জিতু, সত্যম, চঞ্চল, ২০২২ সালে অভিনয়ে নজর কাড়লেন যে বাঙালি প্রতিভারা



কলকাতা: ২০২২ বছরটা মন্দ কাটেনি বাংলা ইন্ডাস্ট্রির। ঝুলিতে যেমন একাধিক হিট ছবি এসেছে, তেমনই প্রায় হঠাৎ করেই অভিনেতা অভিনেত্রীদের তালিকায় প্রথম সারিতে উঠে এসেছে বেশ কিছু নতুন মুখেরা। তাঁদের প্রতিভা নিয়ে সন্দেহের অবকাশ তো নেই বটেই সেই সঙ্গে টলিউডে পুরনো নায়ক নায়িকাদের পাশাপাশি নতুন মুখেদের পেয়েও খুশি দর্শকেরা। চায়ের আড্ডায়, আলোচনায়.. সব বিষয়েই বার বার উঠে এসেছে তাঁদের নাম। কেউ কেউ আবার নতুন কাজে হাত দিয়ে সোনাও ফলিয়েছেন। দেখে নেওয়া যাক, এইবছর বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে চর্চায় রইলেন কারা

 

‘অপরাজিত’ জিতু কমল

তিনি সত্যিই ‘অপরাজিত’। অনীক দত্ত পরিচালিত ছবিতে সত্যজিৎ রায়ের ভূমিকায় দেখা গিয়েছিল জিতু কমল (Jeetu Kamal)-কে। এর আগে বড়পর্দায় দু একটি ছোট চরিত্রে অভিনয় করলেও তেমন দাগ কাটতে পারেননি জিতু। কিন্তু অনীক দত্ত পরিচালিত অপরাজিত ছবিটিতে জিতুর অভিনয় দক্ষতা তাঁকে টলিউডের প্রথম সারির অভিনেতা হিসেবে জায়গা করে দিয়েছে। ২০২২ সালে টলিউডে যে সমস্ত ছবি সাফল্য পেয়েছিল, তাদের মধ্যে অন্যতম অপরাজিত। জিতুর লুক থেকে শুরু করে অভিনয়, সমস্ত বিষয়ই ছিল চর্চার কেন্দ্রে। 

সত্যমের ‘রূপকথা’

এই বছর আরও এক অভিনেতা প্রশংসা কুড়িয়েছেন, জায়গা করে নিয়েছেন সামনের সারিতে। অনির্বাণ ভট্টাচার্য্যের প্রথম পরিচালিত ছবির নায়ক তিনি। সত্যম ভট্টাচার্য্য (Satyam Bhattacharyya)। ‘বল্লভপুরের রূপকথা’ ছবিটি বক্সঅফিসে সাফল্যের মুখ দেখেছে। আর সেই সঙ্গে চর্চায় থেকেছেন সত্যম। নায়ক সুলভ না হয়েও যে নায়ক হয়ে ওঠা যায়, চরিত্রাভিনেতা হয়ে মন জিতে নেওয়া যায় দর্শকদের, তার প্রমাণ সত্যমই। সহজ সরল গল্পে বাঁধা এই ছবির সুর। ছবিতে একাধিক চরিত্রে আলাদা আলাদা ভাবে নজর কেড়েছেন সত্যম। 

 

উজান এল..

‘লক্ষ্মীছেলে’-র হাত ধরে বাংলা পেল নতুন প্রজন্মের এক নতুন নায়কে। কৌশিক গঙ্গোপাধ্যায় পুত্র উজান গঙ্গোপাধ্যায়। অন্য ধারার ছবি ‘লক্ষ্মীছেলে’ বক্সঅফিসে ব্যবসা করেছিল ভালই। শুধু তাই নয়, এই ছবিতে প্রশংসিত হয়েছে উজানের অভিনয়ও। এই ছবির হাত ধরেই ছবির জগতে পা রেখেছেন নতুন ৩ অভিনেতা অভিনেত্রী। তবে আলাদাভাবে নজর কেড়েছেন উজান। দর্শকরাও ভালবেসেছেন নতুন অভিনেতাকে। ইতিমধ্যে নতুন কাজের অফারও পেয়েছেন উজান। 

আরও পড়ুন: Year Ender 2022: ২০২২-এই ইতি, এই বছর সম্পর্কে বিচ্ছেদের পথে হাঁটলেন যে সব তারকা জুটি

বাংলায় চঞ্চল ‘হাওয়া’

এর আগেও চঞ্চল চৌধুরীকে টলিউডে অভিনয় করতে দেখেছে পশ্চিমবঙ্গ। কিন্তু এই বছর ‘কারাগার’ সিরিজ থেকে শুরু করে ‘হাওয়া’, ২০২২ সালে যেন নতুন করে বাংলার নজর কাড়লেন অভিনেতা চঞ্চল চৌধুরী। শুধু এগুলিই নয়, বলি থেকে শুরু করে একাধিক সিরিজে তাঁর অভিনয় চর্চার অন্যতম কেন্দ্রবিন্দুতে থেকেছে। চলচ্চিত্র উৎসবে ‘হাওয়া’ মুক্তির পর সেই ছবি দেখা নিয়ে যে উদ্দীপনা দেখা গিয়েছিল সাধারণ মানুষদের মধ্যে, তা কার্যত ঐতিহাসিক। আর ‘সাদা সাদা কালা কালা’-র তালে মন মজেনি, বাংলায় এমন মানুষ বোধহয় মেলা ভার। 

 

নতুন ফেলুদা

২০২২-এ বড়পর্দায় নতুন ফেলুদা পেল বাঙালি। তিনি ইন্দ্রনীল সেনগুপ্ত (Indranil Sengupta)। সন্দীপ রায়ের (Sandip Roy)-এর নতুন ছবি ‘হত্যাপুরী’-তে এবার ফেলুদার ভূমিকায় দেখা গেল ইন্দ্রলীনকে। ২৩ ডিসেম্বর মুক্তি পেয়েছে এই ছবি। সৌমিত্র চট্টোপাধ্যায় ও সব্যসাচী চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়ের পরে বাঙালি পেল এক নতুন ফেলুদাকে। শুধু ফেলুদা নয়, সন্দীপ রায় বেছে নিয়েছেন নতুন তোপসে ও জটায়ুকেও। ওয়েব সিরিজে ইতিমধ্যেই পরমব্রত চট্টোপাধ্যায় ও টোটা রায়চৌধুরীকে ফেলুদা হিসেবে দেখেছেন দর্শক। ইন্দ্রনীল দর্শকদের মন কতটা জয় করতে পারেন সেটাই এখন দেখার।



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: