টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে নিখোঁজ টাইটানের যাত্রীরা আর বেঁচে নেই? খোঁজ শেষ?


Titan Submarine News : আটলান্টিকের গভীরে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে নিখোঁজ ডুবোযান টাইটানের যাত্রীদের বেঁচে থাকার আর কোনও সম্ভাবনা নেই। এমনটাই আশঙ্কা প্রকাশ করল পর্যটন সংস্থা ওশানগেট। সংস্থার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, তারা মনে করছে,সংস্থার সিইও স্টকটন রাশ, শাহজাদা দাউদ এবং তাঁর ছেলে সুলেমান দাউদ, হামিশ হার্ডিং এবং পল-হেনরি নারজিওলেট  ( CEO Stockton Rush, Shahzada Dawood and his son Suleman Dawood, Hamish Harding, and Paul-Henri Nargeolet ) দুঃখজনকভাবে হারিয়ে গেছেন।

ওই বিবৃতিতে জানানো হয়েছে, তাঁরা সত্যিকারের অভিযাত্রী ( true explorers ) ছিলেন। সাহসিকতার নিরিখে তাঁদের চেতনা ছিল স্বতন্ত্র । বিশ্বের মহাসাগরগুলির গভীরে গিয়ে অন্বেষণ এবং তা রক্ষা করার জন্য তাঁদের আবেগ ছিল গভীর।  পর্যটন সংস্থা ওশানগেট দুঃখপ্রকাশ করে জানিয়েছে, ‘ আমাদের হৃদয় এই দুঃসময়ে পাঁচজনের আত্মা এবং তাঁদের পরিবারের প্রতিটি সদস্যের সঙ্গে রয়েছে। তাঁদের জীবনহানির ঘটনায় গভীরভাবে শোকাহত ।’

৯৬ ঘণ্টার অক্সিজেন নিয়ে পাড়ি দিয়েছিল টাইটান। বৃহস্পতিবার সকালের মধ্যেই তা শেষ হয়ে যাওয়ার কথা। চালক ও চার যাত্রীর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা। এদিনই সকালে টাইটানের ধ্বংসাবশেষের কিছু অংশ পাওয়া গেছে বলে দাবি করেছে ইউএস কোস্ট গার্ড।

ওশানগেট সংস্থার তৈরি ওই ডুবোযান গত রবিবার পাঁচ যাত্রীকে নিয়ে সমুদ্রের গভীরে নেমেছিল। যাত্রা শুরুর ১ ঘণ্টা ৪৫ মিনিট পর থেকে আর খোঁজ মেলেনি টাইটানের। ডুবোযানটির খোঁজে  আরও জাহাজ এবং ভেসেল পাঠানো হয়েছিল। গভীর জলের নিচ থেকে পাওয়া গিয়েছিল শব্দ। সেই সূত্র ধরেই ডুবোজাহাজটি খুঁজে পাওয়ার আশায় চালানো হচ্ছিল খোঁজ। এই উদ্ধারকাজে যোগ দিয়েছিল ফ্রান্স এবং ব্রিটেন। উদ্ধারকাজের জন্য গভীর সমুদ্রেও সচল থাকবে এমন রোবট পাঠানো হয় ফ্রান্সের তরফে। এর পাশাপাশি ব্রিটেন ওই হারিয়ে যাওয়া ডুবোজাহাজটি খুঁজে বের করার জন্য একটি সাবমেরিনার পাঠায়।  কিন্তু তাতেও প্রাণের খোঁজ পাওয়া গেল না। 

ওশানগেট শোকপ্রকাশ করে বলেছে, এই ঘটনা তাদের সংস্থার নিবেদিতপ্রাণ কর্মীদের জন্য একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। তাঁরা ক্লান্ত এবং গভীরভাবে শোকাহত। তারা জানিয়েছে, এই মিশনের পিছনে অনেক মানুষের অনেক পরিশ্রম রয়েছে। তাঁদের প্রতি কৃতজ্ঞ OceanGate। ‘এটি সমগ্র অভিযাত্রী সম্প্রদায়ের জন্য এবং সমুদ্রে হারিয়ে যাওয়া প্রত্যেকের পরিবারের সদস্যদের জন্য একটি অত্যন্ত দুঃখের সময়। আমরা এই সময়ে শ্রদ্ধার সঙ্গে মৃতদের পরিবারের গোপনীয়তাকে সম্মান করতে চাই।’ 

 

 



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: