টেনিসকে বিদায় জানালেন রজার ফেডেরার


জুরিখ: বিশ্ব টেনিসে একটা যুগের অবসান হল। ২৪ বছরের আন্তর্জাতিক কেরিয়ার। ২০টি গ্র্যান্ডস্লাম। ঝুলিতে আরও কিছু পাওয়ার ছিল কি না জানা নেই। কিন্তু এখানেই শেষ। টেনিসকে বিদায় জানালেন রজার ফেডেরার (Roger Federer)। সোশাল মিডিয়ায় নিজেই জানালেন  সে কথা। চলতি বছর লেভার কাপেই (Levar Cup) শেষবার কোর্টে নামতে চলেছেন ফেডেরার। বেশ কয়েক বছর ধরেই চোটের জন্য কোর্টের বাইরে ছিলেন সুইস টেনিস সম্রাট। চলতি বছরে কোনও গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টেই নামেননি। অবশেষে চল্লিশ পেরিয়েই নিজের টেনিস কেরিয়ারে ইতি টানলেন ফেডেরার। 

২০০৩ সালে কেরিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম জিতেছিলেন ফেডেরার। এরপর থেকে ৬টি অস্ট্রেলিয়ান ওপেন, একটি ফরাসি ওপেন, ৮টি উইম্বলডন ও ৫টি ইউএস ওপেন জিতেছিলেন এই টেনিস কিংবদন্তি।

 


চলতি বছর লেভার কাপে ফেডেরার খেলবেন তা আগেই শোনা যাচ্ছিল। সেই মতই এই টুর্নামেন্টে নামছেন ফেডেক্স। কিন্তু এটাই যে তাঁর শেষ টেনিস কোর্টে নামা হবে তা অনেকেই ভাবতে চাননি। মাথায় সাদা ফেট্টি বেঁধে কোর্টে যখনই নামতেন তিনি গ্যালারি থেকে দর্শকদের উন্মাদনা তাঁকে নিয়ে ছিল চোখে পড়ার মত। 

নিজের সোশাল মিডিয়ায় ফেডেরার জানিয়েছেন, ”আপনার জানেন যে গত তিন বছর আমার নানারকম চোট, সার্জারি ইত্যাদি চ্যালেঞ্জের মধ্যে কেটেছে। আমি কোর্টের ফেরা জন্য কঠিন পরিশ্রম করেছি। কিন্তু আমি এও জানি আমার শরীরের সহ্য করার ক্ষমতা কতটা, এবং গত কিছুদিন ধরে তা বেশ কষ্টই দিচ্ছিল আমাকে। আমার বয়স হয়েছে। ৪১ বছর হল।”

আরও পড়ুন: নেতৃত্বে নবি, টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আফগানিস্তান স্কোয়াড ঘোষণা





Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: