টেকের পর বিশ্বের নামজাদা জুতো কোম্পানিতে কর্মী ছাঁটাই, চাকরি যাবে ৬০০০ জনের



Nike Adidas Layoffs: প্রযুক্তি কোম্পানিগুলির পাশাপাশি এবার বিশ্বের আর্থিক মন্দার প্রভাব পড়ল জুতো কোম্পানিগুলিতে। PouYuen, ভিয়েতনামের সবচেয়ে বড় জুতো কোম্পানি বড় কর্মী ছাঁটাইয়ের পথে চলেছে। Nike,Adidas-এর মতো ব্র্যান্ডের জুতো তৈরি করে এই কোম্পানি। এপিএফ রিপোর্ট বলছে, কোম্পানি জানিয়েছে অর্ডার কমার কারণে চলতি মাসের শেষ নাগাদ হাজার হাজার কর্মী ছাঁটাই করা হবে।

Layoffs Update: কেন ছাঁটাই কোম্পানিতে 
বিশ্বের বাজার বলছে, ভিয়েতনাম জুতো, পোশাক ও আসবাবপত্রের বৃহত্তম রপ্তানিকারক। আমেরিকা ও ইউরোপে মন্দা ও মুদ্রাস্ফীতির কারণে দৈনন্দিন খরচ অনেক বেড়ে গেছে। লোকেরা এখন জামাকাপড় ও জুতোর কেনাকাটা বন্ধ করে দিয়েছে। যার প্রভাব এই শিল্প ও এতে কর্মরত ব্যক্তিদের ওপর প্রভাব ফেলছে। তাইওয়ানের পাউ চেন গ্রুপের একটি ইউনিট, পাউ চেন ভিয়েতনাম যা নাইকি এবং অ্যাডিডাসের মতো ব্র্যান্ডের জুতা তৈরি করে, স্থানীয় কর্তৃপক্ষকে জানিয়েছে , সংস্থা ৬০০০ কর্মচারীকে ছাঁটাই করতে চলেছে৷ চলতি মাসের শেষের দিকে ছাঁটাই শুরু করা হবে।

Nike Adidas Layoffs: কোম্পানি কত লোক নিয়োগ করে ?
১৯৯৬ সালে ভিয়েতনামে তার ইউনিট শুরু করেছিল পাউ চ্যান গ্রুপ । এখনও পর্যন্ত এটি কোম্পানির সবথেকে বড় ছাঁটাই। সব মিলিয়ে মোট ৫০,০০০-এরও বেশি লোক নিয়োগ করে এই কোম্পানি। এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে মোট ৩০০০ স্থায়ী কর্মচারী ও ৩০০০ অস্থায়ী কর্মচারীকে ছাঁটাই করেছিল কোম্পানি।

হো চি মিন সিটির শ্রম বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, কম অর্ডার পাওয়ায় কোম্পানিটি উৎপাদন হ্রাস পেয়েছে। এই পরিস্থিতিতে খরচ কমাতে কর্মী কমিয়ে দিচ্ছে সংস্থা। আমেরিকা ও ইউরোপের মন্দা ভিয়েতনামের খাদ্য প্রক্রিয়াকরণ, পোশাক, জুতো ও আসবাবপত্র শিল্পকে প্রভাবিত করেছে। গত বছর পাউ চেন ২০ হাজার কর্মচারী

ে পেইড লিভে পাঠিয়েছিল।

Layoffs: বিশ্বজুড়ে কর্মী ছাঁটাই (Employee Layoffs) প্রক্রিয়া যেন থামছেই না। গতবছর অর্থাৎ ২০২২ সালের শেষভাগ থেকে এই ছাঁটাই প্রক্রিয়া শুরু হয়েছে। তবে সম্প্রতি একটি সংস্থার কর্মী ছাঁটাইয়ের এমন অদ্ভুত পদ্ধতির কথা প্রকাশ্যে এসেছে যা শুনে অবাক সকলেই। শোনা গিয়েছে, সম্প্রতি একটি সাইবার সিকিউরিটি কোম্পানি Bishop Fox একসঙ্গে প্রায় ৫০ জন কর্মীকে ছাঁটাই করেছে। এর ফলে সংস্থার ওয়ার্ক ফোর্স একধাক্কায় ১৩ শতাংশ কমে গিয়েছে। TechCrunch- এর রিপোর্টে এই তথ্য পাওয়া গিয়েছে। তবে কর্মী ছাঁটাই তো অনেক সংস্থাতেই হচ্ছে, কিন্তু তাতে চমকপ্রদ কী রয়েছে? জানা গিয়েছে, Bishop Fox সংস্থা সম্প্রতি কর্মীদের জন্য একটি বিলাসবহুল পার্টির আয়োজন করেছিল। সেখানে সব আয়োজনই ছিল এলাহি। আর এই পার্টির পরেই কর্মীদের ছাঁটাই করেছে কর্তৃপক্ষ। 

আরও পড়ুন : New Liquor Policy: অফিসে বসে খেতে পারবেন মদ ! এই রাজ্যে পাবেন অনুমতি

 



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: