ দেখতে পাচ্ছেন না তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, কয়েকদিন আগেই ট্যুইটারে একটি পোল করেছিলেন জনপ্রিয় মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মের নয়া সিইও। সেখানে জানতে চাওয়া হয়েছিল ট্যুইটারে ডোনাল্ড ট্রাম্পকে ফেরানো উচিত, নাকি নয়। সেই ট্যুইটার পোলে প্রায় ১৫ মিলিয়ন ইউজার ডোনাল্ড ট্রাম্পকে এই প্ল্যাটফর্মে ফিরিয়ে আনার পক্ষে ভোট দিয়েছিলেন। 

ট্যুইটারে ব্লু টিক সাবস্ক্রিপশন

আগে ট্যুইটার অ্যাকাউন্টে ব্লু টিক পাওয়ার জন্য ইউজারদের আবেদন করতে হত এবং তার ভিত্তিতে নিজেদের বিভিন্ন তথ্য দিতে হত। এইসব তথ্য ভেরিফিকেশনের মাধ্যমেই ট্যুইটার কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিত যে কোন ইউজারকে ব্লু টিক প্রদান করা হবে। তবে ইলন মাস্ক ট্যুইটারের দায়িত্ব নেওয়ার পর থেকে পরিবর্তন হয়েছে এই ব্লু টিকের নিয়ম। এবার থেকে যেকোনও ইউজার টাকা দিয়ে ট্যুইটারে ব্লু টিক সাবস্ক্রিপশন কিনতে পারবেন। মাসিক ৮ ডলারের বিনিময়ে সমস্ত ইউজাররা পাবেন ব্লু টিক। মাঝে এই পরিষেবা চালু হয়েছিল। তবে আচমকাই তা বন্ধ হয়ে যায়। এবার ফের নতুন করে শুরু হচ্ছে। তবে নতুন ইউজারদের এই পরিষেবা পেতে হলে ৯০ দিন অপেক্ষা করতে হবে। অর্থাৎ ট্যুইটার মাধ্যমে ৯০ দিন পূর্ণ করলে তবে একজন ইউজার ব্লু টিক ভেরিফিকেশন সাবস্ক্রিপশন নিতে পারবেন। 

Reels

আরও পড়ুন- Wi-Fi এর গতি বাড়াতে মেনে চলুন এই টিপস, নিমেষে ডাউনলোড হবে ভিডিয়ো



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: