জিম্বাবোয়ে সফরে নেতৃত্ব হারিয়েছিলেন কে এল রাহুলের জন্য? কী বলছেন ধবন?



<p style="text-align: justify;"><strong>নেপিয়ার:</strong> চলতি বছরটা অধিনায়ক হিসেবে দুর্দান্ত কেটেছে শিখর ধবনের। ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতেছেন। টেস্ট ও টি-টোয়েন্টিতে জাতীয় দল থেকে ব্রাত্য হলেও ওয়ান ডে ফর্ম্যাটে এখনও নিজের জায়গা ধরে রেখেছেন দিল্লি বাঁহাতি ওপেনার। কিন্তু এরপরও জিম্বাবোয়ে সফরে তাঁকে ওয়ান ডে দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। রোহিত শর্মার অনুপস্থিতিতে সেই সিরিজে কে এল রাহুলকে ক্যাপ্টেন হিসেবে বেছে নেওয়া হয়েছিল। কিন্তু কেন? কিউয়িদের বিরুদ্ধে মাঠে নামার আগে সেই ইস্যুতে প্রশ্ন করা হয়েছিল ধবনকে। সেই নিয়ে মুখ খুললেন ধবন।</p>
<p style="text-align: justify;"><strong>কী বললেন ধবন?</strong></p>
<p style="text-align: justify;">অধিনায়ক হিসেবে সাফল্য পাওয়ার পরও তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল অধিনায়কত্ব থেকে। সেই ইস্যু নিয়ে সাংবাদিক বৈঠকে প্রশ্ন ওঠায় ধবন বলেন, ”প্রথমত এই বয়সে এসে দেশের জার্সিতে খেলতে পারছি, দেশকে নেতৃত্ব দিতে পারছি, এটাই আমার কাছে অনেক বড় বিষয়। চোটের জন্য় <a title="এশিয়া কাপ" href="https://bengali.abplive.com/topic/asia-cup-2022" data-type="interlinkingkeywords">এশিয়া কাপ</a>ে খেলতে পারেনি কে এল রাহুল। ও সহ অধিনায়ক। তাই জিম্বাবোয়ে সফরে আসার পর আমার মনে হয়েছিল যে ওর অভিজ্ঞতা সঞ্চয় করাটা দরকার। আমি একেবারেই হতাশ হইনি। যা হয় তা ভালর জন্যই হয়।”</p>
<p>এদিকে, ডিসেম্বরেই বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান সিরিজ খেলতে নামবে ভারতীয় দল (<a title="Indian Cricket Team" href="https://bengali.abplive.com/topic/indian-cricket-team" data-type="interlinkingkeywords">Indian Cricket Team</a>)। সেই সিরিজের জন্য ভারতীয় দল আগেই ঘোষণা করা হয়েছিল। তবে এবার দলে দুই রদবদল ঘটানো হল। বাংলা টাইগারদের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে সুযোগ পেলেন কুলদীপ সেন ও বাংলার শাহবাজ আহমেদ (Shahbaz Ahmed)। যশ দয়াল ও রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) সিরিজ থেকে ছিটকে যাওয়ায় তাঁদের বদলেই দলে ডাক পেলেন শাহবাজরা।</p>
<p><strong>দলে শাহবাজ</strong></p>
<p>বিসিসিআইয়ের তরফে এক বিবৃতিতে জানানো হয়, ‘দয়ালের কোমরে সমস্যা রয়েছে এবং সেই কারণেই তিনি এই সিরিজে খেলতে পারবেন না। অপরদিকে জাডেজা এখনও তাঁর হাঁটুর চোট সারিয়ে উঠতে পারেননি। তিনি বিসিসিআইয়ের মেডিক্য়াল দলের তত্ত্বাবধানেই থাকবেন। কুলদীপ এবং শাহবাজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে অকল্যান্ডে ২৫ নভেম্বর থেকে শুরু হতে চলা ওয়ান ডে সিরিজে ডাক পেয়েছিলেন। তবে তাঁরা বাংলাদেশে সফররত ভারতীয় দলের অংশ হতে চলেছেন। আপাতত নিউজজিল্যান্ড সিরিজের জন্য ওঁদের পরিবর্ত হিসাবে কারুর নাম ঘোষণা করা হয়নি।'</p>



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: