টোকাটুকি হইতে সাবধান! ‘অ্যান্টি চিটিং হ্যাট’-এ অভিনব বার্তা পড়ুয়াদের


ম্যানিলা: টোকাটুকি (cheat) হইতে সাবধান! বার্তা দিচ্ছেন পড়ুয়ারাই (students)। তবে অভিনব কায়দায়। পরীক্ষার (examination) হলে টোকাটুকি আটকাতে নিজেরাই বিশেষ ধরনের টুপি তৈরি করে ফেলেছেন। সহজ কথায় যার নাম ‘অ্যান্টি চিটিং হ্যাট’ (Anti Cheating Hats)। একবার সেই টুপি পরলে ডান-বাঁ, উপর-নিচ কোনও দিকেই আপনার দৃষ্টি যাবে না। ফলে টোকাটুকির রাস্তা প্রায় বন্ধ। আপাতত সেই হ্যাটের ছবিতেই মজেছে নেটদুনিয়া। রীতিমতো ভাইরাল (viral) তার ছবিগুলি। 

কোথায় ঘটেছে?
ফিলিপিন্সের (Philippines) ঘটনা। সেখানকার লেগাজপি শহরের বিকল ইউনিভার্সিটি কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়ারাই এই কাণ্ডের নেপথ্যনায়ক। যদিও এ জন্য খানিকটা কৃতিত্ব তাঁদের অধ্যাপকেরও রয়েছে, মানছেন পড়ুয়ারা। আসলে অধ্যাপক মারি জয় মান্ডেন-ওটিজের মাথাতেই খেলেছিল ভাবনাটি। মিড-টার্ম পরীক্ষায় পড়ুয়ারা যে ভাবে টোকাটুকি করে তা আটকাতে তিনি এই অভিনব টুপি তৈরির দায়িত্ব দিয়েছিলেন তাঁদেরই। শিক্ষকের নির্দেশ অমান্য করা চলে না। পড়ুয়ারাও চ্যালেঞ্জটি নিয়ে নেন। তার পর? এক এক জন এক এক রকম ভাবে নিজের  ‘অ্যান্টি চিটিং হ্যাট’ তৈরি করে ফেলেন। সেই টুুপিগুলিই এখন তোলপাড় ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। অধ্যাপক নিজেই পড়ুয়াদের টুপি পরা ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন। কারও মাথায় অনেকটা হেলমেট-আকৃতির টুপি, কারও আবার পেল্লায় হ্যাট, কেউ কার্ডবোর্ড থেকে কার্টুন বানিয়েছে। ছবিগুলির সঙ্গে ক্যাপশনও দিয়েছেন অধ্যাপক। লেখা, ‘অ্যান্টি চিটিং হ্যাট আসলে সকলকে মনে করাতে চায় টোকাটুকি নয়, মন দিয়ে লেখাপড়া করো। সততা এবং বিশ্বাসযোগ্যতার মতো বিষয়গুলিকে যেন সব সময় আমরা গুরুত্ব দিতে পারি।’ পড়ুয়াদের তৎপরতা দেখে তাঁদের বোনাস পয়েন্টও দিয়েছেন অধ্য়াপক মান্ডেন-ওটিজ।

হাসির ফোয়ারা…
তবে শুধু গুরুগম্ভীর বার্তা নয়, লেখাপড়ার প্রবল চাপের মধ্য়েও তাঁর ছাত্রছাত্রীরা অভিনব টুপি তৈরি করতে গিয়ে যে সৃজনশীলতা ফুটিয়ে তুলেছেন তাতে যারপরনাই খুশি শিক্ষক। সে কথাও জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। হালকাচ্ছলেই লিখেছেন, ‘এত কিছু সত্ত্বেও ওঁরা রং ও হাসির উপাদান খুঁজে এনেছে। ওঁদের জন্য গর্বিত। অনেক ধন্যবাদ।’ অদ্ভুত ‘অ্যান্টি চিটিং হ্যাট’-র ছবি দেখে হাসির ফোয়ারা ছুটেছে নেটদুনিয়াতেও। কমেন্টের জোয়ার পোস্টে। অনেকে অবশ্য প্রশ্ন করছেন, এই ধরনের কৌশল নিয়ে আদৌ কি পরীক্ষায় টোকাটুকি আটকানো সম্ভব? তবে সিংহভাগই মনে করেন, হাসি ও আনন্দের উপাদান ছড়িয়ে রয়েছে ‘অ্যান্টি চিটিং হ্যাট’-র আড়ালে। আপাতত সেটুকুই বা কম কি?

আরও পড়ুন:সীমান্তে অতন্দ্র প্রহরীদের সঙ্গে দীপাবলিযাপন, কার্গিলে প্রধানমন্ত্রী

    



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: