টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তান, সারাদিনের সেরা খেলার খবরের একঝলক



<p><strong>কলকাতা:</strong> টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তানের দুরন্ত জয়। কিউয়িদের হারিয়ে ফাইনালে পৌঁছে গেল বাবর আজমের দল। কাল দ্বিতীয় সেমিফাইনালে ভারত-ইংল্যান্ড। কী বলছেন রোহিত শর্মা ও জস বাটলার। দেখে নিন আজকের খেলার খবরের এক ঝলক।&nbsp;</p>
<p><strong>ফাইনালে পাকিস্তান</strong></p>
<p>রুদ্ধশ্বাস ম্যাচ। দুরন্ত লড়়াই ২ দলের। শেষ পর্যন্ত মুখে হাসি পাকিস্তানের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2022) সেমিফাইনালে খেলতে নেমেছিল বাবর আজমের দল। সেই ম্যাচে&nbsp; জয় ছিনিয়ে নিল পাকিস্তান। প্রথমে শাহিন শাহ আফ্রিদির (Saheen Shah Sfridi) নিয়ন্ত্রিত বোলিং ও পরে বাবর আজম, মহম্মদ রিজওয়ানের দুরন্ত অর্ধশতরানের ওপর ভর করে নিউজিল্যান্ডকে হারিয়ে দিল পাকিস্তান। ২০০৯ সালের পর ফের একবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল তারা।</p>
<p><strong>রোহিতদের চোট আপডেট</strong></p>
<p>প্র্যাক্টিসে থ্রো ডাউনে ব্যাটিং করার সময় মঙ্গলবার চোট পেয়েছিলেন। নেট থেকে বেরিয়েও গিয়েছিলেন। সেই থেকে সকলেই রোহিত শর্মাকে (<a title="Rohit Sharma" href="https://bengali.abplive.com/topic/rohit-sharma" data-type="interlinkingkeywords">Rohit Sharma</a>) নিয়ে উদ্বেগে ছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে (Ind vs Eng) সেমিফাইনালে নামতে পারবেন তো ভারতীয় দলের অধিনায়ক?</p>
<p>আশঙ্কা দূর করলেন রোহিত নিজেই। <a title="টি-টোয়েন্টি বিশ্বকাপ" href="https://bengali.abplive.com/topic/t20-world-cup" data-type="interlinkingkeywords">টি-টোয়েন্টি বিশ্বকাপ</a>ের সেমিফাইনালের আগের দিন সাংবাদিকদের রোহিত বলেছেন, ‘গতকাল চোট লেগেছিল। তবে এখন ঠিক আছি। কাল সামান্য ফুলে ছিল। ব্যথাও ছিল। তবে এখন পুরোপুরি ঠিক আছি।'</p>
<p><strong>হুঁশিয়ারি জস বাটলারের</strong></p>
<p>ভারতীয় শিবিরকে হুঁশিয়ারি দিয়ে দিলেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার।&nbsp;ম্যাচের আগের দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জস বাটলার বলেন, ”আমরা কোনওভাবেই চাই না ফাইনালে ভারত বনাম পাকিস্তান হোক। আমরা ভারতীয় ক্রিকেট দলের আনন্দ মাটি করে দিতে চাই। যদিও তারা অবশ্যই দুর্দান্ত একটা দল।”</p>
<p><strong>ফাইনালে মুখোমুখি ভারত-পাক?</strong></p>
<p>টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তান চলে গিয়েছে। কিন্তু তাদের প্রতিপক্ষ কারা হতে পারে? আগামীকাল ভারত বনাম ইংল্যান্ড ম্যাচের বিজয়ী দলই আগামী ১৩ নভেম্বর বাবর আজমদের বিরুদ্ধে খেলতে নামবেন অ্যাডিলেডে। তার আগে এবিপি লাইভের পক্ষ থেকে একটি সমীক্ষা করা হয়েছিল। সেখানে সাধারণ মানুষ ও ক্রিকেটপ্রেমীরা ভোট দিয়েছিলেন। ভারত বনাম পাকিস্তান না কি ইংল্য়ান্ড বনাম পাকিস্তান। মতমত চাওয়া হয়েছিল। সেখানেই প্রায় ৮৫.৭ শতাংশ মানুষ ভারত বনাম পাকিস্তান ম্যাচের পক্ষেই ভোট দিয়েছেন। বাকি ১৪. ৩ শতাংশ মানুষ ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচের জন্য ভোট দিয়েছেন।</p>
<p><strong>কোচিতে আইপিএলের নিলাম</strong></p>
<p>আগামী মরসুমের আইপিএলের জন্য নিলাম পর্ব হতে চলেছে আগামী ডিসেম্বরে। আগামী মাসের ২৩ তারিখ এই নিলাম পর্ব অনুষ্ঠিত হতে চলেছে। কোচিতে হবে এই নিলাম পর্ব।। এই নিলামের আগেই প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিকে ১৫ তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। যাতে তারা কোন কোন প্লেয়ারকে ধরে রাখতে চায় তা জানাতে হবে।&nbsp;</p>



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: