জ্বরের পরই গায়ে হাতে অসহ্য যন্ত্রণা? ভাইরাল আর্থ্রাইটিস নিয়ে সতর্ক করছেন চিকিৎসকরা



<p><strong>ঝিলম করঞ্জাই, কলকাতা</strong> : যেকোনও ভাইরাস ঘটিত জ্বরের পরই, গায়ে হাতে অসহ্য যন্ত্রণা হচ্ছে? কখনও কখনও তা এক মাসের বেশি সময় ধরে থাকছে? চিন্তা করবেন না। চলতি কথায় এই যন্ত্রণার নাম, ভাইরাল আর্থ্রাইটিস। চিকিত্&zwj;সকরা বলছেন, এই যন্ত্রণা দীর্ঘস্থায়ী নয়।</p>
<p>কখনও ডেঙ্গি,&nbsp;কখনও ইনফ্লুয়েঞ্জা,&nbsp;কখনও চিকুনগুনিয়া,&nbsp;কখনও আবার করোনা,&nbsp;এক এক উপসর্গ নিয়ে মানব শরীরে হানা দেয় এই সব অসুখ&nbsp;কিন্তু দেখা যাচ্ছে, অসুস্থতা থেকে সেরে ওঠার পরই, একটা উপসর্গ কমন।&nbsp;</p>
<ul>
<li>গায়ে হাতে প্রচণ্ড ব্যথা।</li>
<li>গাঁটে গাঁটে যন্ত্রণা।</li>
<li>কোমরে ব্যথা।&nbsp;</li>
</ul>
<p>ভাইরাসের সংক্রমণ হলেই, শরীরে দেখা দিচ্ছে এই ব্যথা-যন্ত্রণার সমস্যা। কখনও তা থাকছে ১ মাস, কখনও ২ মাস, কখনও আবার তা ৬ মাসও থাকছে।&nbsp; চলতি ভাষায় যাকে বলা হচ্ছে,<strong> ভাইরাল আর্থ্রাইটিস।&nbsp;</strong>বর্তমানে, অনেকেই ভুগছেন এই যন্ত্রণা-রোগে।&nbsp;</p>
<p><strong>চিকিত্&zwj;সক অতনু পাল জানাচ্ছেন</strong>, ‘২০১১, ১৪ সালে প্রচুর এমন কেস হয়েছিল। কোভিডের পরবর্তী সময়ে আর্থারাইটিস আক্রান্তের সংখ্যা অনেক বশি। কোভিডও তো ভাইরাস। প্রচুর ডেঙ্গি হচ্ছে। তাই এই সব ভাইরাল অসুখের পর এই সব উপসর্গ দেখা যাচ্ছে। ‘&nbsp;</p>
<p>বহু রোগী জ্বর সেরে গেলে বহুদিন অবধি থেকে যাচ্ছে। তাহলে কি আর্থারাইটিস থেকে গেল? প্রকৃত আর্থারাইটিস নয়।&nbsp;চিকিত্&zwj;সকরা বলছেন, <strong>ভাইরাল আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস কিম্বা রিউমেটিক আর্থ্রাইটিসের</strong> থেকে পুরোপুরি আলাদা। &nbsp;</p>
<p>ভাইরাল আর্থ্রাইটিস কোনও দীর্ঘকালীন ব্যাধি নয়।&nbsp;ভাইরাস-ঘটিত রোগে আক্রান্ত হওয়ার পরই সাধারণত এইধরণের ব্যথা-যন্ত্রণা হয়ে থাকে।&nbsp;<br />তাই এটা নিয়ে আতঙ্ক বা ভয়ের কিছুই নেই। ‘ নিজে থেকে সেরে যায়। সেল্ফ লিমিটিং। ক্রনিক নয়। ‘ ভয় না পাওয়ার পরামর্শ চিকিত্&zwj;সক অজয় সরকারের।&nbsp;<br /><br />ঠিক কী কী ভাইরাল অসুখ থেকে হতে পারে ভাইরাল আর্থ্রাইটিস? চিকিত্&zwj;সকরা বলছেন,</p>
<ul>
<li>করোনা</li>
<li>চিকুনগুনিয়া</li>
<li>ডেঙ্গি</li>
<li>হেপাটাইটিস বি</li>
<li>হেপাটাইটিস সি</li>
<li>মাম্পস</li>
<li>জিকা</li>
</ul>
<p>প্রভৃতি ভাইরাসে আক্রান্ত হলে, ভাইরাল আর্থ্রাইটিসের যন্ত্রণার সম্ভাবনা থাকে।&nbsp;&nbsp;<br />অন্যদিকে, হঠাৎ করে বেড়েছে হাম ও রুবেলার প্রকোপ। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে তৎপর কেন্দ্র। ২০২৩-এর ডিসেম্বরের মধ্যে ১০০ শতাংশ ভ্যাকসিনেসন করতে হবে। তৈরি করতে হবে টাস্কফোর্স। রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। তৎপর কলকাতা পুরসভাও।&nbsp;আগামী ৯ জানুয়ারি থেকে এক মাস, হাম ও রুবেলার ভ্যাকসিনেশনের বিশেষ কর্মসূচি শুরু হবে।&nbsp;স্কুলগুলির পাশাপাশি, অঙ্গনওয়াড়ি কেন্দ্র পাড়ায় পাড়ায় টিকাকরণ কেন্দ্র চালু হবে।&nbsp;৯ মাস থেকে ১৫ বছরের নীচে, সব ছেলেমেয়েদের হাম ও রুবেলার ভ্যাকসিন দেওয়া হবে।&nbsp;আগে ভ্যাকসিন দেওয়া থাকলেও এই কর্মসূচিতে ফের ভ্যাকসিন নিতে হবে।</p>
<p>&nbsp;</p>



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: