টি-টোয়েন্টিতে রাহুলের বদলে ওপেনিংয়ে কোহলি? কী মতামত প্রাক্তনীদের?


নয়াদিল্লি: এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে ৬১ বলে অপরাজিত ১২২ রানের ইনিংসে অবশেষে শতরানের খরা কাটিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। তবে এই ম্যাচে নিজের স্বাভাবিক তিন নম্বর নয়, বরং রোহিত শর্মার অনুপস্থিতিতে ওপেন করেই শতরান করেছেন বিরাট। আইপিএলেও বিরাটের সবকয়টি শতরানই এসেছে আরসিবির হয়ে ওপেন করে। এর ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে. তাহলে কি টি-টোয়েন্টিতে বিরাট কোহলিকে দিয়েই ওপেন করানো উচিত। এই বিষয়ে নিজের মতামত ব্যক্ত করলেন হরভজন সিংহ (Harbhajan Singh) ও সুনীল গাওস্কর (Sunil Gavaskar)।

হরভজনের মতামত

হরভজন আরসিবির হয়ে ওপেনার কোহলির পরিসংখ্যান মনে করিয়ে দিয়ে বলেন, ‘আরসিবির হয়ে ওপেন করে তো ও এক মরসুমে ৯২১ রানও করেছিল। এই ভূমিকাটা ওর বেশ পছন্দেরই। বিরাট এবং রোহিতকে দিয়ে ওপেন করিয়ে রাহুলকে তিন নম্বরে খেলানো যায় কি না, ভারতীয় ম্য়ানেজমেন্টকেই এই সিদ্ধান্তটা নিতে হবে। বিরাটের ওপেন করাটা দলের জন্য খারাপ মন্দ হবে না। তবে রাহুল এতে কতটা খুশি হবেন, সেই বিষয়ে আমি নিশ্চিত নই। বিরাট দারুণ ক্রিকেটার। তবে রাহুল এবং রোহিতও দুর্দান্ত ব্যাটার।’

বিকল্প ওপেনার

গাওস্করের আবার ওপেনার হিসাবে রোহিত ও রাহুলকেই এক ও দুই নম্বরে রাখছেন। অবশ্য কোহলিকে ওপেনিং বিকল্প হিসাবে ধরে নিয়ে অন্য কোনও ব্যাটারকে ভারতীয় ম্যানেজমেন্ট বিশ্বকাপ দলে সুযোগ দিতেই পারে বলে মত তাঁর। ‘ও তো অতীতেও রোহিতের সঙ্গে ইংল্যান্ডে ওপেন করেছে। বিশ্বকাপের জন্য ওকে বিকল্প ওপেনার হিসাবে বিবেচনা করে ভারতীয় ম্যানেজমেন্ট আরেকজন ব্যাটারকে কিন্তু দলে নিতেই পারে। রোহিত ও রাহুলের পর ও ওপেনিংয়ে তৃতীয় বিকল্প হতেই পারে। এই ইনিংসটি খেলে ও ভারতীয় দল, কোচ এবং অধিনায়ককে একটা বাড়তি বিকল্পের সন্ধান দিয়েছে।’ বলেন কিংবদন্তি ভারতীয় ব্যাটার।

রাহুল কিন্তু কোহলিকে দিয়ে ওপেনিং করানোর পরামর্শে খুব একটা সন্তুষ্ট নন। ম্যাচের পরেই এক সাংবাদিক তাঁকে এই নিয়ে প্রশ্ন করায় ভীষণই ক্ষুব্ধ হন ভারতীয় সহঅধিনায়ক। তিনি স্পষ্ট বলেন, ‘আমি কী নিজে দলের বাইরে বসব? নিঃসন্দেহে বিরাটের রান করা দলের জন্য দারুণ সুখবর। আর ওঁ আজ যেভাবে আফগানিস্তানের বিরুদ্ধে ব্যাট করেছে, তাতে আমি নিশ্চিত ওঁ নিজেও খুব সন্তুষ্ট হবে। ওঁ দীর্ঘদিন ধরে নিজের খেলা নিয়ে প্রচুর খেটেছে এবং তার সুফল আজ মাঠেই হাতেনাতে মিলেছে। দলগতভাবে সকলেই চায় যাতে সব খেলোয়াড়রাই মাঠে সময় কাটাতে পারে। দুই-তিনটে ইনিংস খেললেই আবার আত্মবিশ্বাস ফিরে পাওয়া যায়। আজ ওঁ যেভাবে খেলেছে, তাঁর জন্য আমি খুবই খুশি।’

আরও পড়ুন: কেন এশিয়া কাপ থেকে বিদায়? রোহিতদের ক্ষত উস্কে ব্যাখ্যা করলেন পাকিস্তান বোর্ডের প্রধান



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: