জগদীশানের দ্বিশতরান, তামিলনাড়ু-অরুণাচল ম্যাচে একাধিক বিশ্বরেকর্ড



<p style="text-align: justify;"><strong>বেঙ্গালুরু:</strong> ঘরোয়া ক্রিকেটে বিশ্বরেকর্ড। ১৪১ বলে ২৭৭ রান। বিজয় হাজারে ট্রফিতে তামিলনাড়ুর নায়ারণ জগদীশানের দ্বিশতরান। অরুণাচল প্রদেশের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে তামিলনাড়ু ২ উইকেট হারিয়ে বোর্ডে তুলে নেয় ৫০৬ রান। যার অন্যতম কারিগর জগদীশান। ঘরোয়া ক্রিকেটে এটাই ব্যক্তিগত সর্বোচ্চ রান যে কোনও ব্যাটারের। আগে এই রেকর্ড ছিল এডি ব্রাউনের দখলে। ২০০২ সালে সারের হয়ে গ্লামোরগনের বিরুদ্ধে ১৬০ বলে ২৬৮ রান করেছিলেন তিনি।&nbsp;</p>
<p style="text-align: justify;">তালিকায় তিনে রয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তিনি ইডেনে ২৬৪ রানের ইনিংস খেলেছিলেন। &nbsp;২০১৮ সালে পশ্চিম অস্ট্রেলিয়ার হয়ে কুইন্সল্যান্ডের বিরুদ্ধে ১৪৮ বলে ২৫৭ রান করেছিলেন অস্ট্রেলিয়ার ডার্সি শর্ট।&nbsp;</p>
<p style="text-align: justify;">উল্লেখ্য, অরুণাচলের বিরুদ্ধে তামিলনাড়ুর হয়ে ওপেনে নেমেছিলেন জগদীশান ও সাই সুদর্শন। ২ জনেই ৪১৬ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। নিজের ইনিংসে ২৫টি বাউন্ডারি ও ১৫টি ছক্কা হাঁকান জগদীশান। ইনিংসের ৪২ তম ওভারে আউট হয়ে যান জগদীশান। সুদর্শন ১০২ বলে ১৫৪ রান করেছেন। শেষ পর্যন্ত ৫০ ওভারে ২ উইকেট হারিয়ে ৫০৬ রান করেছে তামিলনাড়ু।&nbsp;</p>
<p style="text-align: justify;">বিজয় হাজারে ট্রফি পরপর ৫ ম্যাচে শতরান হাঁকালেন জগদীশান। এর আগে ঘরোয়া ক্রিকেটে টানা চারটি শতরান হাঁকিয়েছিলেন কুমার সাঙ্গাকারা। এছাড়াও এই তালিকায় রয়েছেন আলভিরো পিটারসেন, দেবদূত পড়িক্কল।&nbsp;</p>



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: